আপনি কি rupa tablet কি কাজ করে তা জানতে ইচ্ছুক? আমরা অনেকেই এই ওষুধ বিভিন্ন কারণবশত সেবন করে থাকি। কিন্তু এই ওষুধ আসলে আমাদের দেহে শরীরে কি কাজ করে সেই সম্পর্কে অধিকাংশ মানুষেরই অজানা। তাই আজকের এই ব্লগে রূপা ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি rupa tablet কি কাজ করে তা জেনে না থাকেন তাহলে আজকের ব্লগটি উপকার হতে চলেছে।
আমরা হয়তো অনেকেই প্রায়ই বিভিন্ন ধরনের এলার্জির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ওষুধ সেবন করে থাকি। কিন্তু আমরা সেরকম ভালো কোন ফলাফল পাইনা। তাই আমি এলার্জির সমস্যা থেকে রেহায় পাবার জণ্যে আজকে rupa tablet কি কাজ করে সেই সম্পর্কে আলোচনা করবো। এটি একটি বহুল প্রচলিত এবং খুবই গুরুত্বপূর্ণ ঔষধ এর কার্যকারিতা শতভাগ প্রমাণিত। এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে বিস্তারিত জানতে পারবেন।
উপস্থাপনা – rupa 10 mg
filmet 400 ট্যাবলেট মূলত এক প্রকারের সম্পূরক ওষুধ যা খেলে দাঁতে ইনফেকশন হয় কিংবা দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা দূর করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যারা প্রতিনিয়ত দাঁতের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ওষুধের সন্ধান করছেন তারা চাইলে এই filmet 400 ট্যাবলেট সঠিক নিয়ম মোতাবেক সেবন করতে পারেন। কেননা এই ওষুধ এ ধরণের সমস্যার ক্ষেত্রে খুবই উপকারি ভূমিকা রাখে।
আপনারা অনেকেই হয়তো রূপা ট্যাবলেট সম্পর্কে ভালোমতো জানেন না। এজন্য আপনাদের সুবিধার কথা ভেবে আমি আজকের আর্টিকেলে ঠান্ডাজনিত সমস্যার ক্ষেত্রে উপকারী এই ট্যাবলেট সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে সাজানোর করার চেষ্টা করেছি। তাহলে চলুন, আর বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচ্য বিষয়গুলো জেনে নেওয়া যাক। প্রথমে আমরা রুপা কিসের ঔষধ সেই সম্পর্কে জানবো।
রুপা কিসের ঔষধ – rupa tablet
রুপা ট্যাবলেট এর বেশ কয়েকটি কার্যকারিতা রয়েছে। এই ওষুধ সঠিক নিয়মে গ্রহণ করার ফলে আমাদের দেহের বিভিন্ন এলার্জির সমস্যা নিরাময় হয়ে যায়। এই রুপা কিসের ঔষধ অনেকেই জানার আগ্রহ প্রকাশ করে থাকেন। এই ওষুধ আমাদের মানবদেহের বিভিন্ন উপকারের আসে যেমনঃ
- চোখ চুলকানো রোধ করে
- দাঁতের ইনফেকশন বোধ করে
- চোখে জ্বালা করা নিরাময় করে
- জিব্বা বা গলা ফোলা ভাব দূর করে
- ত্বকে চুলকানি, ফুসকড়ি এর সমস্যা নিরাময় করে ইত্যাদি।
আশা করছি আপনারা এই অংশটুকু পড়ে রুপা কিসের ঔষধ বা বা রুপা ট্যাবলেট এর উপকারিতা হয়তো এতক্ষণে জেনে নিতে পেরেছেন। এরপর চলুন rupa tablet কি কাজ করে জেনে নেই।
rupa tablet কি কাজ করে
রূপা মূলত রুপাটাডিন ফিউমারেট গ্রুপের ওষুধ। এটি এরিস্টোফার্মা লিমিটেড (Aristopharma Limited) কোম্পানির একটি এলার্জির ওষুধ। রুপা ট্যাবলেট খাওয়ার ফলে অনেকের হালকা ঘুম ঘুম ভাব হতে পারে, তবে এটা খুবই সামান্য পরিমাণে দেখা দেয় এবং এই ওষুধটি গর্ভবতী মহিলারা ব্যবহার করতে পারবে।
আরো পড়ুন 👇
রুপা ট্যাবলেট এর কাজ হচ্ছে মূলত ঠান্ডা-সর্দিজনিত সমস্যা এবং হাচি ও চোখ চুলকানোসহ নানান ধরনের এলার্জিক প্রতিক্রিয়ার সমস্যার প্রতিরোধ করে থাকে। রূপা ট্যাবলেট এর কার্যকারিতা নিম্নে উল্লেক্ষ করা হল:
- হাচি বা ঠান্ডা-সর্দি
- নাকে জ্বালা করা বা নাক বন্ধ হওয়া
- চোখে জ্বালা করা
- চোখ চুলকানো
- মুখ, ঠোঁট, জিব্বা বা গলা ফোলা
- ত্বকে চুলকানি, ফুসকড়ি, ফোলাভাব
আশা করছি আপনারা এই অংশটুকু পড়ে rupa tablet কি কাজ করে বা rupa 10 mg এর কাজ কি তা হয়তো এতক্ষণে জেনে নিতে পেরেছেন। এরপর চলুন রূপা ট্যাবলেট খাওয়ার নিয়ম জেনে নেই।
