viset 50 mg কিসের ঔষধ – ভিসেট কেন খায় ও খাওয়ার নিয়ম

বর্তমান সময়ে এসে viset 50 mg ট্যাবলেট স্বল্প পরিচিত হলেও এটি দিনের পর দিন ভালোই জনপ্রিয়তা পেয়েছে। আপনি কি viset 50 mg কিসের ঔষধ তা জানেন? আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা প্রতিনিয়ত মানসিক চাপ বা উদ্বেগজনিত সমস্যায় ভুগছেন যার ফলে এটি খাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন কিন্তু তাদের হয়তো এই viset 50 mg কিসের ঔষধ সেই সম্পর্কে বিভিন্ন তথ্য জানা নেই।

তো আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আমাদের আজকের এই আর্টিকেলটি আপনার জন্য বেশ উপকার হতে চলেছে। কেননা আমরা এই সম্পূর্ণ পোস্টজুড়ে viset 50 mg কিসের ঔষধ সেই সম্পর্কে আলোচনা করার পাশাপাশি viset 50 mg এর আরও অন্যা সব গুরুত্বপূর্ণ অজানা তথ্যগুলো আলোচনা করার চেষ্টা করেছি।

Table of Contents

উপস্থাপনা – viset 50 mg bangla

আমরা আজকে ভিসেট ট্যাবলেট নিয়ে জানবো তা হয়তো বুঝতেই পারছেন। তবে তার আগে এই ওষুধের পরিচয় জেনে রাখুন। মূলত এই ভিসেট ট্যাবলেট হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Healthcare Pharmaceuticals Limited) কোম্পানি বাজারজাত করে থাকে।

যার জেনেরিক নাম বা গ্রুপের নাম হচ্ছে টাইমোনিয়াম মিথাইলসালফেট (Timonium Methylsulfate)। প্রায় অনেকে মানুষের মধ্যে মাংসপেশীর খিঁচুনী হতে দেখা যায়। যার ফলে তারা ডাক্তারের পরামর্শ ছাড়াই নানান ধরণের ওষুধ সেবন করে থাকেন। যেটা মোটেও উচিত নয়। কারণ, যেকোন ওষুধ সেবনের আগে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।

আজকের এই পোষ্টের মাধ্যমে মাংসপেশীর খিঁচুনী জনিত সমস্যা নিরাময়ে এই ভিসেট ট্যাবলেট সম্পর্কে আমরা এমন কিছু তথ্য প্রদান করার চেষ্টা করব যাতে আপনি উপকৃত হতে পারবেন। তাই আমার মনে হয় অবহেলা না করাই উত্তম। এই পোষ্টটি গুরুত্ব সহকারে পড়ে নেওয়া। তাহলে চলুন, আর অতিরিক্ত কথা না বাড়িয়ে প্রথমে আমরা। viset 50 mg কিসের ঔষধ এই সম্পর্কে জেনে নেওয়া যাক।

viset 50 mg কিসের ঔষধ

ভিসেট ২০ মি.গ্রা. মূলত একটি মাংসপেশীর খিঁচুনীজনিত সমস্যা সমাধানের ঔষধ। যা সেবনে আমাদের দেহের পরিপাকনালী, পিত্ততন্ত্র, এবং জরায়ুর পেশীর সংকোচন কমাতে ভূমিকা পালন করে থাকে। এই ওষুধ যাদের পরিপাকনালী এবং পিত্ততন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত ব্যথা আছে তাদের এ ধরণের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তাররা সেবন করতে বলেন।

এছাড়াও ইহা মূত্রনালী এবং অন্যান্য রোগের সংকোচন এবং ব্যাথা জনিত চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। আশা করছি আপনারা এতক্ষণে এই অংশটুকু পড়ে viset 50 mg ট্যাবলেট কিসের ঔষধ বা কোন রোগের ওষুধ তা জানতে পেরেছেন। এবার চলুন, এখন ভিসেট ৫০ মিলিগ্রাম ট্যাবলেট viset 50 mg কেন খায় সেই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিব।

viset 50 mg কেন খায়

viset 50 mg ব্যবহারের আগে “viset 50 mg কেন খায়” সেই সম্পর্কে জানা উচিত। এই ট্যাবলেট সাধারণত যাদের মানসিক চাপ রয়েছে তাদের মানসিক চাপ কমানোর জন্য ব্যবহার করা হয়। এর পাশাপাশি viset 50 mg ট্যাবলেট টিস্নায়ুকে শান্ত করতে সহায়তা করে। রোগীর মধ্যে এক ধরণের শান্ত ভাব নিয়ে আসতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

মোট কথা যাদের ঘুমের সমস্যা এবং দুশ্চিন্তা রয়েছে শুধুমাত্র তারাই এই ট্যাবলেট সেবন করে থাকে। যাতে এই ধরণের উদ্বেগের মত মানসিক অবস্থা উপশম হয়। আশা করছি আপনারা এতক্ষণে এই অংশটুকু পড়ে viset 50 mg কেন খায় সে সম্পর্কে ধারণা পেয়েছেন। এবার আসুন জানবো viset 50 mg এর কাজ কি?

