সম্মানির পাঠক, আপনি কি প্রোজেস্ট এর কাজ কি তা জানতে ইচ্ছুক? আমরা অনেকেই এই প্রোজেস্ট ট্য্যবলেট বিভিন্ন কারণবশত হয়তোবা সেবন করে থাকি। কিন্তু এই ট্যাবলেট আসলে আমাদের শরীরে কি কাজ করে সেই সম্পর্কে আমরা তেমন কেউই জানি না। তাই আজকের ব্লগে প্রোজেস্ট ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য সাজানোর চেষ্টা করেছি। তো আপনি যদি প্রোজেস্ট এর কাজ কি তা না জানেন, তাহলে আজকের এই ব্লগটি আপনার জন্য অনেক উপকার হতে চলেছে।
অনেক নারীরা রয়েছেন যারা বন্ধ্যাত্ব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ওষুধ সেবন করে থাকেন। কিন্তু তারা হয়তোবা সেরকম ভালো কোন ফলাফল পাইনা। তাই আমি নারী বন্ধ্যাত্ব সমস্যা থেকে রেহায় পাবার জণ্যে আজকে প্রোজেস্ট ট্যাবলেট সম্পর্কে আলোচনা করবো। এটি মূলত বহুল প্রচলিত এবং খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন আর এর কার্যকারিতা শতভাগ প্রমাণিত। এই ব্লগটি সম্পূর্ণ পড়লে এ বিষয়ে জানতে পারবেন।
উপস্থাপনা – progest 10 mg
আপনারা অনেকেই হয়তো progest 10 mg ট্যাবলেট সম্পর্কে ভালোমতো জানেন না। এজন্য আপনাদের সুবিধার কথা ভেবে আমি আজকের এই নারীদের ক্ষেত্রে উপকারী এই ট্যাবলেট সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে সাজানোর করার চেষ্টা করেছি।
যেমন progest 10 mg কিসের ঔষধ, progest 10 mg খাওয়ার নিয়ম, Progest 10 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া, progest 10 mg এর দাম ইত্যাদি সহ এর ওষুধ সম্পর্কে আরও অন্যান্য বিষয়ে সাজানোর চেষ্টা করেছি। তাহলে চলুন, আজকের আলোচ্য বিষয়গুলো জেনে নেওয়া যাক। প্রথমে আমরা progest 10 mg কিসের ঔষধসেই সম্পর্কে জানবো।
progest 10 mg কিসের ঔষধ
আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে progest 10 mg আসলে কিসের ঔষধ বা প্রোজেস্ট ট্যাবলেট কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করে? তাই আমরা আপনাদের সুবিধার কথা ভেবে পোষ্টের শুরুতেই এ বিষয়ে তুলে ধরেছি। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে progest 10 mg কিসের ঔষধ তা জেনে নেওয়া যাক।
এই ওষুধটি মূলত নারীদের ক্ষেত্রে বেশ কয়েকটি সমস্যা বা রোগ নিরাময়ের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। progest 10 mgএর কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমন এটি আমাদের দেহের বিভিন্ন সমস্যা নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমনঃ
- মহিলাদের বন্ধ্যাত্ব
- বেদনাদায়ক সমস্যায়
- প্রিমেনস্ট্রুয়াল সিন্ড্রোম (PMS)
- এন্ডোমেট্রিওসিস ইত্যাদি।
এই ওষুধ উপরের উল্লিখিত সমস্যা বা রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আশা করছি আপনারা এই অংশটুকু পড়ে progest 10 mg কিসের ঔষধ তা হয়তো এতক্ষণে জেনে নিতে পেরেছেন। এরপর চলুন প্রোজেস্ট এর কাজ কি বা প্রোজেস্ট ট্যাবলেট কি কাজ করে তা বিস্তারিত ভাবে জেনে নেই।
প্রোজেস্ট এর কাজ কি
প্রোজেস্ট ১০ মিগ্রা ওষুধটি মূলত পপুলার ফার্মাসিটিক্যালস লিমিটেড (Popular Pharmacies Ltd) এর কোম্পানির একটি ওষুধ যা ডাইড্রোজেস্টেরন (Dydrogesterone) গ্রুপের অন্তর্ভুক্ত। এই ওষুধের বেশ কয়েকটি উপকারি কার্যকারিতা রয়েছে।
সঠিক নিয়মে সেবন করলে উপরোক্ত রোগ খুব দ্রুত দূর হয়ে যায়। এই প্রোজেস্ট এর কাজ কি তা অনেকের জানার আগ্রহ প্রকাশ করে থাকেন। এই ওষুধ নারীদের শরীরের বিভিন্ন উপকারী ভূমিকা পালন করে যেমনঃ
- নারীর বন্ধ্যাত্ব দূর নিরাময় করে
- এন্ডোমেট্রিওসিস হলে তা নিরাময় করে
- অ্যামেনোরিয়া হলে তা নিরাময় করে
- বেদনাদায়ক ব্যথা দূর করতে
- প্রিমেন্সচারাল সিন্ড্রোম (PMS) নিরাময় করে
- অস্বাভাবিক জরায়ু রক্তপাত দূর করতে ইত্যাদি।
প্রোজেস্ট ১০ মিগ্রা ওষুধটি উপরের উল্লিখিত সমস্যা বা রোগের ক্ষেত্রে বেশ ভালো উপকারি ভূমিকা পালন করে থাকে। আশা করি প্রোজেস্ট এর কাজ কি বা প্রোজেস্ট কিসের কাজ করে তা জানতে পেরেছেন। এবার চলুন progest 10 mg খাওয়ার সঠিক নিয়ম জেনে নেওয়া যাক।
progest 10 mg খাওয়ার নিয়ম
প্রতিটা ওষুধ সেবনের একটি সঠিক নিয়ম রয়েছে। তেমনি progest 10 mg ট্যাবলেট সেবনের সঠিক নিয়ম রয়েছে। আপনি যদি এই ওষুধ গ্রহনে ভালো কার্যকারিতা পেতে চান, তাহলে সঠিক নিয়ম অনুযায়ী খেতে হবে। তাহলে চলুন, কথা না বাড়িয়ে progest 10 mg খাওয়ার নিয়ম জেনে নেওয়া যাক। প্রথমত আপনি যেই মেডিসিনই গ্রহণ করুন না কেন, এর আগে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করুন।
আরো পড়ুন 👇
- বাচ্চাদের ফর্সা হওয়ার তেল, সাবান, ক্রিম
- rupa tablet কি কাজ করে, এর পার্শ্বপ্রতিক্রিয়া
- filmet 400 কিসের ওষুধ, কেন খায়
ডাক্তার আপনাকে যেই পরামর্শ দিবে আপনাকে ঠিক সেই পরামর্শ মোতাবেক এই ট্যাবলেট সেবন করুন। প্রয়োজনে prescription নির্দেশাবলী অনুসরন করুন। তাহলে এই ওষধের সঠিক কার্যকারিতা পেয়ে যাবেন বলে আশা করা যায়। আর আপনি যদি একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়াই এই ওষুধ গ্রহন করেন তাহলে আপনার দেহে নানান রকমের ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে।
Progest 10 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া
এমন কোন মেডিসিন নেই যা অতিমাত্রায় কিংবা অনিয়মভাবে সেবনের ফলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় না। Progest 10 mg মেডিসিন নিশ্চয় তার ব্যতিক্রম নহে। আপনি যদি প্রোজেস্ট ট্যাবলেট নির্দেশিত মাত্রার চেয়ে অধিক সেবন করেন তাহলে অবশ্যই আপনার দেহে বেশ কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সাধারণ ক্ষেত্রে এই ওষুধ অধিক মাত্রায় সেবনে নিম্নলিখিত পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ দেখা যায়ঃ
- বমি
- বমি ভাব
- দুর্বলতা
- মাথা ব্যথা
- মাইগ্রেইন
- পেটে ব্যথা
- ক্ষুদা মন্দা
- মাথা ঘোরা
- উচ্চ রক্তচাপ
- পায়ে টান পড়া
- ওজনের পরিবর্তন
- পা ফুলে যাওয়া ইত্যাদি।
যেকোন ওষুধ অধিক বা ভুল নিয়মে সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তাই আমাদের সকলেরই উচিত মেডিসিন গ্রহনের আগে ডাক্তারের নিকট পরামর্শ নেয়া। তো আমরা আশা করছি Progest 10 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো জানতে পেরেছেন। এবার চলুন progest 10 mg এর দাম কত তা জেনে নেই।
progest 10 mg এর দাম কত
progest 10 mg ওষুধটি নারীদের জণ্য অত্যন্ত কার্যকরী ও স্বাস্থ্যকর ঔষধ হিসেবে পরিচিত। এটি সাধারনত ডাইড্রোজেস্টেরন (Dydrogesterone) সংমিশ্রণ সমৃদ্ধির জন্য প্রযোজ্য। এবং এই ওষুধটি মূলত বেক্সিমকো পপুলার ফার্মাসিটিক্যালস লিমিটেড (Popular Pharmacies Ltd) কোম্পানি বাজারজাত করে থাকে।
এগুলো ওষুধের দাম একটু বেশি হয়। এই ওষুধের প্রতি পিচ এর দাম হচ্ছে ৪০ টাকা। তবে আপনি যদি পুরো একটি প্যাকেট নিতে চান তাহলে পুরো প্যাকেটের দাম পড়বে ৬০০ (১৫*৪০) টাকা। progest 10 mg ওষুধ আপনি যেকোন ওষুধের দোকান থেকে কালেক্ট করতে পারবেন খুব সহজেই।
Progest 10 mg in pregnancy
অনুমান করা হয়ে থাকে, 10 মিলিয়নেরও অধিক পরিমাণ গর্ভাবস্থা ডাইড্রোজেস্টেরন (Dydrogesterone)) গুলোর সংস্পর্শে এসেছে । তাই এখন পর্যন্ত গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহার করার ক্ষতিকারক কোন প্রভাব কোন প্রকার ইঙ্গিত পাওয়া যায়নি ।
progest 10 mg সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (FAQs)
progest 10 mg ট্যাবলেট খেলে কি মোটা হয়?
সাধারনত এই ওষুধ সেবনে মানুষের ওজন বেড়ে যায় না। তাই এই ট্যাবলেট সেবনে মোটা হওয়ার কোন সুযোগ নেই বললেই চলে।
progest 10 খেলে কি দেহের ওজন কমে যায়?
এর উত্তর না, এই ট্যাবলেট খেলে মানুষের দেহের ওজন কমার লক্ষণ নেই।
প্রোজেস্ট ট্যাবলেট খাওয়ার আগে না পরে খেতে হয়?
আপনি চাইলে খাওয়ার আগে বা পরে উভয় সময় খেতে পারেন।
স্তনদানকালীন নারীদের প্রোজেস্ট ট্যাবলেট খাওয়া যাবে?
স্তনদানকালীন নারীদের প্রোজেস্ট ট্যাবলেট খাওয়া যাবে না। তবে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া যেতে পারে।
progest 10 mg ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে?
এই ট্যাবলেট গর্ভাবস্থায় সেবন করাটা নিরাপদ হবে না। তাই এক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
progest 10 mg ট্যাবলেট শিশুদের খাওয়ানো যাবে?
progest 10 mg. ট্যাবলেট শিশুদের সেবন করানো যাবে না।
প্রোজেস্ট ট্যাবলেট সম্পর্কে লেখকের মতামত
মূলত প্রোজেস্ট ট্যাবলেট একটি নারীদের শরীরের বিভিন্ন সমস্যা বা রোগ দূর করার ওষুধ। বিশেষ করে এই ওষুধের কাজ হলো নারীর বন্ধ্যাত্ব দূর করে, এন্ডোমেট্রিওসিস হলে তা নিরাময় করে, অ্যামেনোরিয়া হলে তা নিরাময় করে, বেদনাদায়ক ব্যথা দূর প্রিমেন্সচারাল সিন্ড্রোম (PMS) নিরাময় করে এবং অস্বাভাবিক জরায়ু রক্তপাত দূর করতে সহায়ক করতে হিসেবে কাজ করে থাকে।
প্রোজেস্ট ট্যাবলেট সেবনের পর যদি আপনার দেহে কোন ধরনের জটিলতা দেখা দেয়, তাহলে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করুন। আজকের আর্টিকেলে প্রোজেস্ট এর কাজ কি, প্রোজেস্ট ট্যাবলেট খাওয়ার নিয়ম, প্রোজেস্ট ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া, প্রোজেস্ট ট্যাবলেট এর দাম কত ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি। আশা করি এই ওষুধের এগুলো বিষয়ে জানতে পেরে আপনি উপকৃত হবেন।
প্রোজেস্ট এর কাজ কি সম্পর্কে আজকের ব্লগটি উপকারি মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমরা আপনার মতামতের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। এতক্ষন সময় ধরে কাটিং টু ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ।