বাচ্চাদের জন্য কোন ক্রিম ভালো – 2024 (সেরা ৮টি ক্রিম)

আপনি কি বাচ্চাদের জন্য কোন ক্রিম ভালো সেই সম্পর্কে জানতে আগ্রহী? বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটা পরিবারের বাচ্চাদের নিয়ে নাজেহাল অবস্থা। বিশেষ করে গরমের সময় অভিভাবক বাচ্চাদের নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েন। তাই আমরা আজকের এই ব্লগে কোন ক্রিম ব্যবহার করলে বাচ্চাদের ত্বকের ক্ষতি হবেনা এসব বিষয় নিয়েই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।

আপনার বাচ্চার জন্য কোন ক্রিমটি সবচেয়ে ভালো অ উপকারী হবে আ জানতে চাইলে পোস্টটি সম্পূর্ণ পড়তে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের তুলনায় কিন্তু একটি বাচ্চার ত্বকের পিএইচ (PH) মান খুবই কম হয়ে থাকে। এছাড়াও, একটি শিশুর ত্বকে অনেক কোমলময়ী হয়ে থাকে।

তাই, আপনি যদি আপনার বাচ্চাকে যত্রতত্রভাবে যেকোনো ক্রিম ব্যবহার করান তাহলে বাচ্চাদের ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই, বাচ্চাদের জন্য কোন ক্রিম ভালো এটি জানতে হবে। তো চলুন, এই গরমে বাচ্চাদের জন্য কোন ক্রিম ভালো এবং সেই ক্রিম সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।

বাচ্চাদের জন্য কোন ক্রিম ভালো

বাচ্চাদের ত্বক মূলত অনেক কোমল হয় এজন্য যেকোনো ক্রিম ব্যবহার করা ঠিক হবে না। শুধু বাচ্চাদের জন্য তৈরি হয়েছে এমন ক্রিম আপনার শিশুকে ব্যবহার করাতে হবে। বাচ্চাদের ত্বকের জন্য কোন ক্রিম ভালো হবে এবং কোন ক্রিম ব্যবহার করলে ত্বক নরম, কোমল এবং মোলায়েম হবে আমরা এই বিষয়ে নিম্নে বিস্তারিত তুলে ধরেছি চলুন, তাহলে কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক।

বাচ্চাদের জন্য ভালো ক্রিম ব্যবহার কিংবা কেনার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে। শিশুদের ত্বক অত্যন্ত সংবেদনশীল হয় এজন্য তাদের ক্রিম অবশ্যই হাইপোঅ্যালার্জেনিক হতে হবে। কেননা এতে কোন ধরণের ক্ষতিকর প্রভাব বা উপাদান থাকে না। বাচ্চাদের ত্বক অনেক তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়, যার কারণে  তাদের ক্রিম অবশ্যই ময়েশ্চারাইজার সমৃদ্ধ হতে হবে।

আরো পড়ুন 👇

ক্রিমে গ্লিসারিন, সেরামাইড ইত্যাদি সমৃদ্ধ হতে হবে তানাহলে বাচ্চাদের ত্বক জ্বালাপোড়া করতে পারে। এর কারন হল শিশুদের ত্বকের ইম্যিউনু সিস্টেম অনেক দুর্বল তাই তাদের যেন ত্বকে জ্বালাপোড়া না করে সেই দিকটা লক্ষ রাখতে হবে। ক্রিমে অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই উপাদান থাকতে হবে। এসব উপাদান ক্রিমে বিদ্যমান থাকলে সেই ক্রিমটি বাচ্চাদের জন্য সবথেকে উত্তম হবে।

বাচ্চাদের জন্য কোন ক্রিম ভালো 2024

বাংলাদেশের প্রতিটা বাজারগুলোতে বাচ্চাদের জন্য এখন নানান প্রকারের ক্রিম পাওয়া যায়। এর মধ্যে কিছু জনপ্রিয় ব্র্যান্ড এর ক্রিমের নাম নিম্নে উল্লেখ করা হলো:-

