ঘুমের ঔষধের নাম কিন – সেরা ২০টি ঘুমের ঔষধের নাম 2024

আপনি কি ঘুমের ঔষধের নাম কি তা জানতে চান? আমরা অনেকেই বিভিন্ন কারণে এই ওষুধ সেবন করে থাকি। কিন্তু এই ওষুধ আমাদের শরীরে কি কাজ করে সেই সম্পর্কে অধিকাংশ মানুষই অবগত নন। তাই আমরা আজকের এই আর্টিকেলে এই ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্য আলোচনা করব। আপনি যদি ঘুমের ঔষধের নাম কি তা জেনে না থাকেন তাহলে আজকের ব্লগটি উপকার হতে চলেছে।

প্রিয় পাঠক, আপনারা যদি কিছুটা সময় অপচয় করে আজকের এই পোষ্টটি মনোযোগ সহকারে প্রথম থেকে একেবারে শেষ অবদি পড়েন, তাহলে আজকের পোষ্টের মাধ্যমে ঘুমের ঔষধের নাম কি, পাওয়ারফুল ঘুমের ঔষধের নাম তা জেনে নেওয়ার পাশাপাশি ঘুমের ঔষধের কিছু সুবিধা ও অসুবিধা জানতে পারবেন। তাই অবহেলা না করে সম্পূর্ণ পোস্টটি মনযোগ দিয়ে পড়ুন।

উপস্থাপনা – ঘুমের ঔষধের নাম কি

প্রথমত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যেকোন ধরনের ঘুমের ওষুধ সেবন করা উত্তম। তবে আমরা অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই সরাসরি ফার্মেসি থেকে সাধারনত কিছু ঘুমের ওষুধ কিনে সেবন করে থাকি। যেটা একেবারেই উচিত নয়।

কারণ, আমরা হয়তো জানি না যে প্রতিটা ওষুধেরই ক্ষতিকর প্রভাব বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। বিশেষ করে যত্রতত্র ঘুমের ওষুধ সেবনের ফলে আমাদের দেহে অনেক বেশি ক্ষতিকর প্রভাব দেখা দেয়। তাই এই বিষয়ে আমাদের সকলকেই সচেতন থাকতে হবে। আমাদের মধ্যে অনেকেই সেরা ও সবচেয়ে ভালো ঘুমের ওষুধের নাম গুগলের কাছে জানতে চায়।

তাই আপনাদের সুবিধার্থে ঘুমের ঔষধ সম্পর্কে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য সম্পর্কে বিস্তারিত সাজানোর চেষ্টা করেছি। তাই অবহেলা না করে পুরো পোস্টটি শেষ পর্যন্ত পড়তে থাকুন। তাহলে চলুন, আর বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচ্য বিষয় ঘুমের ঔষধের নাম কি তা জেনে নেওয়া যাক। প্রথমে আমরা ২০২৪ সালের সেরা ২০টি ঘুমের ঔষধের নাম জেনে নিব।

সেরা ২০টি ঘুমের ঔষধের নাম 2024

আমাদের বাংলাদেশের বিভিন্ন ধরনের ঘুমের ঔষধ ফার্মেসিগুলোতে পাওয়া যায়। সেগুলোর মধ্যে বাছাই করে সেরা ২০টি ভালো ঘুমের ঔষধ গুলোর নাম কি, দাম ও ছবি উপস্থাপনা করা হলো। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা পাওয়ারফুল কিছু ঘুমের ঔষধের নাম জানা থাকলেও সেগুলোর দাম জানেন না। এই পোস্টে একদম সাধারণ স্বল্পমাত্রার ভালো ঘুম হওয়ার কিছু ঔষধের নাম ও দাম কত এবং তার ছবি নিম্নে তুলে ধরা হলো।

আরো পড়ুন 👇

1. Laxyl-3mg: Laxyl-3mg মূলত স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এর ঘুমের ঔষধ। আপনি দেশের যে কোন ছোট বড় ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন। প্রতি পিস এর দাম হলো ৫ টাকা।

2. Nightus-3mg: Nightus-3mg মূলত বেস্কিমকো ফার্মাসিটিক্যালস এর ঘুমের ঔষধ। আপনি দেশের যে কোন ছোট বড় ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন। প্রতি পিস Nightus-3mg এর দাম হলো ৩ টাকা।

3. Siesta-3mg: Siesta-3mg মূলত ইনসেপটা ফার্মাসিটিক্যালস এর ঘুমের ঔষধ। আপনি দেশের যে কোন ছোট বড় ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন। প্রতি পিস Siesta-3mg এর দাম হলো ৪ টাকা।

4. Lexopil-3mg: Lexopil-3mg ঘুমের ঔষধটি মূলত হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এর ওষুধ। আপনি এটিও দেশের যে কোন ছোট বড় ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন। প্রতি পিস Lexopil-3mg এর খুচরা মুল্য বা দাম হলো ৫.০০ টাকা।

5. Norry-3 mg: Norry-3mg ঘুমের ঔষধটি মূলত রেনেটা বাংলাদেশ লিমিটেড কোম্পানির ওষুধ। আপনি দেশের যে কোন ছোট বড় ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন। প্রতি পিস Norry-3mg এর খুচরা মুল্য বা দাম হলো ৫.০০ টাকা।

6. Notens-3 mg: Notens-3mg ঘুমের ঔষধটি মূলত এরিস্ট্রোফার্মা লিমিটেড কোম্পানির একটি ঘুমের ঔষধ। আপনি দেশের যে কোন ছোট বড় ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন। প্রতি পিস Notens-3mg এর খুচরা মুল্য বা দাম হচ্ছে ৫.০০ টাকা।

7. Tenapam 3 mg: Tenapam-3mg ঘুমের ঔষধটি মূলত জেনারেল ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ঘুমের ঔষধ। আপনি দেশের যে কোন ছোট বড় ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন। প্রতি পিস Tenapam-3mg এর দাম হলো ৫.০০ টাকা।

8. Tenil 3 mg: Tenil-3mg ঘুমের ঔষধটি মূলত একমি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির একটি ঘুমের ঔষধ। আপনি দেশের যে কোন ছোট বড় ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন। প্রতি পিস Tenil-3mg এর খুচরা মুল্য বা দাম হলো ৭.০০ টাকা।

9. Zepam 3 mg: Zepam-3mg ঘুমের ঔষধটি মূলত এসিআই লিমিটেড কোম্পানির একটি ঘুমের ঔষধ। আপনি দেশের যে কোন ছোট বড় ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন। প্রতি পিস Zepam-3mg এর খুচরা মুল্য বা দাম হলো ৫.০০ টাকা।

10. Tynaxie 3 mg: Tynaxie-3mg ঘুমের ঔষধটি মূলত নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ঘুমের ঔষধ। আপনি দেশের যে কোন ছোট বড় ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন। প্রতি পিস Tynaxie-3mg এর খুচরা মুল্য বা দাম হলো ৫.০০ টাকা।

11. Rivotril 2 mg: Rivotril 2 Mg ঘুমের ঔষধটি মূলত Radiant Pharmaceuticals Ltd কোম্পানির একটি ঘুমের ঔষধ। আপনি দেশের যে কোন ছোট বড় ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন। প্রতি পিস Rivotril 2 Mg এর খুচরা মুল্য বা দাম হলো ১৪.০০ টাকা।

12. Noctin 5 mg: Noctin 5 mg ঘুমের ঔষধটি মূলত Ambee Pharmaceuticals Ltd কোম্পানির একটি ঘুমের ঔষধ। আপনি দেশের যে কোন ছোট বড় ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন। প্রতি পিস Noctin 5 mg এর খুচরা মুল্য বা দাম হলো ১.০০ টাকা।

13. Perkelin 5 mg: Perkelin 5 mg ঘুমের ঔষধটি মূলত Square Pharmaceuticals PLC কোম্পানির একটি ঘুমের ঔষধ। আপনি দেশের যে কোন ছোট বড় ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন। প্রতি পিস Perkelin 5mg এর খুচরা মুল্য বা দাম হলো ১.২৫ টাকা।

14. Relaxn 5 mg: Relaxn 5 Mg ঘুমের ঔষধটি মূলত Sonear Laboratories Ltd. কোম্পানির একটি ঘুমের ঔষধ। আপনি দেশের যে কোন ছোট বড় ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন। প্রতি পিস Relaxn 5 Mg এর খুচরা মুল্য বা দাম হলো ০.৬৮ টাকা।

15. Sedile 5 mg: Sedile 5mg ঘুমের ঔষধটি মূলত Square Pharmaceuticals PLC কোম্পানির একটি ঘুমের ঔষধ। আপনি দেশের যে কোন ছোট বড় ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন। প্রতি পিস Sedile 5mg এর খুচরা মুল্য বা দাম হলো ০.৬৯ টাকা।

16. Dormax 7.5 mg: Dormax 7.5mg ঘুমের ঔষধটি মূলত Aristopharma Ltd. কোম্পানির একটি ঘুমের ঔষধ। আপনি দেশের যে কোন ছোট বড় ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন। প্রতি পিস Dormax 7.5mg এর খুচরা মুল্য বা দাম হলো ১০.০০ টাকা।

17. Dormicum 7.5 mg: Dormicum 7.5mg ঘুমের ঔষধটি মূলত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি ঘুমের ঔষধ। আপনি দেশের যে কোন ছোট বড় ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন। প্রতি পিস Dormicum 7.5mg এর খুচরা মুল্য বা দাম হলো ২২.০০ টাকা।

18. Diazepam 5 mg: এটিও ঘুমের ঔষধ হিসেবে ব্যবহার করা হয় এটি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লি. কোম্পানির একটি ঔষধ। আপনি যেকোন ঔষধের দোকানগুলোতে এই ওষুধ সংগ্রহ করতে পারবেন। প্রতি পিস এর দাম মাত্র ১০ টাকা।

19. Easium 5 mg: Easium 5mg ঘুমের ঔষধটি মূলত Opsonin Pharma Ltd. কোম্পানির একটি ঘুমের ঔষধ। আপনি দেশের যে কোন ছোট বড় ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন। প্রতি পিস Easium 5mg এর খুচরা মুল্য বা দাম হলো ০.৬৯ টাকা।

20. Epiclon 0.5 mg: এটি মূলত ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এটি জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির ঔষধ। আপনি দেশের যে কোন ছোট বড় ঔষধের দোকানগুলোতে পেয়ে যাবেন। প্রতি পিস Epiclon 0.5mg এর খুচরা মুল্য বা দাম হলো ৮.০০ টাকা।

পাওয়ারফুল ঘুমের ঔষধের নাম

আমরা প্রায় সকলেই স্কয়ার কোম্পানির নাম শুনেছি। এটি একটি সুনামধন্য ওষুধ কোম্পানি। আর এই স্কয়ার কোম্পানির সবচেয়ে কার্যকরি বা উপকারি পাওয়ারফুল ঘুমের ঔষধের নাম হচ্ছে ডরমিকাম (Dormicum 7.5mg)। এছাড়াও ট্রিপটিন 25mg অথবা পেইস 50mg রয়েছে।

যদিও ঘুমের ঔষধ সেবন করাটা উচিত নয়। তবে যারা প্রতিনিয়ত অনিদ্রা রাত কাটান বা ঘুমের সমস্যায় ভোগেন তাদের খুব বেশি প্রয়োজন হলে একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধগুলো খেতে পারেন। ঘুম আমাদের মানবদেহের জন্য খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ অংশ।

যদি ভালোমতো ঘুম না হয় তাহলে অনেকের মেজাজ খিটখিটে হয়ে থাকে, মাথা অতিরিক্ত ঘোড়ানো, মাথা ব্যথাসহ অন্যান্য কোন কাজেই মন দেওয়া যায় না। এমনকি কোথাও যেয়ে শান্তি পাবেন না। আপনার যদি নিয়মিত ঘুম না হয় তাহলে, অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

ঘুমের ঔষধের নাম কি

তাই আপনি যদি ঘুমের ঔষধ সেবন করেন তাহলে এদিক থেকে আপনি নিশ্চিন্তে শান্তির ঘু্ম দিতে পারবেন। এর পাশাপাশি ঘুমের চাহিদাটাও পূরণ হয়ে যাবে। তবে ঘুমের ঔষধ খাওয়ার আগে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনার ঘুমে যদি ব্যঘাত ঘটে কিংবা অনিদ্রা রাত কাটাতে হয় তাহলে আপনি নিম্নের যেকোন একটি ঔষধ সেবন করতে পারেন যেমন-

  • Bromazep
  • Anxopam
  • Sedil
  • Laxyl
  • Lexotanil
  • Lexnil
  • Tryptin -10mg
  • Disopan 2
  • Diazepam
  • Tenapam
  • Tanin
  • Tarbo
  • Bopam

উপরের উল্লিখিত সকল ঘুমের ঔষধগুলো মাত্র ৫ টাকার মধ্যেই পাওয়া যায়। এগুলো ঔষধ আপনি বাজারের ছোট বড় যেকোন ওষুধের দোকানগুলোতে পেয়ে যাবেন। তবে মনে রাখবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধ সেবন করতে হবে। তা নাহলে আপনার শরীরে বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়ে আমার সর্বোচ্চ অনুরোধ রইলো।

ঘুমের ঔষধের কিছু সুবিধা ও অসুবিধা

বর্তমানে আমাদের বাংলাদেশে অন্যান্য কোম্পানির তুলনায় স্কয়ার কোম্পানির ওষুধগুলো অনেক বেশি জনপ্রিয়। তাই স্কয়ার কোম্পানি রোগীদের কথা চিন্তা করে নানান ধরনের অনেক ভালো এবং কার্যকরী ওষুধ তৈরি করেছে। স্কয়ার কোম্পানির ঘুমের ঔষধের সুবিধা হচ্ছে নিম্নরুপঃ
সুবিধাঃ
  • দ্রুত ঘুম আসতে সাহায্য করে
  • রাতের ঘুম নিয়ন্ত্রন থাকে
  • হঠাৎ ঘুম ভাঙার সমস্যা নিরাময় হয়ে যায়
  • সকালে ফ্রেশ ও স্বাবলম্বী বোধ করতে সহায়তা করে ইত্যাদি।
দীর্ঘদিন এগুলো ওষুধ ব্যবহারের ফলে আপনার খরচের মাত্রাকে বাড়িয়ে তোলে। আর এগুলোর সাধারণ ও জটিল পার্শ্বপ্রতিক্রিয়া তো আছেই। পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে হতে পারে যেমন-
অসুবিধাঃ
  • সময়ে অসময়ে তন্দ্রা
  • মাথা ঘোড়ানো
  • মাথা ব্যথা করা
  • দুর্বল অনুভব করা ইত্যাদি।
আর সবচেয়ে বিশেষ অসুবিধা হচ্ছেদীর্ঘদিন ঘুমের ঔষধ ব্যবহারের ফলে এটি অভ্যাসে পরিনত হয়ে যায়। যা পরবর্তীতে আসক্তি অথবা নেশার মতো হয়ে যায়। যার ফলে এটি আর ছেড়ে দেওয়ার কোনো উপায় খুজে পাওয়া যায় না। এবং শারীরিকভাবে আমাদের মারাত্বক ক্ষতি সাধন করে।
এছাড়াও ঘুমের ওষুধ সেবনে আমাদের শরীরে আরও নানান জটিলতা বা ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। তাই যেকোন ধরণের ঘুমের ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা। আশা করছি ঘুমের ঔষধের কিছু সুবিধা অ অসুবিধাগুলো জানতে পেরেছেন। এবার চলুন, খালি পেটে ঘুমের ওষুধ খেলে কি হয় তা জেনে নেই।

খালি পেটে ঘুমের ওষুধ খেলে কি হয়

যেকোনো ধরনের এলোপ্যাথিক বা ঘুমের ঔষধ বিশেষজ্ঞরা খালি পেটে না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। শুধুমাত্র গ্যাস্ট্রিকের ঔষধ খালি পেটে সেবন করা যেতে পারে। তবে এ বিষয়ে সর্বোত্তম একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নেওয়া।

ঘুমের ঔষধ সম্পর্কিত সাধারন জিজ্ঞাসা (FAQs)

সবথেকে ভালো ঘুমের ওষুধের নাম কি?

সবথেকে ভালো ঘুমের ওষুধ বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায় যেমন বেলসোমরা রেস্টোরিল, ডেভিগো, লুনেস্তা, কুভিভিক, অ্যাম্বিয়েন ইত্যাদি।

ঘুমের মেডিসিন খেলে কতক্ষণ ঘুম হয়?

চিকিৎসকরা বলেন, ঘুমের ঔষধ খেলে মূলত ৭-৮ ঘন্টা ঘুম হয়।

ঘুমের মেডিসিন কখন খেতে হয়?

ঘুমের মেডিসিন মূলত মিনিমাম ঘুমানোর আধা ঘন্টা আগে খেতে হয়।

কমন ঘুমের ওষুধের নাম কি?

কমন ঘুমের ওষুধের নাম হচ্ছে ডায়াজিপাম (Diazepam)।

ঘুমের ঔষধ সম্পর্কে লেখকের শেষ মতামত

স্লিপিং পিল আমাদের দেহের জন্য যতটা উপকারী ভাবছেন তার থেকে বেশি ক্ষতিকর। খুব বেশ প্রয়োজন না পড়লে ঘুমের ঔষধ যথাযম্ভব এড়িয়ে চলাই উচিত। তবে একান্ত প্রয়োজনের ক্ষেত্রে এটি ব্যবহার করতে হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

প্রিয় পাঠক, আমরা ইতিমধ্যে এই আর্টিকেলে ২০২৪ সালের সেরা ঘুমের ঔষধের নাম কি সেই সম্পর্কে আলোচনা করার পাশাপাশি পাওয়ারফুল ঘুমের ঔষধের নাম নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আপনারা হয়তো এতক্ষণে এই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। আর যদি এই সম্পর্কে কোন প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।

ঘুমের ঔষধ সম্পর্কে আজকের ব্লগটি উপকারি মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমরা আপনার মতামতের উত্তর দেওয়ার যথাযথভাবে চেষ্টা করবো। এতক্ষন ধরে কাটিং টু ব্লগের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আপনারা চাইলে সবথেকে ভালো ঘুমের ঔষধের নাম ও দাম সম্পর্কে আরও জানতে পারেন।

পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Comment