আপনি কি flugal 50 কিসের ঔষধ তা জানতে চাচ্ছেন? এই ফ্লুগাল ৫০ ক্যাপসুল ছত্রাকের আক্রমণ এর বৃদ্ধি বন্ধ করতে সহায়তা করে থাকে এবং মুখ, গলা, আঙ্গুলের নখ এবং পায়ের নখ সহ দেহের অন্যান্য অংশের সংক্রমণের ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করে থাকে।
flugal 50 কিসের ঔষধ, flugal 50 খাওয়ার নিয়ম ও দাম কি তা আপনি যদি আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে আজকের এই পোস্ট থেকে যাবতীয় তথ্যাদি জেনে নিতে পারবেন। এই ওষুধ ডাক্তাররা রোগীদের খেতে বলেন ও কিভাবে এই ট্যাবলেট খাওয়ার নির্দেশনা দিয়ে থাকেন এসব নানান ধরণের প্রশ্ন নিয়ে এই পোষ্ট সাজানো হয়েছে।
উপস্থাপনা – flugal 50 bangla
প্রতিটা মেডিসিনের আলাদা আলাদা পরিচিতি রয়েছে এবং সেই ওষুধের পরিচিতি সম্পর্কে বিস্তারিত তথ্যাদি যদি রোগীর ধারণা থাকে তাহলে সেই ঔষধ সেবনের আগ্রহ রোগীর মনে বেঁচে থাকে। আজকের পোষ্টের আমরা যে ক্যাপসুল নিয়ে আমরা আপনাদের আলোচনা করতে চলেছি সেই ক্যাপসুল সাধারনত স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির ওষুধ। যার জেনেটিক নাম হল ফ্লুকোনাজল (Fluconazole)।
এটি মূলত একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ যেটা মানব শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ক্যাপসুল শুধুমাত্র যে ৫০ মিলিগ্রামের বাজারে পাওয়া যায় বিষয়টা কিন্তু এমন নয় এর পাশাপাশি আপনি প্রায় ৩ থেকে ৪ ধরনের ক্যাপসুল এবং সিরাপও বাজারে পেয়ে যাবেন।
তো আপনি যদি আমাদের সাথে থাকেন, তাহলে ফ্লুগাল ৫০ ট্যাবলেট এর কাজ কি ও flugal 50 খাওয়ার নিয়ম জেনে নেওয়ার পাশাপাশি ফ্লুগাল কেন খায় , flugal 50 কিসের ঔষধ, flugal 50 পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক এবং Flugal 50 এর দাম কত সে বিষয়ও জানতে পারবেন।
সবার প্রথমে আমরা এই ক্যাপসুল কেন খায় সেই সম্পর্কে জানার চেষ্টা করব তারপরে আমরা এই ওষুধের সঠিক কার্যকারিতা জেনে নিব। সাধারণত এই ঔষধ আমাদের দেহে কিভাবে কার্যকরী ভূমিকা পালন করে সেই সম্পর্কে জানব। তাহলে চলুন কথা না বাড়িয়ে ফ্লুগাল কেন খায় সেই আলোচনার দিকে যাওয়া যাক।
ফ্লুগাল কেন খায়
ফ্লুগাল ক্যাপসুল খাওয়ার কারণ হচ্ছে মূলত যাদের শরীরে বিভিন্ন অংশে যেমন মুখ, গলা, আঙ্গুলের নখ এবং পায়ের নখ ইত্যাদি সহ ছত্রাকের আক্রমনের ফলে নানান রকম সমস্যা দেখা দেয় তারা সেই ছত্রাক থেকে মুক্তি পাওয়ার জন্য এই ক্যাপসুল সেবন করে থাকে। মূলত এসব কারণেই এই ফ্লুগাল সেবনে করে থাকেন। আর এইসব সমস্যার সমাধানের ক্ষেত্রেই বিশেষজ্ঞ ডাক্তাররা এই ওষুধ নির্দেশ দিয়ে থাকেন।
ফ্লুগাল ৫০ ট্যাবলেট এর কাজ কি
