আপনি কি uromax 0.4 এর কাজ কি তা জানতে চাচ্ছেন? বর্তমান সময়ে uromax 0.4 ক্যাপসুল স্বল্প পরিচিত পেলেও দিনের পর দিন এই ওষুধটি ভালো জনপ্রিয়তা পেয়েছে। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা প্রতিনিয়ত প্রস্রাবের সমস্যায় ভুগছেন যার ফলে তারা এই ক্যাপসুল সেবন করার চিন্তা ভাবনা করছেন। কিন্তু uromax 0.4 ক্যাপসুল সম্পর্কে জানেন না।
যেমন অনেকেই হয়তো uromax 0.4 এর কাজ কি ও ইউরোম্যাক্স এর ক্ষতিকর দিক সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাচ্ছেন। তো আপনি যদি তাদের দলের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আমাদের এই পোষ্টটি আপনার জন্য খুবই উপকার হইতে চলেছে। কেননা এই পোস্ট এর এর কাজ কি তা আলোচনা করব।
এর পাশাপাশি ইউরোম্যাক্স ডি ক্যাপসুল কিসের ঔষধ, ইউরোম্যাক্স ক্যাপসুল খাওয়ার সঠিক নিয়ম, ইউরোম্যাক্স ডি ক্যাপসুল এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং ইউরোম্যাক্স ডি ক্যাপসুল এর দাম কত সেই সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবেন।
উপস্থাপনা – uromax 0.4
বন্ধুরা আজকে আমরা জানবো ইউরোমেক্স ডি ক্যাপসুল বিষয়ে তা হয়তো বুঝতেই পারছেন। তবে একটি বিষয়ে জেনে রাখুন এই ইউরোম্যাক্স ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড (EUROMAX UNIMED UNIHEALTH PHARMACEUTICALS LTD) কোম্পানি বাজারজাত করে যার জেনেরিক নাম বা গ্রুপের নাম হচ্ছে টামসুলোসিন হাইড্রোক্লোরাইড (Tamsulosin Hydrochloride)।
এর পাওয়ার বা মাত্রা হচ্ছে মূলত ০.০৪ মিলিগ্রাম। এটি ২টি মাত্রা বা পাওয়ারে পাওয়া যায় হয়ে থাকে একটি ইউরোম্যাক্স এবং অপরটি হচ্ছে ইউরোম্যাক্স ডি। এটা দীর্ঘদিন ধরে ব্র্যান্ড লিডার হয়ে আছে যার ফলে আমাদের দেশের ফার্মেসী গুলোতে বিভিন্ন কোম্পানি সময়ের পরিবর্তনে বিভিন্ন নাম নিয়ে আসে।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের এই ইউরোম্যাক্স ক্যাপসুল সম্পর্কে আমরা এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যাতে আপনি উপকৃত হতে পারবেন বলে এবং অন্যকেউ জানাতে পারবেন। তাই আমার মনে হয় অবহেলা না করাই উচিত। এই পোষ্টটি গুরুত্ব সহকারে পড়ে নেওয়া। তাহলে চলুন, আর অতিরিক্ত কথা না বাড়িয়ে প্রথমে আমরা। ইউরোম্যাক্স ডি কিসের ওষুধ বা কোন রোগের ওষুধ এই সম্পর্কে সংক্ষেপে জেনে নিব।
ইউরোম্যাক্স ডি কিসের ঔষধ – ইউরোম্যাক্স ডি কোন রোগের ওষুধ
আপনারা অনেকেই আছেন যারা প্রতিনিয়ত গুগলের কাছে জানতে চায় যে যে ইউরোম্যাক্স ক্যাপসুল কিসের ঔষধ? এ বিষয়ে হয়তো জানেন না বিধায় এটি জানার জন্য বেশ আগ্রহ নিয়ে থাকেন। তবে চিন্তাতার কোনো কারণ নেই। আপনাদের সুবিধার্থে শুরুতেই আমরা এই বিষয়ে পরিস্কার ধারনা দেওয়ার চেষ্টা করেছি। এই অংশটি মনোযোগ সহকাড়ে পড়ুন তাহলে জানতে পারবেন।
আপনাদের এই প্রশ্নের জবাবে বলব এই ইউরোম্যাক্স ডি ওষুধ মূলত শুধুমাত্র পুরুষদের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন-
- প্রোস্টেট জনিত সমস্যা
- ঘন ঘন প্রস্রাব
- হলুদ রঙের প্রসাব হওয়া
- প্রসাবে জ্বালাপোড়া
- প্রসাবে ইনফেকশন হওয়া এবং
- প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়ার চিকিৎসা করা হয়।
তাহলে এখন নিশ্চয় বুঝতে পারছেন যে ইউরোম্যাক্স ডি ওষুধ পুরুষদের জন্য মূত্রনালী জনিত বিভিন্ন ধরণের সমস্যা নিরাময় করার ঔষধ।
uromax 0.4 এর কাজ কি – ইউরোম্যাক্স ডি এর কাজ কি
আপনারা অনেকেই uromax 0.4 এর কাজ কি তা জানতে চান কারণ এখন বিভিন্ন ধরনের ইউরোম্যাক্স ওষুধ বাজারে পাওয়া যায়। uromax 0.4 হচ্ছে মূলত এক ধরনের ক্যাপসুল যা সৌম্য প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া (Prostatic hyperplasia) এবং আলফা-অ্যাড্রেনার্জিক (Alpha-adrenergic) চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি শুধুমাত্র পুরুষ মানুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
uromax 0.4 হাইড্রোক্লোরাইড ইউএসপি রয়েছে যা পুরুষদের প্রস্রাব করতে অসুবিধা, প্রসাবের রং হলুদ হলে, প্রসাবে জ্বালাপোড়া দেখা দিলে এবং প্রস্রাবে ইনফেকশনজনিত সমস্যা নিরাময় করতে অনেক সহায়তা করে।
এছাড়া এটি সৌম্য প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া এর প্রধান কাজ করে। তবে আমরা অনেকেই জানি না যে এই সৌম্য প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া টা কি? এটি হচ্ছে মূলত পুরুষাঙ্গের মূত্রথলির একটি সমস্যা যা অনেকে দেহের মধ্যে আছে। যেমন আপনার প্রসাবে বার বার চাপ দিতে পারে।
আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও আপনার প্রস্রাবে যন্ত্রণা হচ্ছে। আপনার মনে হচ্ছে যে প্রচূর পরিমাণে প্রস্রাব হবে কিন্তু বাথ্রুমে গেলে আর প্রস্রাব হচ্ছে না আবার ইচ্ছা করছে প্রসাব করার। আমাদের বয়স যখন ৪০ থেকে ৫০ এর উপরে হয়ে যায় মূলত তখনই এ ধরণের সমস্যা বেশি দেখা দেয়।
এই প্রোস্ট্যাটিক সমস্যাগুলোর মধ্যে আছে প্রস্তাবের গতি কমে যাওয়া এবং আগের মত প্রসাব ক্লিয়ার না হওয়া। তবে এই নিয়ে আপনাদের চিন্তার কোন কারণ নেই এটি এখন প্রায় অধিকাংশ পুরুষদেরই সমস্যা হচ্ছে। তারা ইতিমধ্যে নির্ধারিত চিকিৎসা ব্যবস্থাও শুরু করে দিয়েছেন।
বাংলাদেশের প্রায় সংখ্যক পুরুষেরাই লোকেরই বি নাইন প্রোস্টেট এ সমস্যা রয়েছে। তবে এ ধরণের সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা এই uromax 0.4 ক্যাপসুল সেবন করার পরামর্শ বা এসব রোগীদের প্রেসক্রিপশনে এই ওষুধ সেবন এর পরামর্শ দিয়ে থাকেন।
আশা করছি আপনারা এতক্ষণে এই অংশটুকু পড়ে uromax 0.4 এর কাজ কি বা ইউরোম্যাক্স ডি এর কাজ কি সেই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এবার আসুন আমরা জানবো ইউরোম্যাক্স খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য।
ইউরোম্যাক্স খাওয়ার নিয়ম – uromax d খাওয়ার নিয়ম
আপনারা হয়তো ইতিমধ্যে উপরের অংশটুকু পড়ে uromax d ক্যাপসুল এর কাজ কি তা বিস্তারিত জেনে গেছেন। তবে এই ওষুধ সেবনে ভালো ফলাফল পেতে হলে আপনাকে অবশ্যই ইউরোম্যাক্স খাওয়ার ঠিক ঠাক নিয়ম মানতে হবে মূল কথা আপনাকে সঠিক নিয়মে এই ওষুধ সেবন করতে হবে। আর সঠিক নিয়মে সেবন করতে হলে আপনাদের ইউরোম্যাক্স খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে হবে।
