জনসন বেবি লোশন এর উপকারিতা – ব্যবহারের নিয়ম ও দাম 2024

জনসন বেবি লোশন মূলত বাচ্চাদের ত্বকের জন্য ব্যবহার করা হয় এবং এর বিভিন্ন প্রকারের উপকারিতা রয়েছে। তো আপনি কি জনসন বেবি লোশন এর উপকারিতা জানতে চেয়ে এই ব্লগ পোষ্টে ভিজিট করেছেন তাহলে আজকের এই ব্লগটি আপনার জন্য অনেক উপকার হতে চলেছে। একজন শিশু যখন এই দুনিয়াতে জন্ম নেয় তখন তার আদর ভালোবাসার জন্য মানুষের অভাব হয় না।

বিশেষ করে তার জন্মদাতা বাবা-মায়ের চোখে মুখে থাকে অক্লান্ত খুশি। একটি সন্তানের বাবা-মায়েরা তার বাচ্চার যত্ন নেওয়ার আপ্রাণ চেষ্টা করে যায়। সন্তানের যত্নে কোন ধরণের ত্রুটি রাখেন না। তো আপনার বাচ্চার ত্বকের জন্য লোশন ব্যবহার করাতে চান তাহলে জনসন বেবি লোশনটি ব্যবহার করতে পারেন।

উপস্থাপনা – জনসন বেবি লোশন

জনসন বেবি লোশন ব্যবহারে মূলত পুরো একটা দিন বাচ্চার ত্বকে পুষ্টি জোগায়, বাচ্চার ত্বককে হাইড্রেটেট রাখতে সহায়তা করে এবং বাচ্চার ত্বককে ২৪ ঘন্টা কোমল রাখতে সহায়তা করে। এতে দ্রুত শোষণকারী ফর্মুলা সমৃদ্ধ ইমোলিয়েন্ট বিদ্যমান রয়েছে যা মূলত একটি বাচ্চার ত্বককে প্রাকৃতিক ভাবে নরম ও মলিন রাখে এবং ত্বককে মশ্চারাইজড রাখতে সহায়তা করে।

প্রতিটা বাচ্চার স্বভাবই হচ্ছে নাক ও কান ঘষা ,কনুই ঘষা, হাটু ঘষা ইত্যাদি। যার ফলে ত্বক অনেকটা ড্রাই এবং খসখসে হয়ে যায়। জনসন বেবি লোশন নিয়মিত বাচ্চাকে ব্যবহার করালে তার ত্বক নরম এবং কোমল হবে। আপনি বাচ্চার জন্য যেটাই ব্যবহার করুন না কেন, আগে সেই জিনিসের উপকারিতা জানতে হবে।

তো আপনি যদি আমাদের আজকের এই আর্টিকেলটি মনযোগ সহকাড়ে পড়েন তাহলে জনসন বেবি লোশন এর উপকারিতা জেনে নেওয়ার পাশাপাশি জনসন বেবি লোশন এর উপাদান, জনসন বেবি লোশন এর অপকারিতা, জনসন বেবি লোশন ব্যবহার করার নিয়ম ও জনসন বেবি লোশন দাম জানতে পারবেন।

জনসন বেবি লোশন এর উপাদান

জনসন বেবি লোশন এর উপকারিতা জেনে নেওয়ার আগে প্রথমে এই লোশনে কি কি উপাদান বিদ্যমান রয়েছে সেই সম্পর্কে সমগক্ষেপে জেনে নিব। জনসন বেবি লোশন এর উপাদানসমূহ নিম্নরূপঃ

  • পানি
  • মিনারেল ওয়েল
  • গ্লিসারিন
  • স্টিয়ারিক অ্যাসিড
  • Cetyl অ্যালকোহল
  • গ্লিসারিল স্টিয়ারেট
  • কোকো গ্লিসারাইড
  • ডাইমেথিকোন
  • ফেনোক্সিথানো
  • কার্বোমার
  • সোডিয়াম হাইড্রক্সাইড
  • সুগন্ধি (পারফাম)
  • ইথাইলহেক্সিলগ্লিসারিন
  • টোকোফেরিল অ্যাসিটেট (ভিটামিন ই) ইত্যাদি।

উপরের উল্লিখিত উপাদানগুলো বাচ্চার ত্বককে নরম, কোমল, মসৃণ এবং আর্দ্র রাখতে খুবই কার্যকরী মূলক ভূমিকা পালন করে থাকে যা আপনার সন্তানের সেনসিটিভ ত্বকের জন্য নিরাপদ।

জনসন বেবি লোশন এর উপকারিতা

জনসন বেবি লোশন এর বলতে গেলে প্রায় অনেক উপকারিতা রয়েছে। এই লোশন মূলত বাচ্চাদের ত্বকের জন্য ব্যবহার করা হয়। এই লোশন ব্যবহারের ফলে বাচ্চাদের ত্বকে অনেক পুষ্টি যোগায়। এর পাশাপাশি বাচ্চাদের ত্বককে নরম ও কোমল রাখে।

📌আরো পড়ুন 👇

এই লোশনে কিছু উপাদান রয়েছে যেগুলো আপনার বাচ্চার ত্বককে হাইড্রেট এবং ময়েশ্চারাইজ করে রাখে। জনসন বেবি লোশন এর ৮টি অসাধারন উপকারিতা নিম্নে উল্লেখ করা হলঃ

ময়েশ্চারাইজ রাখে

বাচ্চাদের জন্সন বেবি লোশন ব্যবহার করালে এটি তাদের ত্বক নরম ও মোলায়েম রাখতে সহায়তা করে। এবং শিশুর ত্বককে সারা দিন (২৪ ঘন্টা) ময়েশ্চারাইজ রাখে।

ত্বককে হাইড্রেটেট রাখে

জনসন বেবি লোশন ব্যবহারে মূলত পুরো একটা দিন বাচ্চার ত্বকে পুষ্টি জোগায়, বাচ্চার ত্বককে হাইড্রেটেট রাখতে সহায়তা করে

হাইপোঅ্যালার্জেনিক

এই লোশন ব্যবহারে মূলত কোন ধরণের অ্যালার্জি সৃষ্টি করে না। কেননা এতে শতভাগ সেইভ ইনগ্রেডিয়েন্ট বিদ্যমান রয়েছে যা আপনার বাচ্চাদের জন্য ক্ষতিকর নয় বরং উপকারি।

ত্বকের জন্য নিরাপদ

এই জনসন বেবি লোশনে যেগুলো উপাদান রয়েছে সেগুলোতে কোন ধরণের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নেই যার ফলে এটি বাচ্চাদের ত্বকের জন্য নিরাপদ। এছাড়া এই লোশন মূলত সরকারীভাবে ক্লিনিক্যালি ও ডার্মাটোলজিস্ট দ্বারা পরিক্ষা করে হয়েছে।

সুতরাং এই পন্যে যেহেতু বাচ্চাদের জন্য হার্মফুল কোন রাসায়নিক ব্যবহার করা হয়নি সেহেতু এই লোশন ব্যবহার করলে বাচ্চাদের ত্বকে কোন প্রকার ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

সুবাস ও সুগন্ধিময়

জনসন বেবি লোশনে মূলত দারুন একটা সুগন্ধ দেওয়া  রয়েছে যা ব্যবহারের ফলে আপনার বাচ্চার ত্বক হয়ে উঠে অনেক সুগন্ধিময় হয়ে ওঠে। এই লোশনে যেই সুগন্ধি ব্যবহার করা হয়েছে তাতে আপনার বাচ্চার কোন সমস্যা বা ক্ষতি হবে না। এতে থাকা মৃদু সুবাস আপনার বাচ্চার ত্বকে সুগন্ধি যোগ করে এবং তাদের দেহে স্বাস্থ্যকর অনুভুতি প্রদান করে থাকে।

হালকা এবং নরম

জনসন বেবি লোশনটি অনেক নরম ও হওয়ায় আপনার বাচ্চাদের ত্বকের ক্ষেত্রে কিন্তু মানানসই বলা চলে। তাই এই লোশন ব্যবহারে বাচ্চাদের ত্বকের কোন ধরণের ক্ষতিকর প্রভাব পড়ে না। বাচ্চাদের সেনসিটিভ ত্বকের জন্য এই পন্যের স্ট্রাকচার মলিকিউল খুবই মলিন প্রকৃতির।

পিএইচ মাত্রা স্বাভাবিক

জনসন বেবি লোশনের পিএইচ এর মাত্রা স্বাভাবিক হওয়ার ফলে আপনার বাচ্চা ত্বকের জন্য বেশ উপযুক্ত। এবং এতে কোন ক্ষতিকারক রাসায়নিক অপদ্রব্য যোগ করা নেই। এটি ক্লিনিকেলি এবং ডার্মাটোলজিস্ট দ্বারা পরিক্ষীত যা প্রতিটা বাচ্চার ত্বকের যত্নে মৃদু।

প্যারাবেন মুক্ত

জনসন বেবি লোশন হচ্ছে সালফেট এবং প্যারাবেনমুক্ত। এতে এ ধরণের ক্ষতিকর উপাদান ব্যবহার করা নেই।

