বাচ্চাদের জন্য কোন শ্যাম্পু ভালো (2024 সালে সেরা ৫টি শ্যাম্পু)

আপনি কি ২০২৪ সালের বাচ্চাদের জন্য কোন শ্যাম্পু ভালো তা জানতে চাচ্ছেন? সাধারনত বাচ্চাদের শরীর এবং ত্বক অনেক নরম ও কোমল হয়ে থাকে। তাই আপনার বাচ্চাদের দেহে যেকোনো শ্যাম্পু ইউজ করা ঠিক না। এজন্য আপনাকে জানতে হবে যে আসলে বাচ্চাদের জন্য কোন শ্যাম্পু ভালো।

আর আমরা আজকের এই ব্লগে বর্তমান সময়ে বাচ্চাদের জন্য সেরা ৫টি শ্যাম্পুর নাম ও ব্যবহার আলোচনা করবো। আমাদের মাঝে এমন অনেক বাবা মা রয়েছেন যাদের বাচ্চাদের জন্য বর্তমান সময়ের সেরা শ্যাম্পু খোজ করছেন। কিন্তু আসলে সেভাবে কোথাও সঠিক তথ্য খুজে পাচ্ছেন না।

মূলত আমরা তাদের সুবিধার কথা ভেবেই আজকের এই ব্লগে বাচ্চাদের জন্য কোন শ্যাম্পু ভালো বা সেরা ৫ টি শ্যাম্পু নিয়ে আলোচনা করব। তাই অবহেলা না করে এই পোষ্টটি একটু মনোযোগ দিয়ে পড়ে বাচ্চার জন্য সেরা শ্যাম্পুর নাম জেনে নিন।

উপস্থাপনা

অনেক বাবা মায়েরা তাদের বাচ্চাদের মাথা পরিষ্কার করানোর জন্য বিভিন্ন ব্রান্ডের শ্যাম্পু ব্যবহার করে থাকে। কিন্তু, আসলে সব শ্যাম্পু সবার জন্য প্রযোজ্য নয়। যদি শ্যাম্পুতে ক্ষার এর পরিমাণ বেশি থাকে, তাহলে আপনার বাচ্চার ত্বক এবং চুল দুটোর জন্যই ক্ষতিকর প্রভাব দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

তাই, আপনার সন্তানকে শুধুমাত্র এমন শ্যাম্পু ব্যবহার করাতে হবে যেগুলো বাচ্চাদের জন্য তৈরি হয়েছে। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে বাচ্চাদের জন্য কোন শ্যাম্পু ভালো, বাচ্চাদের শ্যাম্পু ব্যবহারের নিয়ম, বাচ্চাদের শ্যাম্পু ব্যবহারের সতর্কতা ইত্যাদি এসব বিষয় সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেয়া যাক।

বাচ্চাদের জন্য কোন শ্যাম্পু ভালো

বাচ্চাদের জন্য এখন বাজারে নানান ধরণের শ্যাম্পু পাওয়া যায়। কিছু কিছু শ্যাম্পু রয়েছে যেগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। আমরা বাচ্চাদের জন্য ভালো এমন ৫টি ব্রান্ডের শ্যাম্পুর নাম উল্লেখ করেছি। বাচ্চাদের জন্য ২০২৪ সালের সেরা ৫টি শ্যাম্পু হচ্ছে —

  • সিওডিল বেবি শ্যাম্পু (SIODIL Baby Shampoo)
  • মেরিল বেবি শ্যাম্পু (Meryl Baby Shampoo)
  • জনসনস বেবি শ্যাম্পু (Johnson’s Baby Shampoo)
  • কোডোমো বেবি শ্যাম্পু (Kodomo Baby Shampoo)
  • অ্যাভিনো বেবি শ্যাম্পু (Aveeno Baby Shampoo)

আপনার বাচ্চার চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে উপরোক্ত বেবি শ্যাম্পুগুলো ব্যবহার করতে পারেন। আপনার বাচ্চার চুলের যত্ন নেওয়ার জন্য এই বেবি শ্যাম্পুগুলোর ব্যবহার ও দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেই। তাহলে আপনার বোঝা সহজ হয়ে যাবে যে আপনার বাচ্চাদের জন্য কোন শ্যাম্পু ভালো হবে।

১। সিওডিল বেবি শ্যাম্পু (SIODIL Baby Shampoo)

বাজারে থাকা সকল বেবি শ্যাম্পুর চেয়ে এই ব্রান্ডেরশ্যাম্পুগুলোর দাম তুলনামূলক কম এবং গুনগত মান অনেক ভালো হওয়ার ফলে বিশেষজ্ঞরা বাচ্চাদের চুলের যত্নে সিওডিল ব্রান্ডের বেবি শ্যাম্পু ব্যবহার করার কথা বলে থাকেন। এই শ্যাম্পুতে তেমন ক্ষতিকর রাসায়নিক পদার্থ নেই যার ফলে না এটি বাচ্চা ত্বক এবং চুলের ক্ষতি করেনা। এছাড়া, সিওডিল ব্রান্ডের বেবি শ্যাম্পুতে পিএইচ মাত্রাটাও অনেক কম থাকে।

