আপনি কি ইনটিমেট ১০ ট্যাবলেট এর কাজ কি ও এর উপকারিতা ও খাওয়ার নিয়মসহ আরও অন্যান্য তথ্যাদি জানতে চাচ্ছেন? বিগতদিনগুলির মতো আজকেও আমরা আপনাদের সামনে এমন একটি ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যার মাধ্যমে আপনার শারীরিক সমস্যাগুলো নিরাময় করতে পারবেন।
তো আপনি কি প্রতিনিয়ত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন? তাহলে আমাদের আজকের এই পোষ্টটি আপনার জন্য। ইনটিমেট ১০ ট্যাবলেট পুরুষদের জন্য বহুল ব্যবহৃত একটি ওষুধ। বর্তমানে অধিকাংশ মানুষ এই ওষুধ সম্পর্কে জানতে চেয়ে থাকেন।
মূলত তাদের সুবিধার কথা চিন্তা ভাবনা করেই আজকের পোষ্টে এই ট্যাবলেট সম্পর্কে যত অজানা যাবতীয় তথ্য আছে সকল ধরণের গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করার চেষ্টা করেছি। তাই আমার মনে হয় অবহেলা না করে মনোযোগ দিয়ে এই পোষ্টটি পড়ে জেনে নিন।
উপস্থাপনা – intimate 10 mg
বর্তমানে ইনটিমেট ১০ ট্যাবলেট একটি বহুল প্রচলিত ওষুধ। অধিকাংশ পুরুষেরা দৈনন্দিন জীবনে এই ওষুধ ব্যবহার করে থাকেন। তবে আজকের আলোচনা আলোচনা শুরু করার আগে আপনাকে প্রথমেই একটি বিষয়ে সচেতন থাকতে হবে। করব সেটা হচ্ছে ইনটিমেট ওষুধ কিংবা যেকোন ধরনের ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে।
ইনটিমেট ট্যাবলেট সম্পর্কে কমবেশি সকলেই পরিচিত। মূলত ইনটিমেট ওষুধটি সাধারনত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি কোম্পানি বাজারজাত করে থাকে। যার জেনেরিক নাম হচ্ছে টাডালাফিল. আপনারা অনেকেই এই ইনটিমেট ট্যাবলেট সম্পর্কে জানতে চেয়েছেন।
তাই আজকের এই আর্টিকেলের সাহায্যে আমরা এই ট্যাবলেট সম্পর্কে এমন কিছু তথ্য প্রদান করব যাতে আপনি উপকৃত হতে পারেন। তাহলে চলুন, আর বেশি কথা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে ইনটিমেট ২০ ট্যাবলেট এর কাজ কি সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিব।
ইনটিমেট ১০ ট্যাবলেট এর কাজ কি – intimate 10 এর কাজ কি
এটি একটি ফসফোডিস্টেরেজ (Phosphodiesterase) টাইপ ৫ (PDE5) ইনহিবিটার, যা পুরুষের শারিরিক উত্তেজনাজনিত ইরেক্টাইল ডিসফাংশন (Erectile dysfunction) এবং পুরুষের প্রস্টেট গ্রন্থির বৃদ্ধি জনিত সমস্যার (প্রোস্টেট হাইপারপ্লাজিয়া বা BPH) চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে।
📌আরো পড়ুন 👇
যদি একেবারে সহজ ভাষায় বলি তাহলে ইনটিমেট ১০ ওষুধ হচ্ছে পুরুষদের ইরেক্টাইল ডিসফাংশনের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। যা পুরুষদের প্রস্টেট গ্রন্থি উত্থান পেতে সাহায্য করার জন্য লিঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধি করে থাকে। এই ওষুধ সেবনে প্রস্টেট গ্রন্থির রক্তনালীগুলিকে শিথিল করতে সাহায্য করে।
আপনি যখন শারীরিকভাবে উত্তেজিত হয়ে পড়েন ঠিক তখন প্রস্টেট গ্রন্থির রক্ত প্রবাহিত হতে দেয়। আশা করছি আপনারা এই অংশ থেকে ইনটিমেট ১০ ট্যাবলেট এর কাজ কি তা জানতে পেরেছেন। এবার চলুন, intimate 20 mg কি কাজ করে তা জেনে নেই।
intimate 20 mg কি কাজ করে
আপনারা হয়তো উপরের অংশটুকু পড়ে ইনটিমেট ১০ মিগ্রা এর কাজ কি জেনে নেওয়ার পরে এখন নিশ্চয় intimate 20 mg কি কাজ করে সেই বিষয়ে জানতে আগ্রহী। সাধারনত এই ট্যাবলেট এর মুল কাজ হচ্ছে পুরুষদের হরমোন জনিত স্যামসার সমাধান করা এবং শারীরিক স্যামসার মধ্যে প্রোস্টেট গ্রন্থি উত্থান জনিত স্যামসার সমাধান করা।
এ ধরনের সমস্যার ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা এই ওষুধ সেবনের পরামর্শ দিয়ে থাকেন। মোটকথা যদি আপনার শারীরিক সম্পর্কের সময় অনেক কম হয়ে থাকে তাহলে এই ওষুধ সেবন করতে পারেন।
তবে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আশা করছি আপনারা এই অংশ intimate 20 mg কি কাজ করে জানতে পেরেছেন। এবার চলুন, ইনটিমেট ১০ ট্যাবলেট উপকারিতা জেনে নেই।
ইনটিমেট ১০ ট্যাবলেট উপকারিতা – intimate 10 mg এর উপকারিতা
আপনি যদি ইনটিমেট ১০ ট্যাবলেট উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে অবশ্যই পোষ্টের এই অংশটি মনোযোগ সহকারে পড়তে হবে। ইনটিমেট ১০ ট্যাবলেট এর উপকারিতা হচ্ছে যেসব পুরুষদের শরীরের শারীরিক সমস্যা রয়েছে তারা যদি বিশেষজ্ঞ ডাক্তারের দেওয়া পরামর্শ অনুযায়ী এই ওষুধ গ্রহন করেন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
এছাড়াও এই ওষুধ সেবনে যেগুলো উপকারিতা পাওয়া যায় তা হচ্ছে-
- ইরেক্টাইল ডিসফাংশন
- বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া
- ইরেক্টাইল ডিসফাংশন এবং
- বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া এর কাজে ইত্যাদি।
আবার যেসব পুরুষদের মধ্যেপ্রোস্টেট গ্রন্থি উত্থান জনিত সমস্যা আছে আবার প্রোস্টেট গ্রন্থের বিভিন্ন প্রকারের সমস্যা রয়েছে তারা চাইলে এই ট্যাবলেট টি নিয়ম মোতাবেক সেবন করত পারেন।
আপনারা অনেকেই আছেন যারা শারীরিক সমস্যাকে বিরল্ভাবে নেয় যেটা মোটেও ঠিক না। এ ধরনের সমস্যা এড়িয়ে চললে ব্রেনে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।এই ট্যাবলেট টি খেলে আপনার শারীরিক সম্পর্কের এর সময় বাড়বে এবং প্রোস্টেট গ্রন্থির উত্থান জনিত যে কোনো স্যামসার সমাধান পাবেন।
এই মেডিসিন টা শারীরিক সম্পর্কের সময় ৫ থেকে ১০ গুন বাড়িয়ে দিবে। আশা করছি আপনারা এই অংশ থেকে ইনটিমেট ১০ ট্যাবলেট উপকারিতা জানতে পেরেছেন। এবার চলুন, ইনটিমেট ১০ ট্যাবলেট খাওয়ার নিয়ম জেনে নেই।
ইনটিমেট ১০ ট্যাবলেট খাওয়ার নিয়ম – intimate 10 mg খাওয়ার নিয়ম
আপনি যদি ইনটিমেট ১০ ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে না থাকেন, তাহলে পোষ্টের এই অংশটি আপনি মনোযোগ সহকারে পড়ুন তাহলে আশা করি বিস্তারিত জেনে নিতে পারবেন। ইনটিমেট ১০ ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে মুলত খাবার খাওয়ার পড়ে ২০ থেকে ৩০ মিনিট পড়ে খেতে হয় তাহলে ভালো ফলাফল পাওয়া যায়।
কিংবা শারীরিক সম্পর্কের ৩০- ৬০ মিনিট আগে সেবন করতে হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী।আর এই ওষুধ সেবনে আপনাকে অবশ্যই পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া লাগবে। এভাবে সবচেয়ে ভাল হয় আপনি যদি একজন নিবন্ধিত চিকিৎসকের কাছে গিয়ে আপনার সমস্যাগুলো বিস্তারিত আলোচনা করে তাহলে চিকিৎসক আপনাকে সঠিক নিয়ম বা নির্দেশনা দিতে পারবেন।
আপনি যদি চিকিৎসা করে দেওয়া নিয়ম অনুযায়ী এই ঔষধ সেবন করে তারা অবশ্যই ভালো ফলাফল পাবেন। আর আরেকটি বিষয় হচ্ছে এই ওষুধ প্রতিমাসে চারটা থেকে পাঁচটার বেশি সেবন করার উচিত নয়। রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধ ঔষধ সেবন করুনদ
অথবা আপনি যদি নিয়ম অনুযায়ী এ ওষুধ সেবন না করেন তাহলে আপনার শরীরে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আশা করছি আপনারা এই অংশ থেকে ইনটিমেট ১০ ট্যাবলেট খাওয়ার নিয়ম কি তা জানতে পেরেছেন। তাহলে এবার চলুন, ইনটিমেট ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নেই।
ইনটিমেট ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া – intimate 10 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া
আমরা হয়তো সকলেই জানি যে প্রতিটা ওষুধেরই উপকারিতা থাকার পাশাপাশি সামান্য পরিমাণ হলেও পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে। intimate 10 mg অবশ্যই তার বিপরীত নয়। এই ওষুধটি অতিমাত্রায় কিংবা চিকিৎসকের নিয়ম অনুযায়ী সেবন না করলে নানান ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন-
- র্যাশ
- স্ট্রোক
- বুকে ব্যথা
- ধড়ফড়
- পেট ব্যথা
- ঝাপসা দৃষ্টি
- বমি বমি ভাব
- নিউরোপ্যাথি
- রেটিনাল শিরা অবরোধ
- নাক দিয়ে রক্ত পড়া
- কার্ডিওভাসকুলার
- ক্ষণস্থায়ী ইস্কেমিক আক্রমণ
- টাকাইকার্ডিয়া হতে পারে
- অস্থির এনজাইনা পেক্টোরিস ইত্যাদি।
উপরের উল্লেখিত পার্শ্ব প্রতিক্রিয়া গুলো সকলের ক্ষেত্রে না-ও দেখা দিতে পারে। তবে, আপনি যদি জটিল কিংবা গরু তোরও কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করেন তাহলে অবিলম্বে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। আশা করছি আপনারা এই অংশ থেকে ইনটিমেট ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া জানতে
পেরেছেন। এবার চলুন, ইনটিমেট ১০ ট্যাবলেট এর দাম কত তা জেনে নেই।
ইনটিমেট ১০ ট্যাবলেট এর দাম কত
ইনটিমেট ১০ ট্যাবলেট মূলত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (Square Pharmaceuticals plc) কোম্পানি বাজারজাত করেন। যার জেনেরিক নাম হচ্ছে টাডালাফিল (Tadalafil)। আমরা অনেকেই এই ইনটিমেট ১০ ওষুধের দাম জানি না চলুন তাহলে ইনটিমেট ১০ ট্যাবলেট এর দাম কত তা জেনে নেই।
সাধারনত ইনটিমেট ট্যাবলেট টি ৪ টি ভেরিয়েন্টে ফার্মেসিতে পাওয়া যায়। ইনটিমেট ৫ মিগ্রা প্রতি পিচ ট্যাবলেটের এর দাম হচ্ছে ১৮.০৫ টাকা, ইনটিমেট ১০ মিগ্রা প্রতি পিচ এর দাম ৩৫.১১ টাকা করে এবং ইনটিমেট ২০ মিগ্রা প্রতি পিচ এর দাম ৬০.১৮ টাকা এবং ইনটিমেট ২.৫ মিগ্রা প্রতি পিচ এর দাম ১০ টাকা করে। আপনাদের সুবিধার নিচে এই ওষুধের বিস্তারিত দাম তল্লে ধরা হলো।
- ইউনিট প্রাইজ: ৩৫ টাকা
স্ট্রাইপ প্রাইজ: ১৭৫ টাকা
এসব ওষুধের দাম একেবারে সঠিকভাবে বলাটা অনেক কঠিন হয়ে যায়। কেননা এগুলো মেডিসিনের দাম যেকোনো সময় কম-বেশি হয়ে থাকে। আর আমাদের বাংলাদেশে কোন দ্রব্য মূল্যের দাম উঠা-নামা করাটা নতুন কিছু নয়। তবে সবচেয়ে ভালো হয় আপনি এগুলো ওষুধ ক্রয় করার পূর্বে প্যাকেটে নির্ধারিত দাম এবং মেয়াদ বা তারিখ দেখে ক্রয় করবেন।
তবে এই ওষুধ আপনি যেকোনদ ফার্মেসির দোকান থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। কিন্তু এই ওষুধ শুধুমাত্র একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য এটি মনে রাখবেন। তো আশা করছি আপনারা এই অংশ থেকে ইনটিমেট ১০ ট্যাবলেট এর দাম কত তা জেনে নিতে পেরেছেন।
ইনটিমেট ১০ সম্পর্কে লেখকের মতামত
আমরা আজকে এই পোষ্টের মাধ্যমে আপনাদের ইনটিমেট ১০ ট্যাবলেট সম্পর্কে জানানোর বা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এখানে ইনটিমেট ১০ ট্যাবলেট খাওয়ার নিয়ম, ইনটিমেট ১০ এর কাজ কি, ইনটিমেট ১০ট্যাবলেট এর দাম কত সহ এর বিভিন্ন দিক আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করেছি।
আশা করছি আপনারা ইনটিমেট ১০ ট্যাবলেট সম্পর্কে জেনে উপকৃত হতে পেরেছেন। ইনটিমেট ১০ ট্যাবলেট সম্পর্কিত আজকের এই আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।
এতে তারাও এই ট্যাবলেট সম্পর্কে বিস্তারিতভাবে অজানা তথ্যগুলো জানতে পারবেন। বিভিন্ন রোগ সম্পর্কিত অন্যেন্য প্রয়োজনীয় ও জরুরি তথ্য পেতে কাটিং টু ব্লগ সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।