জনসন বেবি লোশন এর অপকারিতা

প্রতি বছর ঘুরে শীতকাল আসে আর এই এ সময়ে আমাদের বাচ্চার ত্বকের যত্ন কিভাবে নিতে হবে এটা নিয়ে প্রায় সকলেরই চিন্তা। আর এজন্য জনসন বেবি লোশন অনেক উপকারি। এই লোশন ব্যবহারের ফলে বাচ্চার ত্বক খুবই মোলায়েম থাকে।

আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে প্রতিটা জিনিসেরই উপকার থাকার পাশাপাশি সামান্য পরিমাণ হলেও অপকারিতা থাকে। তাহলে কি এই জনসন বেবি লোশনের কোন অপকারিতা রয়েছে? এর উত্তর হচ্ছে না এতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা অপকারিতা নেই।

📌আরো পড়ুন 👇

আপনি চাইলে নির্দ্বিধায় এই লোশনটি আপনার বাচ্চার ত্বকে ব্যবহার করতে পারবেন। এতে অথবা আপনার বাচ্চার ত্বককে তুলনামূলক আগের চেয়ে ময়েশ্চারাইজ ও মসৃন করে তুলতে সাহায্য করবে। তবে লোশন ক্রয় করার আগে ভালোভাবে যাচাই বাছাই করে ক্রয় করতে হবে।

যাচাই-বাছাই করে অথেনটিক পণ্য ক্রয় করতে হবে। আর মাথায় রাখবেন যেন কম দামি পণ্য কিনতে গিয়ে আপনার বাচ্চার ত্বকের কোন ক্ষতি করবেন না। নকল লোশন ব্যবহারের ফলে ত্বকে বিভিন্ন ধরণের সমস্যা দেখা দিতে পারে। তাই আগে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তারপর এই পণ্যটি ক্রয় করুন।

এছাড়া এই লোশন  সঠিক নিয়ম অনুযায়ী আপনার বাচ্চাকে ব্যবহার করতে হবে। এই লোশন আমরা মূলত আমাদের বাচ্চাদের ত্বকের ভালোর জন্যই ব্যবহার করি। তবে এই লোশন যেন কোনভাবেই আমাদের বাচ্চা ত্বকের জন্য ক্ষতিকারক না হয় সেদিকে নজর রাখতে হবে।

প্রতিদিন ১/২ বার এই লোশন ব্যবহার করলেই বাচ্চার ত্বকে পর্যাপ্ত উপকার নিয়ে আসবে। অনেকেই খুব বেশি উপকার পাওয়ার আশায় অতিরিক্ত ব্যবহার করেন যা মোটেও ঠিক না। এতে উপকার না হয়ে বাচ্চার ত্বকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এছাড়া এই লোশন এর তেমন কোন ক্ষতি নেই।

জনসন বেবি লোশন ব্যবহার করার নিয়ম

আমরা এখন জনসন বেবি লোশন ব্যবহারক করার সঠিক নিয়ম জানবো। জনসন বেবি লোশন ব্যবহার করে সঠিক উপকারিতা পেতে হলে কিছু নিয়ম মেনে বাচ্চাদের ত্বকে ব্যবহার করতে হবে।

জনসন বেবি লোশন

আপনার বাচ্চাকে গোসল করানোর পর গামছা অথবা তোয়ালে দিয়ে সুন্দর করে মুছে নিন। এরপর জনসন বেবি লোশন পুরো শরীর জুড়ে ব্যবহার করুন। এতে বাচ্চার ত্বক নরম ও স্বাস্থ্যকর হবে।

এরপর আপনার বাচ্চাকে ঘুম পারানোর সময় পারাবেন বেডে শুয়ে এই লোশন হাতে নিয়ে বাচ্চার পুরো শরীর আলতোভাবে ম্যাসাজ করুন। এভাবে ম্যাসাজ করলে বাচ্চার দেহের উপকার হওয়ার পাশাপাশি হবে  ত্বকেরও বেশ ভালো উপকার হবে। এতে দেখবেন আপনার সন্তানও তাড়াতাড়ি ঘুমায় যাবে।

এই নিয়মে আপনাকে অন্তত দিনে ২ বার করে এই লোশন ব্যবহার করবেন তাহলে ভালো উপকার পাবে আপনার বাচ্চা। এছাড়াও আপনি যদি আপনার বাচ্চার দেহে এ লোশনটি নিয়মিত ব্যবহার করেন, তাহলে বাচ্চার ত্বক আগের তুলনায় অনেক মসৃণ এবং ময়েশ্চারাইজ হবে।