বাচ্চাদের জন্য কোন শ্যাম্পু ভালো

তাই, আপনি চাইলে আপনার বাচ্চার চুলের যত্ন নিতে এই ব্রান্ডের শ্যাম্পু ব্যবহার করাতে পারেন। শ্যাম্পুটি ব্যবহারের ফলে আপনার বাচ্চার ত্বক এবং চুল কোনোটাই ক্ষতি হবেনা। এই শ্যাম্পু বাজার কিংবা অনলাইন ২টি জায়গা থেকেই ৯০০ টাকয় ক্রয় করতে পারবেন। সবথেকে ভালো মানের শ্যাম্পু ও দাম তুলনামূলক সাশ্রয়ী হওয়ার ফলে এই শ্যাম্পুটি আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

২। মেরিল বেবি শ্যাম্পু (Meril Baby Shampoo)

মেরিল কোম্পানির বেবি শ্যাম্পু গুলো বাচ্চাদের ত্বকের পিএইচ মাত্রার কথা চিন্তা ভাবনা করেই তৈরি করা হয়। তাই, আপনি চাইলে বাচ্চাদের চুলের যত্ন নিতে মেরিল ব্রান্ডের বেবি শ্যাম্পু ব্যবহার কতে পারেন।

বাচ্চাদের জন্য কোন শ্যাম্পু ভালো

মেরিল বেবি শ্যাম্পুর ২০২৪ সালের আপডেট দাম হচ্ছে ১৩০ টাকা থেকে ১৫০ টাকা হবে। মেরিল ব্রান্ডের বিভিন্ন সাইজের বেবি শ্যাম্পুর দাম ভিন্ন অথবা জায়গা ভেদে কম বেশি হয়ে থাকে। আপনি চাইলে বেবি শপ অথবা অনলাইন শপ থেকে এই শ্যাম্পু ক্রয় করে বাচ্চাদের চুলে ব্যবহার করতে পারবেন।

৩। জনসনস বেবি শ্যাম্পু (Johnson’s Baby Shampoo)

বাচ্চাদের কোমল চুলের জন্য জনসনস বেবি শ্যাম্পু বিশেষভাবে তৈরি করা হয়। এটি মূলত টিয়ার-ফ্রি, যার অর্থ হচ্ছে এটি যদি বাচ্চার চোখে যায় তাহলে জ্বালাপোড়া করে না। এছাড়া এই শ্যাম্পুতে কোনো রকমের ক্ষতিকর রাসায়নিক কিছু নেই বললেই চলে। আপনি যদি আপনার বাচ্চার চুলের যত্ন নেওয়ার জন্য ভালো ও সবচেয়ে সেরা বেবি শ্যাম্পু খুঁজে থাকেন, তাহলে জনসনস বেবি শ্যাম্পু ব্যবহার করাতে পারেন।

বাচ্চাদের জন্য কোন শ্যাম্পু ভালো

জনসনস বেবি শ্যাম্পু ১০০ এমএল এর দাম ২০০ টাকা। জনসনস ব্রান্ডের আরও নানান ধরনের বেবি শ্যাম্পু রয়েছে। আপনি চাইলে আপনার নিকস্থ বাজার থেকে অথবা অনলাইনে ই-কমার্স ওয়েবসাইট থেকে এই শ্যাম্পুর ক্রয় করে আপনার বাচ্চার চুলে ব্যবহার করতে পারবেন।

৪। কোডোমো বেবি শ্যাম্পু (Kodomo Baby Shampoo)

আমাদের দেশে প্রতিতা বাচ্চার অভিভাবকদের কাছে কোডোমো বেবি শ্যাম্পু অনেক জনপ্রিয় শ্যাম্পু। এই শ্যাম্পুটি টিয়ার-ফ্রি হওয়ার ফলে বাচ্চাকে গোসল করানোর সময় ভুলবশত শ্যাম্পু চোখে প্রবেশ করলে চোখ জ্বালাপোড়া করবে না। এছাড়াও, এতে কোন প্রকার ক্ষতিকর রাসায়নিক কিছু নেই।

📌আরো পড়ুন 👇

যেহেতু বেবি শ্যাম্পু সেহেতু ক্ষতিকর কোন উপাদান নেই। এজন্য, আমার উপদেশ থাকবে আপনার বাচ্চার ত্বকের বা চুলের কোনরকম ক্ষতি করবে না এমন শ্যাম্পু ব্যবহার করালে চাইলে কোডোমো বেবি শ্যাম্পু  ক্রয় করতে পারেন। কোডোমো বেবি শ্যাম্পু ৪০০ মিলি এর দাম ৮২০ টাকা।

কোডোমো ব্রান্ডের আরও বিভিন্ন ধরণের শ্যাম্পুর বাজারে পাওয়া যায় আপনি চাইলে বাচ্চার চুলের যত্ন নেওয়ার জন্যে সেগুলোও ব্যবহার করতে পারেন। এই শ্যাম্পুটি আপনি চাইলে আপনার নিকস্থ বাজার থেকে অথবা অনলাইন থেকে ক্রয় করে আপনার বাচ্চার চুলে ব্যবহার করতে পারবেন।

৫। অ্যাভিনো বেবি শ্যাম্পু (Aveeno Baby Shampoo)

মূলত এই অ্যাভিনো বেবি শ্যাম্পুও বাচ্চাদের জন্য অন্যান্য ভাল ব্রান্ডের শ্যাম্পুর মতো অনেক ভালো মান এর হয়ে থাকে। আমাদের দেশের অভিভাবকরা তাদের ছোট্ট সোনামনিদের জন্য এই বেবি শ্যাম্পু ব্যবহার করে থাকেন। এই শ্যাম্পুতে পিএইচ মাত্রা বাচ্চাদের ত্বকের সাথে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে।

এছাড়াও, এতে কোনো ক্ষতিকর রাসায়নিক উপাদান নেই তাই বলা যায় এই বেবি শ্যাম্পু আপনার বাচ্চাদের জন্য সেরা হতে পারে। আপনি চাইলে এই শ্যাম্পু বাচ্চার চুল পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন। তবে শ্যাম্পু করা হয়ে গেলে কন্ডিশনার ব্যবহার করবেন।

এরপর, আপনার বাচ্চার মাথা নরম তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে দিবেন। ত পরিশেষে আমার মতামত হচ্ছে উল্লিখিত বেবি শ্যাম্পুর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে সিওডিল ব্র্যান্ডের বেবি শ্যাম্পু ((SIODIL Baby Shampoo)। তবে আপনার আপনার বাচ্চার দেহের সাথে যেই শ্যাম্পুটি সামঞ্জস্য হবে আপনি চাইলে সেই শ্যাম্পুটি ক্রয় করে ব্যবহার করাতে পারেন। উপরোক্ত এই ৫টি ব্রান্ডের শ্যাম্পুই বাচ্চাদের জন্য্য বেষ্ট।

বাচ্চাদের শ্যাম্পু ব্যবহার করার নিয়ম

প্রতিটা নবজাতকের ত্বকের মতো চুল এবং মাথাও খুবই সংবেদনশীল অংশ হয়। তাই, এসব শ্যাম্পু ব্যবহার করার সময় হালকা গরম পানি ব্যবহার করুন। প্রথমে আপনার হাতটি পরিস্কার করে নিন এরপর একটি পাত্রে সামান্য গরম পানি নিয়ে সেই পাত্রে অল্প পরিমাণে শ্যাম্পু ঢালুন।

📌আরো পড়ুন 👇

এরপর হাত দিয়ে শ্যাম্পু মিশিয়ে ফেনা তৈরি করার পরে আপনার বাচ্চার মাথায় ফেনাগুলো দিয়ে আলতো করে ভালোভাবে ম্যাসাজ করুন। আপনার বাচ্চার চুলের গোড়া থেকে শুরু করে একেবারে ডগা অবদি ম্যাসাজ করতে হবে। তারপরে বাচ্চার মাথা পানি দিয়ে পরিষ্কার করুন যাতে শ্যাম্পু লেগে না থাকে।

তবে ডেইলি বাচ্চাদের চুলে শ্যাম্পু দেওয়া ঠিক না। এতে করে, বাচ্চার চুল তুলনামূলক খুবই পাতলা হয়ে যাবে। প্রতি সপ্তাহে আপনার বাচ্চাকে ২ থেকে ৩ দিন মাথার চুল শ্যাম্পু করাবেন। এতে বাচ্চার মাথায় ময়লা জমবে না এবং চুলের স্বাস্থ্য ঠিক থাকবে।

বাচ্চাদের শ্যাম্পু ব্যবহারের সতর্কতা

বাচ্চাদের শ্যাম্পু ব্যবহার করার ক্ষেত্রে আমাদের প্রতিটা অভিভাবকদের কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন বাচ্চাদের মাথা তুলনামূলক খুবই কোমল ও নরম হয়ে থাকে তাই শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি শ্যাম্পু ব্যবহার করতে হবে।

বড়দের শ্যাম্পু তাদের মাথার চুলে ব্যবহার করা যাবে না। এতে করে আপনার বাচ্চার চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও, কোন কারণবশত বাচ্চাদের চোখের ভিতর বড়দের ব্যবহার করা শ্যাম্পুর ফেনা ঢুকে গেলে বাচ্চার চোখ জ্বালাপোড়া করতে পারে।

তাই, আপনাকে এই বিষয়ে কঠোর ভাবে সতর্ক থাকতে হবে। শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি শ্যাম্পুর ব্যবহার করবেন। কেননা, বেবি শ্যাম্পুগুলো টিয়ার-ফ্রি হয়। যা বাচ্চার চোখের ভিতর প্রবেশ করলেও চোখের কোন ক্ষতি বা চোখ জ্বালাপোড়া হবে না।

এছাড়া, এগুলো শ্যাম্পু তৈরি করা হয় মূলত বাচ্চার ত্বকের পিএইচ মাত্রার সাথে সামঞ্জস্য বজায় রেখেই। আশা করছি এগুলো বিষয়ে সতর্কতা অবলম্বন করে বাচ্চাদের শ্যাম্পু ব্যবহার করাবেন। আর আমার মতে বাচ্চাদের ক্ষেত্রে এসব বিষয়ে অবহেলা না করে কঠোরভাবে সতর্ক থাকা।

বাচ্চাদের চুলের যত্নে শ্যাম্পু নিয়ে টিপস

বাচ্চাদের ত্বক অনেক সংবেদনশীল হয়, এজন্য শুধুমাত্র তাদের জন্য তৈরি শ্যাম্পু ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞরা শিশুদের ত্বকের যত্নে বিশেষায়িত শ্যাম্পু ব্যবহার করতে বলে থাকেন। উচ্চমানের শ্যাম্পু মূলত যেগুলো রিজেনেবল প্রাইজে পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে সিওডিল বেবি শ্যাম্পু।

এটি বাচ্চাদের চুলের জন্যই তৈরি করা হয়েছে এবং এটি টিয়ার ফ্রি হওয়ার ফলে, কোন ক্ষতি হয় না। আর বাচ্চাদের চুল মূলত বড়দের চুলের চেয়ে তুলনামূলক অনেক পাতলা এবং সংবেদনশীল হয়। যার ফলে বাচ্চাদের চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে।

যেমন যেগুলো শ্যাম্পুতে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক রয়েছে সেগুলো শ্যাম্পু এড়িয়ে চলতে হবে। কারণ এই উপাদান চুলের অনেক ক্ষতি করে। এক্ষেত্রে আপনি চাইলে হাইপোঅ্যালার্জেনিক শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে পারেন। আর গোসল করানো হয়ে গেলে নরম তোয়ালে আলতো করে চুল মুছে দিন।

বাচ্চাদের চুলের জন্য সাধারন শ্যাম্পু ব্যবহার যাবে?

বাচ্চাদের চুলের যত্ন নেওয়ার জন্য মূলত যেগুলো বেবি শ্যাম্পু রয়েছে সেগুলো শ্যাম্পু ব্যবহার করা উচিত। সাধারণ শ্যাম্পু বাচ্চাদের চুলে ব্যবহার করা হলে বাচ্চাদের ক্ষতি হতে পারে। আর বেবি শ্যাম্পুতে পিএইচ এর মাত্রা খুবই কম থাকে এবং ক্ষতিকর কোন উপাদান বিদ্যামান থাকেনা। ফলে, এগুলো বাচ্চার চুল ও ত্বক ভালো থাকে। বাচ্চাদের চুলের জন্য সাধারন শ্যাম্পু ব্যবহার না করে বেবি শ্যাম্পু ব্যবহারর করা উচিত।

বাচ্চাদের ভালো শ্যাম্পু সম্পর্কে লেখকের মতামত

আজকের এই পোস্টে বাচ্চাদের জন্য কোন শ্যাম্পু ভালো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি এই পোস্টটি শেষ অবদি পড়েন, তাহলে আপনার বাচ্চাদের চুল ভালো রাখার জন্য কোন শ্যাম্পু ভালো হবে তা নিশ্চয় জানতে পারবেন।  আপনার বাচ্চার চুল পরিস্কার রাখতে উপরের উল্লিখিত শ্যাম্পু গুলি এই  ব্যবহার করতে পারেন।

বাচ্চাদের জন্য কোন শ্যাম্পু ভালো সেই সম্পর্কে আজকের ব্লগটি উপকারি মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনার যদি বাচ্চাদের জন্য কোন শ্যাম্পু ভালো তা নিয়ে কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথভাবে চেষ্টা করবো। এমন আরও গুরুত্বপূর্ণ ও শিশু সম্পর্কে তথ্য জানতে কাটিং টু সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন।

পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Comment