  • প্যারাসুট জাস্ট ফর বেবি
  • জনসন বেবি লোশন
  • কোডোমো ফেইস ক্রিম
  • মামায়ার্থের ময়শ্চারাইজিং লোশন
  • ময়েশ্চারাইজিং লোশন
  • ইভেনো ময়েশ্চারাইজিং লোশন
  • হিমালয় হারবাল বেবি লোশন
  • শিয়া বাটার লোশন

এই ব্র্যান্ড এর ক্রিমগুলো মূলত হাইপোঅ্যালার্জেনিক (Hypoallergenic) ও ময়েশ্চারাইজার (Moisturizer) সমৃদ্ধ হয়। তবে ক্রিম ক্রয় করার সময় আপনাকে অবশ্যই পণ্যের লেবেল ভালোভাবে পড়ে নিতে হবে এবং কী কী উপাদান দিয়ে এসব ক্রিম তৈরি হয়েছে সেই সম্পর্কে জানতে হবে। এতে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় উপাদান চিহ্নিত করা যাবে এবং এর পাশাপাশি এসব ক্রিমের ক্রয় করা থেকে বিরত থাকা যাবে।

এতে করে ক্রিমটি আপনার বাচ্চার নরম ত্বকের সাথে মানানসই হিসেবে কাজ করবে কিনা অতি সহজেই বুঝতে পারবেন। তাহলে চলুন, বেশি কথা না বাড়িয়ে বাচ্চাদের ত্বকের জন্য ভালো হবে এমন ক্রিমগুলোর নাম ও ব্যবহার সম্পর্কে বিস্তারিতভাবে নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক।

প্যারাসুট জাস্ট ফর বেবি ক্রিম – Parachute Just For Baby Cream

বিশ্বজুড়ে লক্ষাধিক বাবা মায়েরা সন্তানের জন্য এই বেবি ক্রিমটি তাদের ব্যবহার করে থাকেন। এটি একটি নন-কমেডোজেনিক, হাইপোঅ্যালার্জেনিক, ময়েশ্চারাইজিং এবং জ্বালাপোড়া রোধ করার ক্রিম। এ ক্রিমটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় যা বাচ্চার ত্বকের জন্য নিরাপদ।

প্যারাসুট জাস্ট ফর বেবি ক্রিম

এই ক্রিমের উপকারিতা হচ্ছে, শিশুর ত্বকে আর্দ্রতা খুব সহজেই ধরে রাখতে পারে রাখে এবং এর পাশাপাশি শুষ্কতা প্রতিরোধ করে থাকে। যার ফলে শিশুর ত্বক আরও মসৃণ হয়। এছাড়াও শিশুর ত্বককে নানান ক্ষতি থেকে রক্ষা করে। তাই, লক্ষাধিক অভিভাবকরা তাদের সন্তানের জন্য এই বেবি ক্রিমটি ব্যবহার করেন।

প্যারাসুট জাস্ট ফর বেবি ক্রিমটি গোসলের পর বা ত্বক শুষ্ক হওয়ার সাথে সাথে ব্যবহার করতে হবে। ক্রিম লাগানোর আগে হাত ভালো করে ধুয়ে নিন। কারণ, হাতে থাকা জীবাণু শিশুর ত্বকের ক্ষতি করতে পারে। ক্রিমটি ত্বকের উপর আলতোভাবে ম্যাসাজ করে লাগান। এভাবে করে প্যারাসুট জাস্ট ফর বেবি ক্রিমটি ব্যবহার করতে পারবেন।

জনসন বেবি লোশন – Johnson’s Baby Lotion

জনসন বেবি লোশনটি শুধুমাত্র একজন নবজাতক শিশুর ত্বকের ক্ষেত্রেই ব্যবহারযোগ্য এবং বিশেষ করে ছোট বাচ্চাদের জন্যই তৈরি করা হয়েছে। বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন অভিভাবকরা তাদের বাচ্চার জন্য এই ক্রিমটি ব্যবহার করে আসছেন। এই লোশনটি ব্যবহার করলে আপনার বাচ্চাদের ত্বক আগের তুলনায় কোমল এবং মোলায়েম হয়ে যাবে। যতগুলো বেবি লোশন রয়েছে সেগুলো মধ্যে জনসন বেবি লোশনের অনেক জনপ্রিয়তা রয়েছে, শুধুমাত্র এর উপকারিতার জন্য।

জনসন বেবি লোশন

এই লোশনটি ব্যবহারে শিশুর ত্বকে আর্দ্রতা এবং শুষ্কতা প্রতিরোধ করে। এছাড়াও, আপনার শিশু বিভিন্ন ক্ষতিকর রোগে সংক্রমিত হওয়া থেকেও রক্ষা পাবে। বাজারে যেসব বেবি লোশন পাওয়া যায়, এগুলো যদিও দাবি করে যে তাদের ক্রিম ব্যবহার করলে অবশ্যই একজন শিশুর ত্বক নরম এবং কোমল হবে। আসলে মূল কথা হচ্ছে এসব ক্রিম ব্যবহারে অনেক সময় বাচ্চার ত্বকের ক্ষতি লক্ষ্য করা হয়।

তবে, এই জনসন বেবি লোশন শুধুমাত্র তাদের লোশনের গুনগত মান এর উপর নির্ভর করেই কয়েক যুগ ধরে বাজারে টিকে আছে। তাই, আপনি যদি চিন্তা করেন যে বাচ্চাদের জন্য কোন ক্রিম ভালো হবে তাইলে  জনসন বেবি লোশনটি ব্যবহার করতে পারেন।

কোডোমো ফেইস ক্রিম – Kodomo Face Cream

কোডোমো ফেইস ক্রিম হল মূলত জাপানের একটি জনপ্রিয় শিশু যত্ন ব্র্যান্ড কোডোমো দ্বারা তৈরি হয়েছে। এই ক্রিম আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় শিশুদের ফেইস ক্রিমগুলোর মধ্যে একটি। এটি ব্যবহারে বাচ্চাদের শুষ্ক ত্বক তুলনামূলক কোমল এবং মোলায়েম হয়ে যায়।

কোডোমো ফেইস ক্রিম

এছাড়াও, এই ক্রিমটি ব্যবহার করার ফলে বাচ্চাদের ত্বক সুন্দরও হয়ে যায়। অনেক অভিভাবকরা আছেন তাদের শিশুর ত্বক ফর্সা করার জন্য এই কোডোমো ফেইস ক্রিম ব্যবহার করে থাকে। এছাড়াও এই ক্রিমটি বাচ্চাদের ত্বকে কোনো ক্ষতিকর রোগ জীবাণু আক্রমণ করতে পারে না। এই ক্রিমগুলো বাচ্চাদের জন্য খুবই উপকারী। তাই আপনি চাইলে এই ক্রিমটি ক্রয় করে আপনার বাচ্চার ত্বকে ব্যবহার করতে পারেন।

মামায়ার্থের ময়শ্চারাইজিং লোশন – Mamayarth Moisturizing Lotion

মামায়ার্থের ময়শ্চারাইজিং লোশনটি বাচ্চার ত্বকের শুষ্কতা এবং জ্বালাপোড়া রোধ করতে অনেক সহায়তা করে থাকে। এই লোশনে বিদ্যমান উপাদানগুলো হলো জোজোবা তেল, বাদাম তেল, অ্যালোভেরা এবং শেয়া বাটার যা ত্বককে নরম রাখার পাশাপাশি ত্বকে পুষ্টি যোগায়। এই লোশনটি মূলত উদ্ভিদ-ভিত্তিক নানান উপাদান দিয়ে তৈরী করা হয়।

