জনসন বেবি সাবান এর উপকারিতা – জনসন বেবি সাবান দাম 2024

আমাদের মাঝে এমন অনেক অভিভাবক রয়েছেন যারা তাদের বাচ্চার জন্য জনসন বেবি সাবান ব্যবহার করে থাকেন। কিন্তু তাদের এই জনসন বেবি সাবানের উপকারিতা কি সেই সম্পর্কে হয়তো জানা নেই। তাই তারা এ বিষয়ে গুগলের কাছে জানতে চায়। মূলত সেসব অভিভাবকদের সুবিধার কথা ভেবেই আজকের এই আর্টিকেলে জনসন বেবি সাবান এর ৫টি উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

ঘরকে আলোকময় করে যখন পরিবারে নতুন অতিথির আগমন ঘটে, তখন পরিবারে যেন একটা আলাদা আনন্দের বন্যা বয়ে যায়। পরিবারের সকলেই সেই নবজাতকের যত্নে কোনরকম কমতি রাখেন না। বিশেষ করে বাচ্চার মা-বাবার চোখে অসীম ভালো লাগা। শিশুর কোমল ত্বক পরিবারের সকলেই ছুঁয়ে দিতে চায়।

কিন্তু, আপনার সোনামণির ত্বক এর যত্ন নিতে হলে দরকার বাড়তি যত্ন। আর বাড়তি যত্ন নিতে আপনার বাচ্চাকে জনসন বেবি সাবান ব্যবহার করা প্রয়োজন। শিশুর গোসল ও পরস্কার পরিচ্ছন্নতার জন্য জনসন বেবি সাবান বিশ্বব্যাপী সহ এখন আমাদের বাংলাদেশও খুবই জনপ্রিয়। আজকের এই আলোচনায় জনসন সাবান সম্পর্কে বিস্তারিত তথ্য সবকিছুই থাকছে।

Table of Contents

উপস্থাপনা – জনসন বেবি সাবান

জনসন বেবি সাবানটি মূলত আমেরিকার একটি কোম্পানি যার নাম হচ্ছে জনসন এন্ড জনসন। বিশ্বব্যাপী প্রতিটা বাচ্চাদের ত্বকের যত্নে বহুল ব্যবহৃত সাবান হচ্ছে জনসন বেবি সাবান। বাচ্চাদের সংবেদনশীল অ নরম ত্বকের কথা বিবেচনা করেই কোম্পানিটি এই তৈরি করেছে। যা ত্বককে স্বাস্থ্যকর এবং পরিষ্কার রাখে।

বিশেষজ্ঞরা অধিকাংশ সময়ে সাবান ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। বাচ্চাদের গোসল করানর সময় ত্বকের ক্ষতির আশংকা থাকে না। কেননা এই সাবান এর কোমলতা ক্লিনিক্যালি প্রমাণিত রয়েছে। একজন নবজাতকের যত্নে মা কোনরকম কমতি রাখেন না। তাই, প্রতিটা অভিভাবক সবসময় চিন্তা করেন যে নিজের আদরের বাচ্চাকে কিভাবে সুস্থ ও নিরাপদ রাখা যায়।

জনসন বেবি সাবান এর উপকারিতা

আপনারা হয়তো জানেন যে বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরি জনসন বেবি সাবানের বেশ কয়কটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য রয়েছে। যার ফলে এই সাবান অন্যান্য সাবানের চেয়ে একটু বাড়তি উপকারিতা প্রদান করে। কোনো পন্য ব্যবহার করার আগে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তার আগে এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত।

📌আরো পড়ুন 👇

বাচ্চাদের ফর্সা হওয়ার তেল
বাচ্চাদের জন্য কোন সাবান ভালো

এতে করে আপনি আপনার বাচ্চার জন্য সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে জনসন বেবি সাবানের উপকারিতা গুলো জেনে নেই।

ত্বকের পুষ্টি যোগাতে সহায়তা করে

জনসন বেবি সাবানে ভিটামিন ই বিদ্যমান থাকায় বাচ্চাদের ত্বককে পুষ্টি যোগাতে সহায়তা করে থাকে। আর ভিটামিন ই এর অ্যান্টিঅক্সিডেন্ট নামক একটি গুণাবলী রয়েছে। যা শিশুর ত্বকের কোষগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। এছাড়াও ভিটামিন ই অতিবেগুনি রশ্মি শোষন করে নিতে সক্ষম।