এই ওষুধটি সাধারনত আপনার দেহের কন্ডিশনের উপর নির্ভর করে বিশেষজ্ঞ ডাক্তারেরা ওষুধ সেবনের নির্ধারিত ডোজ দিয়ে থাকেন। এই ওষুধটি ভেঙে অথবা গুড়া করে সেবন করা যাবেনা। এই ক্যাপসুলটি চিবিয়ে বা চুষে সেবন ক্রয়া যাবে না। এই ক্যাপসুলটি এক গ্লাসে সাধারন পানি নিয়ে গিলে সেবন করে নিতে হবে। ক্যাপসুলটি খাওয়া শেষ করে মিনিমাম ১০ থেকে ১৫ মিনিট পর সেবনযোগ্য।
এবং এই ক্যাপসুলটি যদি আপনি একটি নির্দিষ্ট সময়ে সেবন করেন তাহলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যাবে। নির্দিষ্ট সময় বলতে আপয়াঙ্কে রাতে খাওয়া-দাওয়ার পর সেবন করতে হবে এবং ডোজ মিস করা যাবে না। এবং এরই সাথে আপনাদের বলব ক্যাপসুলটি সেবন করার আগে অবশ্যই একজন সার্টিফাইড ডাক্তার এর পরামর্শ অনুযায়ী সেবন করুন।
ক্যাপসুলটি নিজে নিজে কখনোই ক্রয় করে খাবেন না। একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন। কারণ আপনার দেহের পরিস্থিতির ওপর নির্ভর করে একজন অভিজ্ঞ ডাক্তার ডোজ অনুযায়ী ওষুধ দিয়ে থাকেন। আর আপনাকে সেই ডোজ অনুযায়ী নিয়ম মেনে ওষুধ খেতে হবে।
আশা করছি আপনারা এতক্ষণে এই অংশটুকু পড়ে ইউরোম্যাক্স খাওয়ার নিয়ম বা uromax d খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এবার আসুন আমরা জানবো ইউরোম্যাক্স ডি এর দাম কত সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।
ইউরোম্যাক্স ডি এর দাম কত
আমাদের মধ্যে অনেকেই ইউরোম্যাক্স ডি এর দাম কত তা জানেন না। আপনি যদি তাদের দলের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে এই অংশটুকু মনোযোগ দিয়ে পড়ে ইউরোম্যাক্স এর দাম জেনে নিন।
ইউরোম্যাক্স ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Euromax unimed unihealth pharma ltd) কোম্পানি বাজারজাত করে যার জেনেরিক নাম বা গ্রুপের নাম টামসুলোসিন হাইড্রোক্লোরাইড (Tamsulosin Hydrochloride)। ইউরোম্যাক্স ডি এর প্রতি পিচের মূল্য মাত্র ১০ টাকা।
এই ওষুধটি আপনি যেকোন ওষুধের দোকানে পেয়ে যাবেন। এতে যে উপাদান রয়েছে সেটি আমাদের দেহে বিভিন্নভাবে কাজ করে থাকে। আশা করছি আপনারা এতক্ষণে এই অংশটুকু পড়ে ইউরোম্যাক্স ডি এর দাম কত বা uromax d price bd সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এবার আসুন আমরা জানবো ইউরোম্যাক্স ডি এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য।
ইউরোম্যাক্স ডি এর পার্শ্বপ্রতিক্রিয়া
আপনারা জানেন ওষুধ অতিরিক্ত পরিমাণে সেবনে দেহে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাছাড়াও কোন কারণ ব্যতিত ওষুধ সেবনে নানান ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর প্রভাব দেখা দেয়। তেমনি এই ইউরোম্যাক্স সঠিকভাবে বা নিয়ম অনুযায়ী গ্রহণ না করলেপার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
- বমি বমি ভাব
- মাথা ব্যাথা দেখা দিতে পারে।
- দেহের মধ্যে অস্থিরতা দেখা দেওয়া
- লো প্রেসারজনিত সমস্যা দেখা দেওয়া
- মাথা ঘোরার সমস্যা হতে পারে।
- রক্তচাপ কমে যেতে পারে।
- শরীরে দুর্বলতা দেখা দিতে পারে
- হাত-পা ঝিমঝিম করা করতে পারে
- শরীরে চুলকানি দেখা দিতে পারে।
- সর্দি কাশি লাগতে পারে।
- বুক ধড়ফড় করতে পারে ইত্যাদি।
তাছাড়া আরও নানান ধরনের ক্ষতিকর প্রভাব আমাদের দেহে দেখা দিতে পারে। তবে যদি ইউরোম্যাক্স ডি খাওয়ার ফলে উক্ত পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর প্রভাব যদি দেখা দেয় তাহলে যত দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। ব্যক্তিভেদে এর পার্শ্ব প্রতিক্রিয়া ভিন্ন দেখা দিতে পারে।