সাধারণত ফ্লুগাল ৫০ ট্যাবলেট হচ্ছে মূলত এক ধরণের এন্টিফাঙ্গাল ওষুধ যা কোষের ঝিল্লিকে ধ্বংস করে ছত্রাক বৃদ্ধিকে বাধা প্রদান বা একেবারে মেরে ফেলে যার ফলে আপনার দেহের ত্বকের সংক্রমণ চিকিৎসা মাধ্যমে হয়ে থাকে। সাধারণত এই ট্যাবলেটকে ছত্রাক সংক্রমণ রোগে ঔষধ বলা হয়।
📌আরো পড়ুন 👇
এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে ছত্রাক সংক্রমনের ঔষধ বলতে কী বোঝায়? তাহলে আমি এই উত্তরে বলব মানব দেহে ছত্রাকের ফলে যে ধরনের রোগ বালাই সৃষ্টি হয়ে থাকে সেগুলো রোগের বিরুদ্ধে এই ফ্লুগাল ৫০ ট্যাবলেট খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
আমাদের দেহের নানান ধরনের রোগের বিরুদ্ধে এটা আমাদের বিভিন্নভাবে ব্যবহার করতে হয়। এজন্য অবশ্যই এ বিষয়ে সতর্কতার সহিত একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধ গ্রহন করতে হবে। এটি একটি এন্টিফাঙ্গাল জাতীয় ঔষধ আছে যা ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে এবং মুখ্য গলা জনি এবং আঙ্গুলের নখের পায়ে বিভিন্ন নকশা দেখা দিলে সেই সংক্রমণের হাত থেকে রোগীকে মুক্ত করে।
আমাদের দেহে শুধু এইগুলি অংশে নয় বরং দেহের প্রতিটা অংশে যখন ছত্রাকের আক্রমণ দেখা দেয় ঠিক তখন এই ধরনের সিনড্রোম নিয়ে রোগী ডাক্তারের নিকট যায় তারপরে ডাক্তার তাকে অবশ্যই অন্যান্য ঔষধের সাথে এই ঔষধও খাওয়ার পরামর্শ দেবেন।
তো আপনার যদি এ ধরণের ছত্রাকজনিত কোন সমস্যা দেহে দেখা দেয় তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে তার দেওয়া পরামর্শ অনুযায়ী এই ঔষধ খাওয়ার চেষ্টা করবেন। অনথায় এ ধরনের সমস্যার ক্ষেত্রে নিজে ওষুধ সেবন করতে যাবেন না।
flugal 50 কিসের ঔষধ
এই Flugal 50 মিগ্রা ক্যাপসুল মূলত একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ। এটি আমাদের দেহে থাকা কোষ ঝিল্লিকে ধ্বংস করে অর্থাৎ ক্ষতিকর ছত্রাক কে একেবারে দমন করে ফেলে। এটা যদি গর্ভকালীন শোমোয়ে কেউ ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে।
এমনকি এই ওষুধ রোগীর নতুন আলী সংক্রমণ দূর করতে সক্ষম। Flugal 50 খাবারের আগে বা পরে নেওয়া যেতে পারে, তবে নির্দিষ্ট সময়ে গ্রহণ করা উত্তম। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি যদি কখনো হার্টফেলর হয় বা যকৃতির সমস্যা থেকে থাকে অথবা জন্ডিস হয়ে থাকে তাহলে এই ওষুধ গ্রহণ করার আগে আপনাকে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে।
flugal 150 কিসের ঔষধ
সাধারনত flugal 50 মিগ্রা ক্যাপসুল এর যেসব সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় ঠিক তেমনি flugal 150 মিগ্রা ক্যাপসুলও একই রোগ বা সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এতার ক্ষেত্রে আলাদা কোন ব্যবহার নেই। তবে এই ওষুধের মাত্রাটা হিসেবে ডাক্তার যখন ৫০ মিলিগ্রাম সেবন করতে বলবেন তখন আপনাকে ৫০ মিলিগ্রামই সেবন করতে হবে। আর যদি ডাক্তার আপনাকে ১৫০ মিলিগ্রাম ক্যাপসুল সেবন করতে বলেন তাহলে আপনাকে ১৫০ মিলিগ্রাম ক্যাপসুল সেবন করতে হবে।
flugal 50 খাওয়ার নিয়ম
একটি ওষুধের মাত্রা নিয়ে বলতে গেলে আগে জানাতে হবে যে আপনি ওষুধ কিভাবে সেবন করবেন এবং একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ওষুধ চিবিয়ে খাওয়া যায় না। এই ওষুধ আপনাকে পানির সাথে গিলে খেতে হবে। সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ ১৫০ মিলিগ্রাম সেবন করা যায়।
তবে আমরা ইতিমধ্যে বলেছি যে এটা আমাদের দেহে নানান রোগের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন ভাবে কাজ করে। কোন রোগের ক্ষেত্রে 50 মিলিগ্রাম করে দিনে ১ বার সেবন করা যেতে পারে তবে ৭ থেকে ১৪ দিন খেতে হয়। তবে রোগের উপর ভিত্তি করা এটা সর্বোচ্চ ২ সপ্তাহ থেকে ১ মাস পর্যন্ত ব্যবহার করা যেতে পারে।
বিশেষজ্ঞ ডাক্তাররা সর্বোচ্চ সর্তকতার ক্ষেত্রে ২০০ মিলিগ্রাম পর্যন্ত প্রতিদিন সেবন করতে বলে থাকেন। আর শিশুদের ক্ষেত্রে এই ওষুধ খুবই সতর্কতার সহিত অবলম্বন করতে হবে এবং ডাক্তারের পরামর্শ ব্যতিত ভুল করেও শিশুদের এই ঔষধ সেবন করানো যাবে না।
তবে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে এই ওষুধগুলো সর্বোপরি অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের সাথে ভালোভাবে সাক্ষাতে পরামর্শ করে তারপর তার দেওয়া নিয়ম অনুযায়ি গ্রহন করবেন। কেননা মনে রাখবেন এই ওষুধ অনিয়মিত সেবন করলে আপনার দেহে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যা আমাদের প্রত্যেকের শরীরের জন্য খুবই ক্ষতিকর একটি বিষয়।
flugal 50 এর পার্শ্ব প্রতিক্রিয়া
আপনারা হয়তোবা জানেন যে অতিরিক্ত পরিমাণে যেকোন ওষুধ সেবন করলে কিংবা নিয়ম না মেনে খেলে দেহে বিভিন্ন ধরণের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই আপনি যদি এই flugal 50 সঠিকভাবে বা নিয়ম অনুযায়ী গ্রহণ না করেন তাহলে আপনার দেহে সরল থেকে জটিল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
এই ওষুধের ব্যবহার জনিত সাধারন পার্শ প্রতিক্রিয়াগুলো হচ্ছে-
- বমিবমি ভাব,
- বমি হওয়া
- পেট ব্যথা করা
- ডায়রিয়া হওয়া
- মাথা ব্যথা করা
- ত্বকীয় রেশ ইত্যাদি।
তো আশা করছি আপনারা এই অংশ থেকে flugal 50 এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি জানতে পেরেছেন। এবার চলুন, flugal 50 এর দাম কত তা জেনে নেওয়া যাক।
flugal 50 এর দাম কত
আপনারা হয়তো অনেকেই flugal 50 এর দাম কত কত তা জানেন না। তো আপনি যদি এই ওষুধ এর সঠিক দামটা জেনে না থাকেন, তাহলে এই অংশটুকু মনোযোগ দিয়ে পড়ে এর দাম জেনে নিন।
ফ্লুগাল ৫০ স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (Square Pharmaceuticals plc) কোম্পানি বাজারজাত করে যার জেনেরিক নাম বা গ্রুপের নাম ফ্লুকোনাজল (Fluconazole)। এই ফ্লুগাল ক্যাপসুল মোট ৩ মাত্রার হয়ে থাকে। যেমন ৫০ মিলিগ্রাম, ১৫০ মিলিগ্রাম, এবং ২০০ মিলিগ্রাম ইত্যাদি।
কিন্তু ৫০ মিলিগ্রাম প্রতি পিচ ওষুধের দাম মাত্র ৮ টাকা। আর যদি পুরো বক্স নিতে চান তাহলে ২৪২ টাকা দাম পড়েবে। এছাড়াও Flugal 150 মিলিগ্রাম প্রতি পিচের দাম হচ্ছে ২২ টাকা এবং বক্স নিলে দাম পড়বে ৪৪২ টাকা মাত্র। এবং Flugal 200 মিগ্রা প্রতি পিচ ট্যাবলেটের মূল্য ২৫ টাকা। আমরা আশা করছি এই অংশ থেকে আপনি ফ্লুগাল ৫০ এর দাম কত তা জানতে পেরেছেন।
flugal 50 সম্পর্কিত জিজ্ঞাসা (FAQs)
Flugal কি এন্টিবায়োটিক?
Flugal 50 mg ক্যাপ্সুল হচ্ছে একটি ট্রায়াজোল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট।
Flugal 50 mg কোন কোম্পানির ওষুধ?
Flugal 50 mg স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি কোম্পানির ওষুধ।
ফ্লুগাল কি কাজ করে?
Flugal 150 mg বিভিন্ন ছত্রাকের সংক্রমণ নিরাময়ে ক্ষেত্রে ব্যবহৃত হয়। মোট কথা ফ্লুগাল ১৫০ এম জি ট্যাবলেট আমাদের দেহের সংক্রমণ নিরাময়েরকাজ করে থাকে।
ফ্লুগাল কতদিন কাজ করে?
এটি সম্পূর্ণ প্রভাবে ছাত্রাক দমন করতে 1 থেকে 2 সপ্তাহ লাগতে পারে।
ছত্রাকের ব্রণের জন্য ফ্লুকোনাজল কতদিন খেতে হয়?
ফ্লুকোনাজল মূলত একটি কেটোকোনাজোল টপিকাল ক্রিমের সাথে যুক্ত হয়। ছত্রাকের ব্রণের জন্য প্রায় 1 সপ্তাহের মত ব্যবহার করা যায়।
ফ্লুকোনাজল খেলে কি বেশি চুলকানি হয়?
ত্বকে ফুসকুড়ি বা চুলকানি হওয়াটা এই মেডসিনের একটি সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া ।
ফ্লুকোনাজল খেলে কি মুখ শুকিয়ে যায়?
হ্যাঁ, ফ্লুকোনাজল খেলে অনেক সময় মুখ শুকিয়ে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে।
flugal 50 সম্পর্কে লেখকের মতামত
তো পরিশেষে আমরা আশা করছি আপনারা flugal 50 কিসের ঔষধ তা জানতে পেরেছেন। এই ওষুধটি আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেহের নানান রোগ দূর করতে এই ওষুধ ব্যবহার করা হয়। আর আমরা আপনাদেরকে এই ওষুধের সঠিক তথ্য জানিয়ে দেওয়ায় সম্পূর্ণ চেষ্টা করেছি।
flugal 50 কিসের ঔষধ সম্পর্কে আজকের ব্লগ পোষ্টটি উপকারি মনে হলে আপনার পরিচিতদের মাঝে এটি শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনার এই ওষুধ নিয়ে কোন প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের মন্তব্য করুন। আমরা আপনার মন্তব্যের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব ধন্যবাদ।