রূপা ট্যাবলেট খাওয়ার নিয়ম
রূপা ট্যাবলেট অবশ্যই সঠিক নিয়ম রয়েছে। আপনি যদি এই ওষুধ সেবনে সঠিক কার্যকারিতা পেতে চান, তাহলে আপনাকে সঠিক নিয়্মে সেবন খেতে হবে। তাহলে চলুন, কথা না বাড়িয়ে রূপা ট্যাবলেট খাওয়ার নিয়ম জেনে নেওয়া যাক। প্রথমত আপনি যেই ওষুধই গ্রহণ করবেন তার আগে ডাক্তারের পরামর্শ নিবেন।
উপরে আপনারা রুপা ট্যাবলেট এর কাজ সম্পর্কে জেনেছেন। এবার আমরা আপনাকে এই রূপা ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানাবো –
- মূলত রুপা ট্যাবলেট প্রতিদিন ১টি সেবন করতে হয়।
- রুপা ট্যাবলেট সেবনের আগে বা পরে যে কোন সময় খেতে পারবেন।
- রুপা ট্যাবলেট ১২ বছর বয়সী বাচ্চা কিংবা তার বেশি বয়সী যে কেউ সেবন করতে পারবে।
- তবে বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধ সেবনের আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত।
গর্ভাবস্থায় রূপা ট্যাবলেট খাওয়ার নিয়ম
গর্ভকালীন সময়ে রূপা ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। কেননা রুপা ট্যাবলেট হলো মূলত প্রেগনেন্সি B2 ক্যাটাগরি। এজন্য এই মেডিসিনটি ডাক্তাররা গর্ভবতী নারীদের জন্য প্রেসক্রিপশন করে থাকেন। তবে এটি গর্ভকালীন সময়ে সতর্কতার সাথে গ্রহণ করা।
গর্ভবতী মায়ের সুফলের মাত্রা ভ্রুণের ঝুঁকির তুলনায় বেশি হলে গর্ভাবস্থায় এই ওষুধ সেবন করা যাবে। তবে আমি বার বার বলব গর্ভাবস্থায় রুপা ট্যাবলেট সেবনের পূর্বে আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে ভালোমতো পরামর্শ করে নিতে হবে। আশা করছি আপনারা এই অংশটুকু পড়ে গর্ভাবস্থায় রূপা ট্যাবলেট খাওয়ার নিয়ম জেনে নিতে পেরেছেন। এরপর চলুন স্তন্যদানকালে রুপা ট্যাবলেট খাওয়ার নিয়ম জেনে নেই।
স্তন্যদানকালে রুপা ট্যাবলেট খাওয়ার নিয়ম
রুপা ট্যাবলেট স্তন্যদানকালীন সময়ে নিঃসৃত হয় কিনা তা এখনো অবদি ভালোভাবে নিশ্চিত নয়। যেহেতু বেশিরভাগ ওষুধ মাতৃদুগ্ধের মাধ্যমে নিঃসৃত হয়। তাই স্তন্যদানকালে নারীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারের বিশেষ সতর্কতা বা সচেতনত অবশ্যই অবলম্বন করাটা খুবই জরুরি।
রূপা ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া
প্রতিটি ওষুধের উপকারিতা বা কার্যকারিতা থাকার পাশাপাশি সামান্য পরিমাণ হলেও পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তবে এ পর্যায়ে আমরা আপনাদের জানাবো রূপা ট্যাবলেটএর সাধারণ, অস্বাভাবিক ও বিরল কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। রূপা ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলো নিচে উল্লেখ করা হলোঃ
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া:
- দুর্বলতা,
- মাথা ঘােরা,
- তন্দ্রাচ্ছন্নভাব।
অস্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া:
- ক্ষুধা বৃদ্ধি,
- জয়েন্ট এ ব্যথা,
- পিঠে ব্যথা,
- মনােযােগহীনতা,
- কোষ্ঠকাঠিন্য,
- কাশি,
- ডায়রিয়া,
- গলা শুষ্কতা,
- নাক হইতে রক্ত-ক্ষরণ,
- জ্বর,
- পরিপাকতন্ত্রের অস্বস্তি,
- সংক্রমণের ঝুঁকি,
- বিরক্তি,
- অসুস্থতাবােধ,
- পেশীর ব্যথা,
- নাকের শুষ্কতা,
- বমিবমি ভাব,
- ওরােফেরেঞ্জিয়াল ব্যথা,
- ফুসকুড়ি,
- তৃষ্ণা,
- বমি,
- ওজন বৃদ্ধি ইত্যাদি।
বিরল পার্শ্বপ্রতিক্রিয়া:
- বুক ধড়ফড় করা,
- হৃদস্পন্দন বেড়ে যাওয়া।
সুপরিচিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে তন্দ্রাচ্ছনতা হচ্ছে অন্যতম। দুর্ঘটনাবশত আপুনি যদি এই ট্যাবলেট অতিমাত্রায় সেবন করে ফেলেন তাহলে প্রতিক্রিয়া অনুযায়ী চিকিৎসাব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও রুপা ট্যাবলেট সেবনে আপনার দেহে জতিল কোন ক্ষতিকর প্রভাব লক্ষ্য করলে আনুষাঙ্গিক ব্যবস্থা গ্রহণ করতে হবে বা দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।
রূপা ট্যাবলেট এর সতর্কতা – rupa tablet bangla
আমরা হয়তো সকলেই জানি যে ওষুধের আরেকটি নাম হচ্ছে ড্রাগস। এজন্য আমাদের সকলেইরই উচিত যে কোন ওষুধ সেবনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন কর। তেমনি রুপা ট্যাবলেট খাওয়ার সময় আমাদের বেশ কয়েকটি সাবধানতা অবলম্বন করতে হবে। তাই রুপা ট্যাবলেট এর সতর্কতা নিম্নে উল্লেক্ষ করা হলো:
- ১২ বছরের কম বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা উচিত নয়।
- কিডনি, লিভারের সমস্যার রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা উচিত নয়।
- রূপা ট্যাবলেট ও আঙ্গুরের রস একসাথে ব্যবহার করা উচিত নয়।
উপরের উল্লিখিত এই কয়েকটি সাবধানতা মেনে চললে আশা করা যায় আমাদের দেহে কোনো সমস্যা দেখা দিবে না। আর আপনি যদি উপরোক্ত সতর্কতাগুলি না মেনে এই ওষুধ ব্যবহার করেন তাহলেদ আপনার দেহে বিরল বা জটিল ক্ষতিকর প্রভাব দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
রুপা ১০ ট্যাবলেট এর দাম – rupa 10 mg price in bangladesh
রুপা ১০ ট্যাবলেটটি আমাদের দেহের একটি কার্যকরী এলার্জি নিরাময়ের ঔষধ হিসেবে পরিচিত। এটি রুপাটাডিন ফিউমারেট (Rupatadine fumarate) সংমিশ্রণ সমৃদ্ধির জন্য প্রযোজ্য। এবং এটি এরিস্টোফার্মা লিমিটেড (Aristopharma Limited) কোম্পানির একটি এলার্জির ওষুধ।
বর্তমান সময়ে প্রতি পিচ রূপা ট্যাবলেট (১০ মি.গ্রা.) এর দাম হচ্ছে ১২ টাকা। তবে আপনি যদি এক পাতা ওষুধ নিতে চান তাহলে ১২০ টাকা খরচ হবে। এবং রুপা ৬০ এম এল ওরাল সল্যুসন এর দাম হচ্ছে ৭৫ টাকা। আশা করছি রুপা ১০ ট্যাবলেট এর দাম জানতে পেরেছেন।
রুপা ট্যাবলেট সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (FAQs)
রুপা ট্যাবলেট কেন ব্যবহার করা হয়?
রুপাটাডিন একটি অ্যান্টিহিস্টামিন। রুপাটাডিন অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ যেমন হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চোখ ও নাকে চুলকানি থেকে মুক্তি দেয়।
রুপা ট্যাবলেট খেলে কি ঘুম আসে?
রুপা ট্যাবলেট খেলে অনেকের ঘুম ঘুম ভাব হতে পারে।
রুপা ট্যাবলেট সম্পর্কে লেখকের মতামত
রূপা ট্যাবলেট সাধারনত একটি কোল্ড এলার্জি জাতীয় ওষুধ। বিশেষ করে যাদের সর্দি কাশি, নাক চুলকানো এবং গলা চুলকানোর সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে এই ওষুধ প্রতিষেধক হিসেবে কাজ করে। তবে এই ওষুধে অনেকের ক্ষেত্রে হালকা ঘুম হওয়ার কারণ হতে পারে। রুপা ট্যাবলেট খাওয়ার পরে যদি আপনার কোন ধরনের জটিল সমস্যা খেয়াল করেন, তাহলে অবশ্যই এর অবিলম্বে ডাক্তারের সাথে পরামর্শ করুন।
আজকের আর্টিকেলে rupa 10 mg ট্যাবলেট এর কাজ কি, rupa 10 mg ট্যাবলেট খাওয়ার নিয়ম, rupa 10 mg ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া, rupa 10 mg ট্যাবলেট এর দাম কত ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি। আশা করছি এই ওষুধের এগুলো বিষয়ে জেনে আপনি উপকৃত হবেন।
rupa tablet কি কাজ করে এই সম্পর্কে আজকের ব্লগটি উপকারি মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমরা আপনার মতামতের উত্তর দেওয়ার যথাযথভাবে চেষ্টা করবো। এতক্ষন ধরে কাটিং টু ব্লগের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।