viset 50 mg এর কাজ কি

ভিসেট ৫০ মিলিগ্রাম ট্যাবলেট আমাদের শরীরের বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে। কিন্তু আপনারা হয়তো জানেন না যে এই ওষুধ আমাদের দেহের কোন কোন রোগের বিরুদ্ধে কাজ করে। এজন্য আমরা নিম্নে এই ওষুধের কাজ সম্পর্কে আলোচনা করেছি। viset 50 mg যেসব রোগের ক্ষেত্রে কাজ করে তা হলঃ

 

  • মাথা ব্যথা দূর করে
  • কানের ব্যথা দূর করে
  • পিরিয়ডজনিত ব্যথা দূর করে
  • কোমরের ব্যথা নিরাময় করে
  • অস্টিওআর্থারাইটিস দূর করে
  • পরিপাকতন্ত্রের সমস্যা নিরাময় করে
  • মুত্রথলির ইনফেকশন নিরাময় করে
  • মূত্রনালীর ইনফেকশন নিরাময় করে
  • ডায়রিয়ার ব্যথা নিরাময় করে
  • আমাশয়ের ব্যথা নিরাময় করে
  • পেটে ব্যথা নিরাময় করে ইত্যাদি।

viset 50 mg খাওয়ার নিয়ম

ভিসেট ৫০ মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ার আগে রেজিস্টার্ড চিকিৎসকের সাথে ভালোমত কথা বলে সঠিক পরামর্শ নিতে হবে। আর চিকিৎসকরা সাধারনত এই ট্যাবলেট একজন রোগীর কন্ডিশন মোতাবেক একটি নির্দিষ্ট সময়ের জন্য গ্রহণ করতে বলে থাকেন। এই ওষুধ সবসময় একটি নির্ধারিত ডোজ অনুযায়ী পনাকে সেবন করতে হবে। চিকিৎসকরা প্রথমে অল্প মাত্রায় শুরু করতে বলেন এবং পরে রোগীর অবস্থার উপর ভিত্তি করে তা বাড়ানো যেতে পারে।

এই ট্যাবলেট সেবনের সময় এক গ্লাস পানি সহ অবশ্যই নিতে হবে। তবে রোগের তীব্রতা বেশি হলে সকালে, বিকালে এবং রাতে ২ টি করে ট্যাবলেট খাওয়া যায়। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের সঠিক পরামর্শ মোতাবেক সেবন করবেন। পূর্বের কোন রোগ থাকলে চিকিৎসককে জানাবেন।

এই ট্যাবলেট সেবনের নির্দিষ্ট সময় রয়েছে , যা শুধুমাত্র একজন অভিজ্ঞ চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ঠিক করা হয়। এর ফলে ওষুধের কার্যকারিতা সঠিকাভাবে অর্জন করা যায়। তো আশা করছি আপনারা এতক্ষণে viset 50 mg এর কাজ কি সে সম্পর্কে ধারণা পেয়েছেন। এবার আসুন viset 50 mg সেবনে আমাদের দেহে কি কি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পাররে তা জেনে নেই।

viset 50 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া

viset 50 mg কাহোয়ার ফলে আমাদের দেহে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যে কোন ওষুধের মত, এই ভিসেট ট্যাবলেট আপনার আমার জন্য সঠিক নাও হতে পারে। ফলে কারও কারও মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া কারও ক্ষেত্রে হতে পারে সাধারনত আবার জটিল।

সাধারন পার্শ্বপ্রতিক্রিয়া

ভিসেট ৫০ মিলিগ্রাম ট্যাবলেট এর সাধারনত পার্শ্বপ্রতিক্রিয়াগুলো নিচে দেয়া হলঃ

  • মাথা ঘোরা
  • তন্দ্রাচ্ছন্নতা
  • ক্লান্তি
  • ক্ষুধামন্দা
  • মুখ শুকিয়ে যাওয়া

জটিল পার্শ্ব প্রতিক্রিয়া

viset 50 mg সেবনে কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সেগুলো নিচে উল্লেখ করা হলো –

  • ফ্লাশিং হতে পারে
  • শ্বাসকষ্ট
  • হৃদ স্পন্দন বেড়ে যাওয়া
  • অস্বাভাবিক শারীরিক এলার্জি
  • সিরিয়াস মানসিক বিভ্রান্তি
  • চামড়ার সমস্যা
  • শুষ্ক মুখ ও তৃষ্ণা
  • ইন্ট্রাওকুলার চাপ বৃদ্ধি
  • ব্র্যাডিকার্ডিয়া হতে পারে
  • কোষ্ঠকাঠিন্য হতে পারে
  • টাকাইকার্ডিয়া হতে পারে
  • ধড়ফড়ানি হতে পারে
  • শুষ্ক ত্বক হতে পারে ইত্যাদি।

