tab myolax 50 এর কাজ কি – myolax 50 এর পার্শ্বপ্রতিক্রিয়া

আপনি কি tab myolax 50 এর কাজ কি তা জানতে চান? আমরা অনেকেই বিভিন্ন কারণে এই ট্যাবলেট আমরা সেবন করে থাকি। কিন্তু এই ওষুধ আমাদের দেহে কি কাজ করে সেই সম্পর্কে অধিকাংশ মানুষেরই অজানা। তাই আমরা আজকের এই আর্টিকেলে এই ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্য আলোচনা করব। তো আপনি যদি tab myolax 50 ট্যাবলেট সম্পর্কে জেনে না থাকেন, তাহলে আজকের আর্টিকেলটি আপনাদের জন্য খুবই উপকার হতে চলেছে।

প্রিয় পাঠক, আপনারা যদি কিছুটা সময় অপচয় করে আজকের এই পোষ্টটি মনোযোগ সহকারে প্রথম থেকে একেবারে শেষ অবদি পড়েন, তাহলে আজকের পোষ্টের মাধ্যমে Myolax 50 এর পার্শ্বপ্রতিক্রিয়া ও মায়োলাক্স 50 এর কাজ কি সেই সম্পর্কে জেনে নেওয়ার পাশাপাশি tab myolax 50 খাওয়ার নিয়ম, myolax 50 কিসের ওষুধ, এবং tab myolax 50 এর দাম কত তা জানতে পারবেন। এজন্য অবহেলা না করে সম্পূর্ণ পোস্টটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

ভূমিকা – tab myolax 50

tab myolax 50 মূলত এক ধরনের সম্পূরক ওষুধ যা খেলে দেহের পেশী সংকোচন এবং পেশীর খিঁচুনির সমস্যা দূর করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যারা প্রতিনিয়ত উপরোক্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার সন্ধান করছেন তারা চাইলে এই মায়োলাক্স 50 ট্যাবলেট সঠিক নিয়ম মোতাবেক সেবন করতে পারেন। কেননা এ ধরণের সমস্যার ক্ষেত্রে এই ওষুধ অনেক উপকারি হতে পারে।

অনেকেই আছেন যারা হয়তো এই ওষুধ সম্পর্কে ভালোমতো জানা নেই। এজন্য তাদের সুবিধার জন্য আমি আজকের আর্টিকেলে মায়োলাক্স 50 ট্যাবলেট সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে সাজানোর করার চেষ্টা করেছি। তাহলে চলুন, আর বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচ্য বিষয়গুলো জেনে নেওয়া যাক। প্রথমে আমরা tab myolax 50 কিসের ওষুধ সেই সম্পর্কে জানবো।

myolax 50 কিসের ওষুধ

আপনারা অনেকেই গুগলের কাছে জানতে চেয়ে থাকেন যে tab myolax 50 কিসের ওষুধ বা myolax 50 কোন রোগের ওষুধ। তাই আমরা প্রথমেই আপনাদের এই বিষয়ে অবগত করব। সাধারনত মায়োলাক্স 50 বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যেমন;

  • অনমনীয়তা হলে
  • লসিকা গ্রন্থি রোগে
  • রক্তনালীর রোগ হলে
  • অস্বস্তি দ্বারা চিহ্নিত ব্যথা হলে
  • পেশীর খিঁচুনি জনিত সমস্যা হলে
  • পেশী সংকোচন জনিত লক্ষণ দেখা দিলে
  • জৈব স্নায়বিক সকল প্রকার ব্যাধি দেখা দিলে ইত্যাদি।