জনসন বেবি লোশন দাম

জনসন বেবি লোশন এখন প্রতিটা বাজারে পাওয়া যায়। এছাড়া আপনি চাইলে অনলাইন থেকেও এই লোশন ক্রয় করতে পারবেন। তবে ক্রয় করার আগে আপনাকে অবশ্যই আসল নকল যাচাই বাচাই করে মেয়াদের তারিখ দেখে নিতে হবে। কম দামের আশায় আপনারা কখনই নকল পণ্য ক্রয় করবেন না। নিচে জনসন বেবি লোশন দাম উল্লেখ করা হলো-

  • Johnson’s Baby Lotion 100 ml লোশন এর দাম ২০৫ টাকা।
  • Johnson’s Baby Lotion 100 ml লোশনের দাম ২৭৫ টাকা।
  • Johnson’s Baby Lotion 400 ml লোশন টির দাম ১৬০০ টাকা ।
  • Johnson’s Baby Lotion 200 ml এই লোশনটির দাম ৩১৫ টাকা।

উপরের উল্লিখিত দামে আপনারা চাইলে অনলাইনে ক্রয় করতে পারবেন আবার চাইলে দোকানে বা সুপার শপে পেয়ে যাবেন। তবে এই লোশনের দাম জায়গা ভেদে কম বেশি হতে পারে। দাম একটু বেশি হওয়াটা বিষয় না বরং পন্য আসল হওয়াটাই আসল লক্ষ্য।

জনসন বেবি লোশন কি বাচ্চাদের জন্য ভালো?

জনসন বেবি লোশন মূলত বাচ্চাদের জন্য ভালো হবে কিনা আপনাদের অনেকের মনেই প্রশ্নটা জাগতে পারে। বাচ্চাদের জন্য এই লোশনটি উপকারী এবং নিরাপদ বলে বিবেচিত হয়েছে। আর মজার বিষয় হচ্ছে আপনি চাইলে বাচ্চাদের এই লোশন ব্যবহার করার পাশাপাশি নিজেরো ব্যবহার করতে পারবেন।

এ লোশনটি ব্যবহার করলে বাচ্চার ত্বক ময়েশ্চারাইজ হওয়ার পাশাপাশি প্রশমিত হয়। তবে এই লোশন ছোট বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহারের আগে একটা বিষয় ভালোভাবে সচেতন হতে হবে সেটি হচ্ছে প্রতিটা বাচ্চার ত্বক ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই এক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে।

জনসন বেবি লোশন কি মুখে মাখা যায়?

আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে জনসন বেবি লোশন তো বাচ্চাদের ত্বকে ব্যবহার করে কিন্তু এই জনসন বেবি লোশন কি মুখে মাখা যায়? এর উত্তর হচ্ছে হ্যাঁ, জনসন বেবি লোশন বাচ্চার মুখেও ব্যবহার করতে পারবেন। এতে কোন ক্ষতিকর উপাদান না থাকায় কোন সমস্যা হবে না।

জনসন বেবি লোশন বাচ্চাদের ত্বকের জন্য একদম উপযুক্ত। তবে বাচ্চাদের ত্বকে ব্যবহার করা ছাড়াও আপনি চাইলে আপনার বাচ্চার মুখেও ব্যবহার করতে পারবেন। এবং এর পাশাপাশি আপনার মুখে ব্যবহার করতে পারবেন। এই লোশনের সুগন্ধী টাও অনেক সসুময় তাই আমরা অনেকেই এই লোশন ব্যবহার করতে পছন্দ করি। এমনকি অনেক মেয়েরা শীতকালে এই লোশন ব্যবহার করে থাকে।

জনসন বেবি লোশন সম্পর্কে লেখকের মতামত

জনসন বেবি লোশন ব্যবহার করার আগে আমাদের এর উপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে রাখাটা জরুরী। কারণ আপনি যখন আপনার বাচ্চার জন্য কোন কিছু ব্যবহার করবেন তার আগে সেই পন্যের বিস্তারিত কিছু জরুরি তথ্যগুলো আমাদের ভালো মতো জানা প্রয়োজন। না জেনে না বুঝে যত্রতত্র পন্য বাচ্চাদের ব্যবহার করানো উচিত নয়।

আমরা ইতিমধ্যে জনসন বেবি লোশন এর ৮টি উপকারিতা সহ এ লোশন সম্পর্কে আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আপনার যদি এই লোশন নিয়ে কোন প্রশ্ন থাকে, তাহলে আমাদের মন্তব্য করে জানাতে পারেন। আমরা আপনার মন্তব্যের জন্য অধীর আগ্রহ নিয়ে থাকবো। এতক্ষণ ধরে কাটিং টু ব্লগের সাথে থেকে এই পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Comment