উপরের উল্লিখিত পার্শ্বপ্রতিক্রিয়াগুলি স্বল্প স্থায়ী হয়ে থাকে। যা অনেকের কয়েকদিনের মধ্যে কমে যায়।তবে এগুলো পার্শ্বপ্রতিক্রিয়া যদি আপনার দেহে দীর্ঘ সময় ধরে লক্ষণ করেন তাহলে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো আশা করছি আপনারা এতক্ষণে viset 50 mg এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো জানতে পেয়েছেন। এবার আসুন viset 50 mg এর দাম কত তা জেনে নেই।

viset 50 mg এর দাম কত -viset 50 mg price

ভিসেট ট্যাবলেট হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Healthcare Pharmaceuticals Limited) কোম্পানি বাজারজাত করে থাকে। যার জেনেরিক নাম বা গ্রুপ নাম হচ্ছে টাইমোনিয়াম মিথাইলসালফেট (Timonium Methylsulfate)। ভিসেট ৫০ মিলিগ্রাম ট্যাবলেট এর প্রতি পিচের মূল্য মাত্র ৮ টাকা। এ ওষুধ ক্রয় করে সেবনের আগে আপনারা অবশ্যই মেয়াদ ভালোমত দেখে নিবেন।

শুধু এ ওষুধের ক্ষেত্রে নয় যেকোন ধরনের ওষুধ ক্রয় করেন না কেন সর্বপ্রথম সেই ওষুধের মেয়াদ আছে কিনা তা যাচাই করে নিবেন। যদি ওষুধের মেয়াদ অতিক্রম হয়ে যায় তাহলে সেই ওষুধ সেবনে আপনার দেহে ক্ষতিকর প্রভাব পরতে পারে। আশা করছি আপনারা এতক্ষণে এই অংশটুকু পড়ে viset 50 mg এর দাম কত তা জানতে পেরেছেন। এবার আসুন আমরা এই ওষুধের সেবনের সতর্কতা জানবো।

viset 50 mg সেবনে সতর্কতা

viset 50 mg ট্যাবলেট এর কিছু সতর্কতা রয়েছে যেগুলো আমাদের অবলম্বন করাটা খুবই জরুরী। সেগুলো  আমরা নিম্নে উল্লেখ করে দিয়েছি –

এলার্জিঃ যদি viset 50 mg ট্যাবলেট সেবনে আপনার দেহে কোন এলার্জি প্রতিক্রিয়া দেখা দেয়, তবে এটি সেবন করা উচিত হবে না।
গর্ভাবস্থায়ঃ গর্ভবস্থায় কিংবা স্তন্যদানকালে এই ওষুধটি গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া জরুরি।
অন্যান্য ওষুধের সাথে ইন্টারেকশনঃ কোন ওষুধ বলেন আর সাপ্লিমেন্ট বলেন না কেন এগুলো সেবন করার আগে আপনাকে অবশ্যই চিকিৎসককে জানানো উচিত। কেননা কিছু ওষুধ এই ভিসেট এর সাথে প্রতিক্রিয়া করতে পারে ।

viset 50 mg সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (FAQs)

ভিসেট ৫০ মিগ্রা ট্যাবলেট খেলে কি মোটা হয়?

ভিসেট ৫০ মিগ্রা ট্যাবলেট খেলে মোটা হয় না।

viset 50 mg কতদিন খেতে হবে?

viset 50 mg অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে।

ভিসেট ৫০ মিগ্রা ট্যাবলেট খেলে কি ওজন কমে?

না, viset 50 mg খেলে ওজন কমে না।

ভিসেট ৫০ মিগ্রা ট্যাবলেট খেলে কি ঘুম হয়?

viset 50 mg খেলে ঘুম হয় না।

viset 50 mg প্রতিদিন কয়টি খেতে হয়?

viset 50 mg ট্যাবলেট প্রতিদিন ৩ – ৬টি খেতে হয়।

viset 50 mg গর্ভাবস্থায় খাওয়া যাবে?

গর্ভাবস্থায় এই ট্যাবলেট খাওয়ানো যাবে না।

স্তনদানকালে viset 50 mg ট্যাবলেট খাওয়া যাবে?

স্তনদানকালে viset 50 mg খাওয়া যাবে না।

ভিসেট ৫০ মি.গ্রা. ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে কিনা?

viset 50 mg বাচ্চাদের খাওয়ানো যাবে না।

viset 50 mg ট্যাবলেট সম্পর্কে লেখকের মতামত

viset 50 mg ট্যাবলেট মূলত মানসিক স্বাস্থ্য সমস্যা সমাধান করার জন্য খুবই কার্যকরী ঔষধ, তবে ভিসেট ট্যাবলেট সঠিক নিয়ম অনুযায়ী ব্যবহারের জন্য একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ব্যবহারে স্বাস্থ্যের উন্নতি হলেও, এর ব্যবহার ও নিয়মাবলী মেনে চলা খুবই জরুরি। viset 50 mg ট্যাবলেট খাওয়ার পর শরীরে কোন ধরনের খারাপ প্রভাব দেখা দিলে এর অবিলম্বে অবশ্যই আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করুন।

viset 50 mg কিসের ঔষধ সম্পর্কে আজকের ব্লগটি উপকারি মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমরা আপনার মতামতের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। এতক্ষন ধরে কাটিং টু ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ।

পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Comment