ফলে, ক্ষতিকারক রশ্মি থেকে ত্বক রক্ষা পায়। তবে, ভিটামিন ই প্রতিটা বাচ্চার ত্বকের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে থাকে, এর পাশাপাশি ত্বক নরম এবং মসৃণ রাখে। এই সাবানের উপকারিতার মধ্যে অন্যতম।

ত্বকের আর্দ্রতা বজায় রাখে

জনসন বেবি সাবান ব্যবহারের ফলে বাচ্চার ত্বকের আদ্রতা বজায় রাখে। কেননা এই সাবানে এক চতুর্থাংশ রয়েছে ভিটামিন ই এবং বেবি লোশন। এই উপাদানগুলো শুধু ত্বককে পরিষ্কারই করে না, বরং বাচাদের ত্বক এর প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে।

পরিষ্কারক হিসেবে কাজ করে

একজন বাচ্চার নরম ও সেনসিটিভ ত্বকের জন্য এই জনসন বেবি সাবান মূলত ক্ষার ও এসিডের পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণ করেই বানানো হয়েছে। এই সাবানের পিএইচ মাত্রা ৫.৫। আর বাচ্চাদের ত্বকের পিএইচ র মাত্রা হচ্ছে পিএইচ ৫ থেকে ৫.৫। তাই, শিশুদের ত্বকে এই সাবান ব্যবহারে কোন ক্ষতি হয় না।

ক্ষতিকর উপাদান থাকে না

জনসন বিবি সাবানের বিভিন্ন ক্লিনিক্যাল টেস্টে প্রমাণিত যে, এতে ক্ষতিকর কোন ধরণের উপাদান যেমন প্যারাবেন বা প্যাথালিক অ্যাসিড নেই। যার ফলে বাচ্চার ত্বক জ্বালাপোড়া করে না। এজন্য বিশেষজ্ঞরা এই সাবান বাচ্চাদেরকে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন।

টিয়ার-ফ্রি ফর্মুলা দিয়ে তৈরি

টিয়ার-ফ্রি ফর্মুলা হচ্ছে মূলত এমন একটি ফর্মুলা যা চোখে গেলে চোখ জ্বলবে না কিংবা চোখ থেকে পানিও গড়িয়ে পড়ে না। তবে এই সাবান দিয়ে গোসলের সময় এতে এক ধরণের লেদারি ফেনা তৈরি করে, যা মূলত ত্বককে মৃদুভাবে পরিষ্কার করতে সহায়তা করে।

জনসন বেবি সাবান ব্যবহার করার নিয়ম

আপনারা উপরের অংশ থেকে জনসন বেবি সাবান এর ৫টি উপকারিতা জানতে পেরেছেন। এখন তাহলে নিশ্চয় এই সাবান আপনার বাচ্চাদেরকে ব্যবহার করাবেন। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই সাবান কিভাবে ব্যবহার করতে হয় বা উপকার পেতে হলে এই সাবান কিভাবে ব্যবহার করা উচিত?

জনসন বেবি সাবান

শুধু সাবানের ক্ষেতেই নয় যেকোন জিনিস ব্যবহার করার আগে সেই জিনিসের এর সঠিক ব্যবহার নিশ্চিত করাটা খুবই জরুরী। তাহলে চলুন কথা নাজেনে নেওয়া যাক জনসন বেবি সাবান ব্যবহার করার নিয়ম-

  • এই সাবান ব্যবহারের আগে আপনার ছোট্ট সোনামণিকে পরিষ্কার গোসলের স্থানে নিয়ে আসুন।
  • গোসলের পানির তাপমাত্রা যাতে ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে সেদিকে খেয়াল করতে হবে।
  • এরপর সাবানটি হালকা গরম পানিতে ভিজিয়ে নিবেন তাহলে ফেনা হতে সুবিধা হবে।
  • এবার আপনার বাচ্চার ত্বকে মৃদুভাবে লাগান এবং শিশুর দেহের পুরো অংশে মৃদুভাবে ম্যাসাজ করে দিন।
  • তারপর সেই পানি দিয়ে পুরো শরীর ভালোভাবে পরিস্কার করে ফেলুন যাতে ফেনা না লেগে থাকে।
  • তারপর গোসল করানো শেষ হয়ে গেলে একটি পরিস্কার ও নরম তোয়ালে দিয়ে শরীর মুছে দিন।
  • এভাবে আপনার বাচ্চাকে ২ থেকে ৩ দিন পর পর এই সাবান দিয়ে গোসল করাতে পারেন।

এই ছিল জনসন বেবি সাবান ব্যবহার করার সঠিক নিয়ম। আশা করছি এখন থেকে আপনার শিশুকে এই সাবান দিয়ে কিভাবে গোসল করাবেন বা ব্যবহার করবেন তা জানতে পেরেছেন। জনসন্স বেবি সাবানের উপকারিতা ও ব্যবহারের নিয়ম তো জেনে নিলেন। এবার চলুন, জনসন বেবি সাবানের সতর্কতা জেনে নেই।

জনসন বেবি সাবান এর সতর্কতা

মূলত এই জনসন বেবি সাবান বলতে গেলে বাচ্চাদের জন্য অনেক নিরাপদ একটি প্রসাধনী। এরপরও কিছু সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। তো জনসন বেবি সাবান ব্যবহারের ক্ষেত্রে আমাদের অভিভাবক দের কি কি সতর্কতা অনবল্মন করতে হবে তা নিম্নে উল্লেখ করা দেয়া হলঃ

  • এই সাবান শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য প্রযোজ্য। তাই আপনার বাচ্চার ভেতরের কোনো অংশে ভুল করেও ব্যবহার করা যাবে না।
  • এই সাবান দিয়ে আপনার বাচ্চাকে এমনভাবে গোসল বা ব্যবহার করাবেন যাতে সাবান চোখের ভেতর ঢুকে না যায়। যদিও এই সাবান চোখের ক্ষতি করে না। তবুও সতর্কতা থাকাটা দরকার।
  • এই সাবান ঘন ঘন ব্যবহার করা যাবে না। এটি নিরাপদ হলেও পরিমাণে বেশি ব্যবহার করাটা ঠিক হবে না। এজন্য চেষ্টা করুন পর‍্যোজন মোতাবেক ব্যবহার করার।
  • সাবান ব্যবহার হয়ে গেলে যেখানে সেখানে রাখবেন না। একটি পরিস্কার ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন। রাখুন। ভেজা কোন জায়গায় রেখে দিলে গলে নষ্ট বা খারাপ অপদ্রব্য মিশে যেতে পারে।

সাধারণত এই সাবান আপনার বাচ্চার জন্য খুবই উপকারী। এরপরেও প্রতিটি বাচ্চার ত্বকের সংবেদনশীলতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আবার, অনেক বাচ্চার কোনো রোগ বা সমস্যা থাকতে পারে। এজন্য আপনার বাচ্চা কে এই সাবান ব্যবহার করানোর পরে যদি কখনো অস্বস্তি অনুভব করে যেমন শরীরে এলার্জি জ্বালাপোড়া লক্ষ্য করেন তাহল সেই সাবান ব্যবহার করা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন।

এগুলো সতর্কতাগুলো আপনার বাচ্চার শরীরেকে আরামদায়ক এবং অপ্রীতিকর ঘটনা থেকে রক্ষা করবে। তো আশা করছি আপনারা এই অংশ থেকে জনসন বেবি সাবান এর সতর্কতা জানতে পেরেছেন। এবার চলুন, জনসন বেবি সাবান দাম কত তা জেনে নেওয়া যাক।

জনসন বেবি সাবান দাম

জনসন বেবি সাবান মূলত একটি বিদেশি প্রোডাক্ট এজন্য এর দাম অনেক সময় আমদানীকারক এর ওপর নির্ভর করে কম-বেশি হতে পারে। আবার জায়গা ভেদেও এগুল্লোসাবানের দাম কম বেশি হয়ে থাকে। আমরা নিচের এই সাবানের সম্ভাব্য দাম তুলে ধরেছি-

  • ৭৫ গ্রাম জনসন বেবি সোপ মাত্র ১২০ টাকা
  • ৭৫ গ্রাম জনসনের বেবি মিল্ক সোপ মাত্র ১৩০ টাকা
  • ৭৫ গ্রাম জনসনের বেবি সোপ ব্লসমস মাত্র ১৩০ টাকা

বাজারে যেসব অন্য ব্র্যান্ডের বেবি সাবান রয়েছে সেগুলোর সাথে পাল্লা দিয়ে দাম নির্ধারণ হয়। তাই, অ্ন্যান্য ব্র্যান্ডের চেয়ে দাম খুব একটা কম-বেশি হয় না। তাই, আপনার আদরের সন্তানের জন্য সেরা সাবানটি পছন্দ করে নিতে পারেন ।

জনসন বেবি সাবান কেন ব্যবহার করবেন?