মায়োলাক্স 50 উপরের উল্লিখিত সমস্যা দেখা দিলে ব্যবহার করা হয়। এছাড়াও আরও বিভিন্ন জটিল ব্যথা নিরাময়ের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়। তাহলে আশা করছি myolax 50 কিসের ওষুধ বা কোন রোগের ওষুধ তা এতক্ষণে জানতে পেরেছেন। এবার চলুন মায়োলাক্স 50 এর কাজ কি বা এই ওষুধ কিভাবে কাজ করে সেটা জেনে নেওয়া যাক।

tab myolax 50 এর কাজ কি

tab myolax 50 মূলত ট্যাবলেট জাতীয় ঔষধ। এর জেনেরিক বা গ্রুপ নাম টোলপেরিসোন হাইড্রোক্লোরাইড (Tolperisone Hydrochloride)। এটি উৎপাদন করেছে আমাদের বাংলাদেশের স্বনামধন্য ঔষধ প্রস্তুত করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি। এজন্য ওষুধের কার্যকারিতা খুবই ভালো। অনেকেই myolax 50 এর কাজ কি তা জানতে চায়।

tab myolax 50 এর কাজ কি - myolax 50 এর পার্শ্বপ্রতিক্রিয়া

এই ওষুধের মূল কাজ হচ্ছে আমাদের শরীরের স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত সকল রোগ বালাই থেকে মুক্তি দেওয়া। তবে এছাড়াও এর আরও অনেক শক্তিশালী কার্যকারিতা রয়েছে যা জানলে জানতে আপনি হয়তো অবাকও হতে পারেন। তাই এর কার্যকারিতাগুলো ভালোভাবে জেনে রাখুন যাতে পরবর্তীতে এই তথ্যগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন এর পাশাপাশি আপনার পরিচিতদেরও জানাতে পারবেন।

আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে বিভিন্ন ধরণের কাজ করতে গিয়ে নিজের অজান্তেই আমাদের পেশীতে টান লাগে যার কারণে আমরা আগের মতো করে স্বাভাবিকভাবে চলাচল করতে পারি না ও বিভিন্ন কাজকর্মগুলো ভালোভাবে করতে পারিনা। এই পরিস্থিতিতে এই ওষুধ খেলে ধীরে ধীরে পেশীর ব্যাথা দূর হয়ে যাবে। এছাড়াও tab myolax 50 এর কাজ হচ্ছে-

  • পেশীর খিঁচুনি দূর করে
  • স্পাইনাল অটোম্যাটিজম
  • মাংস পেশীর খিঁচুনি দূর করে
  • কর্নিয়ার আলসার দূর করে
  • পেশী সংকোচন নিরাময় করে
  • রক্তনালীর রোগ দূর করে এবং
  • স্নায়ুতন্ত্রের সকল রোগ থেকে মুক্তি দেয়।

এখানে স্নায়ুতন্ত্র বলতে পুরো শরীরের নিয়ন্ত্রণ কেন্দ্ঙ্কে বোঝানো হয়। মেরুদন্ড, স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং স্নায়ু এই ৩ টি জিনিস নিয়ে গঠিত। যা দেহের সমস্ত নিয়ন্ত্রণ রয়েছে।

মায়োলাক্স ১০০ এর কাজ কি

আপনি যদি মায়োলাক্স ১০০ এর কাজ কি তা জানতে চান তাহলে এই অংশটি একটু মনোযোগ সহকারে পড়ুন। কেননা এই অংশে আপনার কেন মায়োলাক্স ১০০ খাবেন এবং একজন ডাক্তার কী ধরনের কাজের জন্য নির্ধারিত করেছেন তা বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

মায়োলাক্স ১০০ ট্যাবলেটে টলপেরিসোন হাইড্রোক্লোরাইড নামক একটি উপাদান রয়েছে যা পেশী শিথিল করতে কাজে আসে। যখন আমাদের দেহের পেশী অস্বাভাবিকভাবে সংকুচিত হয়, তখন তাকে পেশীর খিঁচুনি বলা হয়। মায়োলাক্স ১০০ ট্যাবলেট সেবনে পেশী খিঁচুনি ব্যথা কমাতে সাহায্য করে।

বিশেষ করে শরীরের কোনো অংশে আঘাতপ্রাপ্ত হলে পেশিগুলো সহজে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না।এই ওষুধ পেশীগুলিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা নির্ধারিত করা হয়। তাই আপনার দেহে কোন অংশে ব্যথা হলে চিকিৎসা হিসেবে এই ওষুধ নিতে পারেন। মায়োলাক্স পেশীর দৃঢ়তা কমাতে এবং পেশীকে সহজেই স্বাভাবিক করতে সহায়তা করে থাকে।

বিশেষ করে এই ওষুধ নির্দিষ্ট রক্তনালীর রোগ যেমন রায়নাউড রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই রোগগুলি রক্তনালীগুলিকে সংকুচিত করে এবং রক্ত ​​​​প্রবাহে বাধা দেয়। মায়োলাক্স রক্তনালীকে প্রসারিত করে এবং রক্ত​​প্রবাহ বাড়াতে সহায়তা করে। আশা করছি আপনারা এই অংশটুকু পড়ে মায়োলাক্স ১০০ এর কাজ কি তা হয়তো এতক্ষণে জানতে পেরেছেন। এরপর চলুন myolax 50 খাওয়ার সঠিক নিয়ম কি তা বিস্তারিতভাবে জেনে নেই।

myolax 50 খাওয়ার নিয়ম

এই ওষুধ খাওয়ার নিয়মের ক্ষেত্রে আমি বারংবার বলতে চাই যে সঠিক নিয়ম জানতে হলে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কেননা আপনার অবস্থা এবং রোগের ধরন নির্ণয় করে এ জাতীয় ওষুধ সেবন করা খুবই গুরুত্বপূর্ণ। তাই সঠিকভাবে Myolax গ্রহণ করতে চাইলে ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।

আরো পড়ুন 👇

তবে এই ওষুধ প্রাথমিক ডোজ হিসেবে দিনে ৩ বার প্রতি ৫০ মিলিগ্রামের ডোজ সেবন করা যায়। তবে মনে রাখবেন অবশ্যই ভরা পেটে পানি দিয়ে গিলে খেতে হবে। এই ওষুধ কখনই খালি পেটে সেবন ক্রয়া যাবে না। আশা করছি আপনারা এই অংশটুকু পড়ে myolax 50 খাওয়ার সঠিক ডোজ হয়তো এতক্ষণে জেনে নিতে পেরেছেন। এরপর চলুন myolax 50 এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো কি কি তা বিস্তারিতভাবে জেনে নেই।

myolax 50 এর পার্শ্বপ্রতিক্রিয়া

অন্যান্য সকল মেডিসিনের মত মায়োলাক্স এর পার্শ্বপ্রতিক্রিয়া বিদ্যমান রয়েছে। আপনারা হয়তো অনেকেই আছেন যারা পার্শ্ব প্রতিক্রিয়া থাকার কারণে ওষুধ খেতেই চায় না। তাই  এই ওষুধ সেবনের সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেন তবে তার আগে অবশ্যই এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো জেনে নিতে হবে।

তবে যদি একজন ভালো ডাক্তারের নির্দেশনা অনুসরণ করেন তাহলে এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া হ্রাস করা সম্ভব। Myolax 50 সেবনের ফলে যেগুলো ক্ষতিকর প্রভাব আমাদের দেহে পরতে পারে তা হলোঃ

  • মাথাব্যথা করা
  • পেট ব্যাথা করা
  • চুলকানি হওয়া
  • অতিরিক্ত ঘুম হওয়া
  • ফুসকুড়ি হওয়া
  • চোখে লালচে ভাব
  • বমি বমি ভাব ইত্যাদি।

উপরের উল্লেখিত পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর প্রভাবগুলো ব্যতিত আপনি যদি আপয়ান্র শরীরে আরও জটিল ক্ষতিকর প্রভাব লক্ষ্য করেন তাহলে এই ওষুধ সেবন করা একেবারে বন্ধ করে নিকটস্থ ডাক্তারকে এ বিষয়ে যত দ্রুত সম্ভব অবগত করুন। কেননা এর পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর প্রভাব গুলো বিভিন্ন জটিল রোগের উপসর্গ হিসেবে আপনার দেহে দেখা দিতে পারে।

তাই আপনাকে এই ওষুধ সেবনের আগে এর ক্ষতিকর প্রভাবের কথা চিন্তা মাথায় রাখতে হবে। এতে করে আপনারই মঙ্গলজনক হবে। তবে আপনি যদি একজন অভিজ্ঞ ভাল ডাক্তারের সাথে পরামর্শ করে সঠিক নিয়ম মোতাবেক ওষুধ গ্রহণ করেন তাহলে কোন রকমের ক্ষতিকর প্রভাব দেখা দিবে না। বরং আপনার সমস্যা থেকে দ্রুত রেহায় পাবেন। আশা করছি এ বীষয়ে যথারীতি সচেতনতা অবলম্বন করবেন।

myolax 50 এর দাম

myolax 50 ট্যাবলেট এর মূল্য সঠিকভাবে নির্ধারণ করাটা বেশ কঠিন কেননা এগুলো ওষুধের দাম যেকোন সময় পরিবর্তিত বা কমবেশি হয়ে থাকে তাই এর সঠিক দাম বলা সম্ভব নয়। তবে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের বর্তমান বাজার অনুযায়ী myolax 50 প্রতি পিস এর দাম হচ্ছে ৯ টাকা। আপনি যেকোন ফার্মেসির দোকান হতে অতি সহজে কিনতে পারবেন কেননা এটি ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড এর ওষুধ।

তাই এখন প্রতিটি অঞ্চলে এই কোম্পানির ঔষধ পাওয়া যায়। তবে যেকোন ঔষধ কেনার আগে আপনাকে অবশ্যই ঔষধের মেয়াদ রয়েছে কিনা তা ভালোমতো যাচাই বাছাই করে নিতে হবে। কারণ বর্তমানে অনেক অসাধু ব্যবসায়ীরা ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করে থাকে। তাই আমাদের এ বিষয়ে নজরদারি রাখাটা জরুরি। সবশেষে বল্ব ওষুধ নিয়ে কোনোরকম হেয়ালি করলে হিতে বিপরীত হতে পারে।

myolax 50 সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQs)

প্রশ্নঃ মায়োলাক্স ট্যাবলেট কোন কোম্পানি বাজারজাত করে?

উত্তরঃ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. (Incepta Pharmaceuticals Ltd.)।

প্রশ্নঃ প্রতি পিচ মায়োলাক্স ট্যাবলেট এর দাম কত?

উত্তরঃ প্রতি পিচ মায়োলাক্স ট্যাবলেট এর দাম মাত্র ৯ টাকা।

প্রশ্নঃ মায়োলাক্স ট্যাবলেট এর জেনেরিক নাম কি?

উত্তরঃ মায়োলাক্স ট্যাবলেট এর জেনেরিক নাম হচ্ছে Tolperisone Hydrochloride।

myolax 50 সম্পর্কে শেষ মতামত

মূলত মায়োলাক্স ট্যাবলেট একটি শরীরের স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত সকল রোগ বালাই দূর করার ওষুধ। বিশেষ করে কর্নিয়ার আলসার দূর করে, পেশীর খিঁচুনি দূর করে, রক্তনালীর রোগ দূর করে ইত্যাদি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে। তবে এই ওষুধ খেলে অনেকের হালকা ঘুম হতে পারে।

মায়োলাক্স ট্যাবলেট সেবনের পর যদি আপনার দেহে কোন ধরনের জটিল সমস্যা লক্ষ্য করেন, তাহলে এর অবিলম্বে ডাক্তারের সাথে পরামর্শ করুন। আজকের আর্টিকেলে tab myolax 50 এর কাজ কি, মায়োলাক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম, মায়োলাক্স ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া, মায়োলাক্স ট্যাবলেট এর দাম কত ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করছি আপনি এগুলো বিষয়ে জেনে উপকৃত হবেন।

মায়োলাক্স ট্যাবলেট সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্ন বা মতামতের উত্তর দেওয়ার যথাযথভাবে চেষ্টা করবো। এতক্ষন ধরে কাটিং টু ব্লগের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Comment