ময়েশ্চারাইজিং লোশন – Moisturizing lotion

ময়েশ্চারাইজিং লোশন নবজাতকের ত্বকের জন্য উপযুক্ত। বেশির ভাগ ছোট বাচ্চাদের অভিভাবক তাদের শিশুর জন্য এই ক্রিমটি ব্যবহারের জন্য উপযুক্ত মনে করেন। কারণ এই ক্রিমটি নরম ও কোমল ত্বকের জন্য উপযুক্ত। এতে দুধের প্রোটিন ও অ্যালোভেরা বিদ্যমান রয়েছে যা একজন বাচ্চার ত্বকে পুষ্টি যোগাতে সহায়তা করে থাকে। এটা শিশুর ত্বক নরম, কোমল, হাইড্রেট রাখতে খুবই উপকারী।

ইভেনো ময়েশ্চারাইজিং লোশন – Eveno Moisturizing Lotion

শিশুদের কোমল ত্বকের জন্য ইভেনো ময়েশ্চারাইজিং লোশনটি উপযুক্ত। এটি সুগন্ধ মুক্ত একটি লোশন। প্রাকৃতিক উপাদান দিয়ে ভরপুর এটি আপনার বাচ্চার ত্বককে ২৪ ঘন্টা পর্যন্ত আর্দ্র রাখতে পারে। এই লোশনের গুনাগুন হচ্ছে খুব সহজেই ত্বকের সাথে মিশে যায়।

হিমালয় হারবাল বেবি লোশন

হিমালয় হারবাল বেবি লোশনটি বাচ্চাদের জন্য খুবই উপকারী। এ লোশনে ভেষজ শক্তি গুনাগুন বিদ্যমান রয়েছে। এছারাও এতে জলপাই তেল ও বাদাম তেল রয়েছে। যা একজন বাচ্চার ত্বককে সতেজ রাখতে সহ্যতা করে থাকে। জলপাই তেল শিশুত ত্বককে উজ্জ্বলতা করে ভূমিকা রাখে। তবে অনেক বাচ্চার ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহারে ত্বকের এলার্জি ও ফুসকুড়ি দেখা দিতে পারে। তাই এ বিষয়ে সচেতন থাকবেন।

শিয়া বাটার লোশন – Shea butter lotion

শিশুর ত্বকের সুরক্ষা ও ময়েশ্চারাইজার জন্য শিয়া বাটার লোশনটি খুবই উপকারী।এই লোশনটিতে মূলত প্রচূর পরিমানে প্রাকৃতিক উপাদন রয়েছে। এছাড়াও এই লোশনে সয়াবিন, সূর্যমুখী বীজের তেল, গ্লিসারিন ইত্যাদি উপকরন বিদ্যমান রয়েছে। যা একটি বাচ্চার ত্বকের জন্য পুষ্টিকর।

বাচ্চাদের জন্য কোন ক্রিম ভালো

বাচ্চাদের জন্য কোন লোশন ভালো

বর্তমানে বাচ্চাদের জন্য অভিভাবকরা শুধু্মাত্র ক্রিম ব্যবহার করেন না বরং তারা তাদের বাচ্চাদের ত্বকের যত্ন সঠিকভাবে নিতে লোশন ব্যবহার করেন। এখন প্রশ্ন হল বাচ্চাদের জন্য কোন লোশন ভালো। অর্থাৎ কোন লোশন ব্যবহার করলে বাচ্চাদের ত্বক ভালো থাকবে? এর পাশাপাশি তাদের কোন ক্ষতি হবে না।

আপনার বাচ্চাকে কোন লোশন ব্যবহার করার আগে আপনাকে প্রথমে লোশনের পিএইচ মানকে গুরুত্ব দিতে হবে। কেননা কোন লোশনের পিএইচ (PH) এর মান যদি ৫.৫ হয় তাহলে সেই ক্রিমটি অবশ্যই ভালো। বাচ্চাদের জন্য বেশ কয়েকটি ভালো লোশন রয়েছে যেগুলো ব্যবহার করলে বাচ্চাদের ত্বক ভালো থাকবে।

  • শিয়া বাটার লোশন,
  • বেবি লোশন,
  • মাসচারাইজিং লোশন,
  • ইভেন ও ময়েশ্চারাইজিং লোশন, ইত্যাদি

সাধারনত উপরের উল্লিখিত লোশন গুলো আপনার বাচ্চাদের ত্বকের জন্য খুবই ভালো। আশা করছি এই অংশটুকু পড়ে আপনারাবাচ্চাদের জন্য কোন লোশন ভালো তা হয়তো এতক্ষণে জেনে নিতে পেরেছেন। এরপর চলুন বাচ্চাদের ফর্সা হওয়ার ক্রিম এর নাম জেনে নেই।

বাচ্চাদের ফর্সা হওয়ার ক্রিম

অনেক অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করাতে চাই। এজন্য তাদের মনে প্রশ্ন জাগে যে কোন ক্রিম ব্যবহার করলে বাচ্চা ফর্সা হবে। কিংবা আমার বাচ্চার জন্য কোন ক্রিমটি ব্যবহার করলে ফর্সা হইবে? আসলে কোন ক্রিমই ব্যবহার করে শিশুদের ফর্সা করানো যায় না।

তবে শিশুদের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহারের ফলে বাচ্চাদের ত্বক আগের তুলনায় সুন্দর এবং কোমলময়ী হয় এবং দেখতে ভালো বা সুন্দর লাগে। এই ধরনের ক্রিম নিয়ে আমরা ইতিমধ্যে উপরে আলোচনা করেছি।বাচ্চাদের ফর্সা হওয়ার সবচেয়ে ভালো ক্রিম হল প্রটেকটিভ ফেসিয়াল ক্রিম বেবি লোশন, ময়েশ্চারাইজিং লোশন ইত্যাদি ক্রিম ব্যবহার করে অনেক বাচ্চাদের ত্বক উজ্জ্বল হয়।

তাই চাইলে আপনার বাচ্চাকে এই ক্রিমগুলোর মধ্যে যেকোন একটি ক্রিম ব্যবহার করাতে পারেন। এতে কোন প্রকার ক্ষতিকর প্রভাব নেই বললেই চলে। এছাড়াও আরও অনেক ক্রিম বাজারে পাওয়া যায় যেগুলি ব্যবহার করলে বাচ্চাদের ত্বক আগের তুলনায় সুন্দর ও কোমল হয়।

বাচ্চাদের এলার্জির ক্রিম

  • Fenistil জেল
  • Elidel বেবি ক্রিম
  • Vundehil বেবি ক্রিম
  • ডেসিটিন ল্যানোলিন বেবি ক্রিম
  • Mustela বেবি ক্রিম

বাচ্চাদের জন্য ভালো ক্রিম সম্পর্কে লেখকের মতামত

আজকের এই পোস্টে আপনাদের সাথে বাচ্চাদের জন্য কোন ক্রিম ভালো এবং বাচ্চাদের ত্বকের জন্য উপকারী কিছু ক্রিম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি এই পোস্টটি শুরু থেকে একেবারে শেষ অবদি মনযোগ সহকাড়ে পড়েন, তাহলে বাচ্চাদের ত্বক মোলায়েম করার ক্রিমের নাম এবং বাচ্চাদের ফর্সা হওয়ার ক্রিম এর নাম জানতে পারবেন।

বাচ্চাদের জন্য ভালো ক্রিম সম্পর্কে আজকের ব্লগটি উপকারি মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমরা আপনার মতামতের উত্তর দেওয়ার যথাযথভাবে চেষ্টা করবো। এমন আরও গুরুত্বপূর্ণ ও শিশু সম্পর্কে তথ্য জানতে আমাদের কাটিং টু ব্লগে প্রতিনিয়ত ভিজিট করুন।

পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Comment