জনসন বেবি সাবান ব্যবহারকারীদের মতামত নিয়ে ইতিমধ্যে অনেক গুলো গবেষনা হয়েছে। এখানে আমি আমাদের পাশের দেশ ভারতে হওয়া একটি গবেষণার কথা তুলে ধরেছি। মিনিমাম ২ বছর নিয়মিত জনসন বেবি ব্রান্ডের সাবান ব্যবহার করছেন এমন কয়েকজনের উপর একটি গবেষণা করা হয়েছিল তা হচ্ছে তারা জানিয়েছেন যে তাদের বাচ্চাদের জন্য বেশির ভাগ জনসন বেবি পন্য ব্যবহার করে তারা খুবই সন্তুষ্ট।

আর সেই গবেষণা থেকেই এখন সেই দেশের প্রতিটা মানুষের মাঝে জনসন বেবি সাবানের প্রতি আস্থা ফুটে উঠে। এখন তাহলে আপনি একটু চিন্তা করেন এতক্ষণ ধরে এই পোষ্টোওটি পড়ে কি বুঝলেন আর এই সাবান নিয়ে আপনার কি ধারনা জন্মেছে। তাহলে আপনার কাংখিত প্রশ্নের উত্তরটি জানতে পারবেন।

FAQs

জনসন বেবি সাবান কী বাচ্চাদের মুখে মাখা যাবে?

হ্যাঁ, জনসন বেবি সাবান শিশুদের মুখে মাখা যাবে। কেননা এই সাবান বিশেষকরে বাচ্চাদের জন্যই তৈরি করা হয়েছে। এই সাবান খুবই মৃদু উপাদানে তৈরি। এর পিএইচ মাত্রা ৫.৫। বাচ্চাদের মুখের ত্বকে পিইএইচ মাত্রা ৪.৭৫ থেকে ৫.৭৫ হয়ে থাকে। তাই, জনসন বেবি সাবান চাইলে মুখে ব্যবহার করতে পারবে।

প্রাপ্তবয়স্করা কি জনসন বেবি সাবান ব্যবহার করতে পারবে?

অবশ্যই পারবে। বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল ও শুষ্ক তারা এই সাবান ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বককে মসৃণ রাখতে সাহায্য করবে।

জনসন বেবি সাবান বাচ্চাদের প্রতিদিন ব্যবহার করানো যাবে?

হ্যাঁ, এই সাবান আপনারা চাইলে বাচ্চাদের প্রতিদিন ব্যবহার করাতে পারবেন।

জনসন বেবি সাবানের ভেলিডিটি কত দিন থাকে?

এই সাবান মূলত উৎপাদনের তারিখ হতে ৩ বছর মেয়াদ থাকে। আমার মতে ১ বছরের মধ্যেই এই সাবান  ব্যবহার করা।

জনসন বেবি সাবান কি ব্রণের চিকিৎসায় ব্যবহার করে?

মূলত এই সাবান ব্রণের চিকিৎসার জন্য হয়নি। ব্রণ অতিরিক্ত তেলএবং মৃত কোষের ফলে হয়ে থাকে যা মূলত ত্বকের ছিদ্র বন্ধ করে দেয়। আর জনসন বেবি সাবান এগুলো অপসারণের জন্য খুব কার্যকরী নয়।

জনসন বেবি সাবান সম্পর্কে লেখকের মতামত

পরিশেষে বলতে চায় যে, এই সাবান সারা বিশ্বব্যাপী পরিচিত ও ক্লিনিক্যালি প্রমাণিত। তাই বলা যায় এই সাবান্টি একটি উন্নত ও নিরাপদ পণ্য। বাজারে যেগুলো অপরিচিত ব্র্যান্ড এর সাবান রয়েছে সেগুলোর চেয়ে আমাদের ব্যক্তিগত মতামত হচ্ছে পরিচিত ও ভালো মানের পণ্য শিশুদের জন্য ব্যবহার করা। কেননা এই সাবান একজন নবজাতকের জন্য হতে পারে প্রতিদিনের গোসলের সঙ্গী।

জনসন বেবি সাবান এর উপকারিতা সম্পর্কে আজকের ব্লগ থেকে যদি কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমরা আপনার মতামতের উত্তর দেওয়ার যথাযথভাবে চেষ্টা করবো। এমন আরও গুরুত্বপূর্ণ শিশু সম্পর্কে তথ্য জানতে আমাদের কাটিং টু ব্লগে প্রতিনিয়ত ভিজিট করুন।

পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Comment