আপনাদের এই ওষুধ খেয়ে কোনরকম সমস্যা দেখা দিলে ডাক্তারের নিকট পরামর্শ গ্রহণ করুন। আশা করছি আপনারা এতক্ষণে এই অংশটুকু পড়ে ইউরোম্যাক্স ডি এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এবার আসুন আমরা জানবো ইউরোম্যাক্স কতদিন খেতে হবে সেই সম্পর্কে।
ইউরোম্যাক্স কতদিন খেতে হবে
আপনারা অনেকেই জানি না যে ইউরোম্যাক্স কতদিন খেতে হবে? তাই হয়তো আপনারা গুগলে এসে এ বিষয়ে সন্ধান করে থাকেন। তাই আমরা পোষ্টের এই অংশে এ বিষয়ে আলোচনা করেছি। চলুন তাহলে আমরা ইউরোম্যাক্স কতদিন খেতে হবে তা জেনে নেই। ইউরোম্যাক্স ডি ওষুধ কতদিন সেবন করতে হয় সেটা একমাত্র নির্ভর করে আপনার শরীরের উপর।
আপনার রোগ ও শরীরের কন্ডিশনের উপর নির্ভর করে ডাক্তার ডোজ দিয়ে থাকেন। সেই ডোজ মোতাবেক আপনাকে ওষুধ সেবন করতে হবে। তবে এই ওষুধ মূলত ২ থেকে ৩ মাস পর্যন্ত সেবন করা যায়। তবে ইউরোম্যাক্স ডি সেবনের আগে আপনাকে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার সমস্যা বা রোগের উপর ভিত্তি করেই জানাবে যে আসলে ইউরোমেক্স ওষুধটি কতদিন খেতে হবে।
uromax 0.4 সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQs)
ইউরোম্যাক্স ডি এর কাজ কি?
ইউরোম্যাক্স ডি ক্যাপসুল মূলত প্রোস্টেট এবং মূত্রথলির নানান ধরণের সংক্রমণ ও সমস্যার ক্ষেত্রে নিবন্ধিত চিকিৎসকরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে।
ইউরোম্যাক্স কত দিন খেতে হয়?
স্বাভাবিক ডোজ মূলত ২ থেকে ৪ সপ্তাহ অবদি দিয়ে থাকে তবে রোগীর অবস্থা বা রোগ অনুসারে চিকিৎসকরা ডোজ বাড়িয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসকরা এর ডোজ বাড়িয়ে ৩ থেকে ৬ মাস পর্যন্ত খেতে বলতে পারেন।
uromax 0.4 কখন খেতে হয়?
যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের ক্ষেত্রে uromax 0.4 দিনে ১ বার খাবার খাওয়ার আধা ঘন্টা পর চিকিৎসকরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
ইউরিম্যাক্স কি বেশিদিন ধরে খাওয়া যাবে?
এই ইউরোম্যাক্স ডি কখনোই চিকিৎসকরা পরামর্শ ব্যতিত বেশিদিন ধরে খাওয়া উচিত নয় কারণ এটি বেশিদিন সেবন করলে দেহে বিভিন্ন সংক্রমণ, রায়নাইটিস এবং অস্থিতি ঝুঁকি বাড়ায় দেয়।
uromax 0.4 সম্পর্কে লেখকের মতামত
আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা একটা বিষয়ে জানিয়ে রাখি সেটা হচ্ছে এই ইউরোম্যাক্স ডি এর উল্লিখিত তথ্যগুলো চিকিৎসা বিষয়ক বিভিন্ন প্রফেশনাল ওয়েবসাইট থেকে কালেক্ট করা হয়েছে। এই ওষুধ সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকলে কিংবা কোন মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা তাহলে সেই অনুযায়ী আপনাকে দ্রুত সেটির উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব।
uromax 0.4 এর কাজ কি সম্পর্কে আজকের ব্লগটি উপকারি মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমরা আপনার মতামতের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। এতক্ষন ধরে কাটিং টু ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ।