সম্মানিত পাঠক আপনারা নিশ্চয় ডেকাসন ট্যাবলেট এর কাজ কি এ সম্পর্কে জানতেই আমাদের এই পোস্টটিতে এসেছেন। তবে এটা নিয়ে আপনাদের চিন্তার কোন কারণ নেই। কেননা আমাদের আজকের এই ব্লগ পোষ্ট এর মূল আলোচ্য বিষয় হচ্ছে ডেকাসন ট্যাবলেট সম্পর্কে।
ডেকাসন ট্যাবলেট এর কাজ কি সহ আপনারা যদি ডেকাসন ট্যাবলেট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আজকের এই পোস্ট একটু মনোযোগ সহকাড়ে পড়ে যাবতীয় তথ্যাদি জেনে নিন। এই ওষুধ মূলত ডাক্তাররা কেন বা কি কারণে খেতে বলেন ও কিভাবে খেতে নির্দেশনা দিয়ে থাকেন এসব প্রয়োজনীয় বিভিন্ন ধরণের প্রশ্ন নিয়ে এই পোষ্টটি সাজানো হয়েছে।
উপস্থাপনা – decason tablet
প্রতিটা ওষুধেরই একটি নিজের আলাদা পরিচিতি থাকে। আর আপনি যদি সেইওষুধের পরিচিতি সম্পর্কে জানতে পারেন তাহলে আপনার সেই ঔষধ গ্রহণের আগ্রহ মনে বেঁচে থাকবে। আজকের পোষ্টের আমরা যে ট্যাবলেট নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেই ওষুধটি অপসোনিন ফার্মা লিমিটেড (Opsonin Pharma Ltd). যার জেনেটিক নাম হল ডেক্সামিথাসন (Dexamethasone)।
আপনি যদি আমাদের এই পোষ্টের শেষ অবদি থাকেন, তাহলে ডেকাসন ট্যাবলেট এর কাজ কি ও ডেকাসন ট্যাবলেট খাওয়ার উপকারিতা জেনে নেওয়ার পাশাপাশি ডেকাসন ট্যাবলেট খেলে কি ক্ষতি হয় , ডেকাসন ট্যাবলেট খেলে কি হয়, ডেকাসন ট্যাবলেট খেলে কি মোটা হয় এবং ডেকাসন ট্যাবলেট এর দাম ইত্যাদিসহ এই ওষুধের আরও অন্যান্য প্রশ্ন ও উত্তর জানতে পারবেন।
আমরা সবার প্রথমে এই ডেকাসন ট্যাবলেট এর কাজ কি সেই সম্পর্কে জেনে নিব এরপর আমরা এই ওষুধের সঠিক কার্যকারিতা জেনে নিব। সাধারণত এই ঔষধ আমাদের দেহে কি কাজ করে তা জানব। তাহলে চলুন ডেকাসন ট্যাবলেট এর কাজ কি সেই আলোচনার দিকে যায়।
ডেকাসন ট্যাবলেট এর কাজ কি
ডেকাশন ট্যাবলেট এর কাজ হচ্ছে মূলত আমাদের দেহের চর্মরোগ, এলার্জি, হাঁপানি, যক্ষা, পরিপাক জনিত জনিত রোগ সহ বিভিন্ন ধরনের রোগের সমস্যা সমাধানের কাজ করে থাকে। এছাড়াও যেসব ব্যক্তিদের দেহে কিডনিজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই ওষুধ কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
📌আরো পড়ুন 👇
আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা প্রতিনিয়ত এলার্জির সমস্যায় ভুগছেন মূলত তাদের ক্ষেত্রেও এই ওষুধ বিশেষজ্ঞরা দিয়ে থাকেন। তাই আপনার যদি এলার্জির সমস্যা থেকে থাকে তাহলে একজন ভালো বা নিবন্ধিত ডাক্তারের সাথে আপনার রোগ নিয়ে আলোচনা করুন। তারপরে তিনি যদি এই ওষুধ সেবনের পরামর্শ দেন তখন তার দেওয়া নিয়ম অনুযায়ী খাবেন।
এই ওষুধ এলার্জি সমস্যা নিরাময় করতে অনেক ভালো কাজ করে থাকে। এর পাশাপাশি যাদের শ্বাসকষ্ট ও হাঁপানিজনিত সমস্যা রয়েছে তাদের এ ধরণের রোগ বা সমস্যা দূর করতেও সহায়তা করে থাকে। আবার এই ট্যাবলেট খেলে অনেকের আর্থ্রাইটিসজনিত সমস্যা সমাধান হয়ে যায়।
সাধারণত ক্ষেত্রে যাদের আর্থ্রাইটিসজনিত রোগ দেখা দেয়। তারা নিয়ম অনুযায়ী এই ওষুধ সেবন করলে অনেক ভালো ফলাফল পাওয়া যায়। তো আশা করছি ডেকাসন ট্যাবলেট এর কাজ কি জানতে পেরেছেন। এই ওষুধ রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য।
ডেকাসন ট্যাবলেট খেলে কি মোটা হয়
আপনারা অনেকেই জানতে চান যে ডেকাসন ট্যাবলেট খেলে কি ওজন বাড়ে বা মোটা হওয়া যায়? এই প্রশ্নের উত্তর হচ্ছে না, এই ট্যাবলেট মোটা হওয়ার জন্য বানানো হয়নি তাই বলা যায় ডেকাশন ট্যাবলেট খেলে মোটা হয় না। চলুন এ বিষয়ে আরেকটু বিস্তারিত জেনে ক্লিয়ার ধারণা জেনে নেই।
সাধারনত এই ওষুধটি ওজন বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় না। আর আমরা ইতিমধ্যে উপরের উল্লেখ করেছি যে এই এই ট্যাবলেট মুলত এলার্জির সমস্যার ক্ষেত্রে সহ আরও নানান ধরণের রোগে ব্যবহার করা হয। যেহেতু এই ওষুধ ওজন বাড়ানোর ওষুধ নয়, সেক্ষেত্রে ডেকাসন সেবনে আপনার ওজন বৃদ্ধি পাবে না।
তবে এছাড়া আমাদের মাঝে কয়েকজন ব্যক্তিরা মনে করেন যে ডেকাসন ট্যাবলেট সেবন করলে নাকি মোটা হওয়া যায়, তাদের এই ধারণাটি সম্পূর্ণ ভুল। এই ট্যাবলেট খেলে মোটা হওয়া যায়, তারা যদি এইটা ভেবে সেবন করে থাকে তাহলে তার অজান্তেই দেহের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কারণ আপনি জানেন যে এই ওষুধ মোটা হতে সাহায্য করে না। তবুও কেন মোটা হওয়ার জন্য সেবন করবেন আমাকে বলেন। এই ট্যাবলেট ডাক্তাররা বিভিন্ন রোগ নিরাময়ে প্রেসক্রিপশন করে থাকে। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট এর সমস্যা রয়েছে, এলার্জিজনির রোগ, পরিপাকতন্ত্রে সমস্যা আছে ইত্যাদি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাই সর্বশেষে আবারো বলছি ডেকাসন ট্যাবলেট খেলে মোটা হতে পারবেন না।
আপনার আশেপাশের কেউ যদি মানে অভিজ্ঞ ডাক্তার ব্যতিত কেউ মোটা হওয়ার জন্য সেবন করার কথা বললে ভুল করেও খেতে যাবেন না। তাদের এসব অযথা কথায় বিশ্বাস না করাটাই উত্তন। তারা মূলত ওষুধ বিক্রির জন্য আপনাকে কেনার লোভ দেখাবে। আমরা এই বিষয়ে বিশেষজ্ঞদের কাছে জেনেই আপনাকে জানানোর চেষ্টা করেছি। এরপরেও আপনার সরাসরি ডাক্তারের কাছে এই বিষয়ে জেনে নেওয়া জরুরি।
তাই এক্ষেত্রে আপনাকে পরিশেষে বলব আপনি যদি একান্তই মোটা বা নিজের দেহের ওজন বাড়াতে চান, তাহলে আপনাকে প্রথমে একজন নিম্বন্ধিত ডাক্তারের কাছে গিয়ে এ বিষয়ে আলোচনা করুন। তিনি যেভাবে মোটা হওয়ার কথা বলে দিবে বা ওষুধ প্রেসক্রাইব করে দিবে। সেই অনুযায়ী আপনাকে খেতে হবে।
ডেকাসন ট্যাবলেট খাওয়ার উপকারিতা
আমরা হয়তো অনেকেই ডেকাসন নামক এই ঔষধটা সেবন করে থাকি। তো আপনি কি জানেন ডেকাসন ট্যাবলেট খাওয়ার বেশ কয়েকটি উপকারিতা রয়েছে। তবে এর উপকারিতার পাশাপাশি ক্ষতিকর দিক আছে সেটা আপনারা এই পোষ্টের শেষের দিকে জেনে নিতে পারবেন। আগে চলুন ডেকাসন ট্যাবলেট খাওয়ার উপকারিতাগুলো জেনে নেওয়া যাক।
প্রথমত ডেকাসন ট্যাবলেট সেবনে দেহের চর্ম রোগের জন্য খুবই কার্যকারী ভূমিকা পালন করে থাকে। তবে এছাড়াও এই ওষুধ সেবন করলে দেহের হাঁপানি, শ্বাসকষ্ট, এলার্জি, হাঁপানি ইত্যাদি রোগের জন্যেও খুবই উপকারি ভূমিকা পালন করে থাকে।
তবে কারও যদি চর্মরোগজনিত সমস্যা থেকে না থাকে তবুও এই ওষুধটি কেউ সেবন করে তাহলে খাবারের রুচি আগের তুলনায় বাড়াবে এবং বেশি বেশি ক্ষুধা লাগবে। আবার এ ওষুধ সেবনে অনেকের ওজন বাড়ে। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা এ ওষুধটি শুধুমাত্র মোটা হওয়ার জন্য সেবন করতে চায়।
আসলে তাদের এই ভাবনাটি একেবারেই ভুল। কেননা এই ওষুধ মূলত যাদের চর্মরোগ রয়েছে বা এলার্জির সমস্যা রয়েছে কিংবা যাদের শ্বাসকষ্ট ও হাঁপানির মতো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি সেবনযোগ্য। আপনি যদি শুধুমাত্র মোটা হওয়ার জন্য এই ওষুধ সেবন করেন বা সেবন করার চিন্তা করে থাকেন তাহলে একেবারেই ভুল কাজ করবেন।
কেননা একটি ওষুধ খেলে মোটা হওয়া যায় এইটা শুনে যে সেই ওষুধ খাওয়া শুরু করবেন বিষয়টা কিন্তু মোটেও এমন না। আপনাকে সেই ওষুধের উপকারিতা দেখার পাশাপাশি সাইড ইফেক্ট এর দিকেও নজর দিতে হবে। এই ওষুধ সেবনে অনেক সময় অনেকের লিভার বা কিডনি জনির সমস্যা থাকলে নানান সমস্যা এবং ক্ষতির দিকে নিয়ে যাবে।
আমরা চিকিৎসকের পরামর্শ না নিয়েই নিজে থেকে ডাক্তার গীরি করে ফার্মেসী থেকে ওষুধ ক্রয় করে নিয়ে এসে সেবন করে থাকি। যেটা একদমই উচিত নয়। আপনারা এগুলো কখনোই করবেন না। মনে রাখবেন এই ওষুধ রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য/।
ডেকাসন ট্যাবলেট খাওয়ার নিয়ম
এই ট্যাবলেট সেবনের একটি সঠিক বিধি রয়েছে। আপনি যদি এই ওষুধ সেবনের মাত্রা মোতাবেক সেবন করেন তাহলে ভালো উপকার পাওয়া যাবে। তাছাড়াও সঠিক নিয়ম অনুযায়ী না সেবন করলে আপনার দেহে নানান ধরনের সমস্যা দেখা দিবে। তাই ডাক্তারের পরামর্শ মোতাবেক ট্যাবলেটটি গ্রহণ করুন।
কারণ একজন চিকিৎসক রোগের ধরন দেখেই ওষুধ প্রেসক্রিপশন করে থাকে এবং এর পাশাপাশি কিভাবে সেবন করতে হবে সেটাও পাশে উল্লেখ করে দেন। তবে আমার এখানে যেই নিয়মটা উল্লেখ করব সেটা ডাক্তাররা প্রায় রোগীদের এই নিয়মগুলো বলে দিয়ে থাকেন।
মূলত যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে প্রতিদিন ১ মি.গ্রা. থেকে ১০ মি.গ্রা পর্যন্ত খেতে পারেব। আবার রোগীর প্রয়োজন মোতাবেক দিনে ১/২টি সেবন করতে পারবে। আর বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটটি অর্ধেক করে সেবন করানো যাবে। তবে এই ওষুধ রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য।
এই ট্যাবলেটটি কিছু না খেয়ে মানে খালি পেটে সেবন করবেন না। আবার খাবার খাওয়ার পর পরই সেবন করতে যাবেন না। খাবার খাওয়ার পরে মিনিমাম ২০ মিনিট পর সেবন করবেন। তবে আপনার সমস্যাটি ডাক্তারকে দেখিয়ে সেই অনুযায়ী ওষুধ সেবন করাটা উত্তম।
কারণ তিনি রোগের ধরন ও অবস্থা বুঝে ওষুধ দেবেন। আর আপনি যদি সে অনুযায়ী এই ওষুধ সেবন করেন তাহলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন। তো আশা করছি আপনারা এই অংশ থেকে ডেকাসন ট্যাবলেট খাওয়ার নিয়ম জানতে পেরেছেন। এবার চলুন, ডেকাসন ট্যাবলেট খেলে কি ক্ষতি হয় তা জেনে নেই।
ডেকাসন ট্যাবলেট খেলে কি ক্ষতি হয়
এই ডেকাসন ট্যাবলেট আপনারা হয়তো অনেকেই সেবন করেন। কিন্তু এই ওষুধটি সেবন করলে আমাদের দেহে আসলে কি কি ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে তা আপনারা অনেকেই জানেন না। আমরা ইতিমধ্যে ডেকাসন ট্যাবলেট এর উপকারিতাগুলো নিয়ে আলোচনা করেছি। এবার চলুন, ডেকাসন ট্যাবলেটের খেলে কি ক্ষতি হতে পারে বিস্তারিত জেনে নেই।
সাধারনভাবে বলতে গেলে ডেকাসন ট্যাবলেট খাওয়াটাই দেহের জণ্য ক্ষতিকারক। এই ওষুধ সেবনে দেহে নানান ধরণের ক্ষতি নিয়ে আসে। অধিকাংশ মানুষই এই ওষুধ খায় মুখের রুচি বাড়ানোর জন্য। তো আপনি যদি তাদের দলের একজন হয়ে থাকেন তাহলে এই আশা আজকে থেকেই বাদ দিয়ে দিন।
কেননা এই ওষুধ সেবনে আপনারা তো মোটাতাজা হতে পারবেননি না বরং দেহে বিভিন্ন ধরণের ক্ষতিকর প্রভাব দেখা দিবে। এই ওষুধটি সেবনে যেগুলো ক্ষতি হতে পারে তা নিম্নরূপঃ
- ফুসফুস নষ্ট করবে,
- পেট ফুলে যাওয়া,
- কিডনিতে পাথর জমাবে,
- ত্বকের লালচে দাগ,
- অতিরিক্ত ঘাম ও ব্রন,
- মাথা মস্তিষ্কে আঘাত করবে ইত্যাদি।
ডেকাসন ট্যাবলেট এর দাম কত
এই ডেকাসন ট্যাবলেটটি অপসোনিন ফার্মা লিমিটেড (Opsonin Pharma Ltd) কোম্পানিটি প্রস্তুত করেছে যার জেনেটিক নাম হল ডেক্সামিথাসন (Dexamethasone)। ডেকাসন ট্যাবলেট কেনার আগে অবশ্যই এর সঠিক দামটা জেনে রাখতে হবে। এজন্য আমরা পোষ্টেরেই পাঠে এর সঠিক দাম সম্পর্কে আলোচনা করব।
আপনারা বাজারে বিভিন্ন ফার্মেসিতে অথবা সুপারশপে এই ওষুধ পেয়ে যাবেন। ডেকাসন ট্যাবলেট প্রতি পিচ এর মূল্য হচ্ছে মাত্র ১ টাকা। আর এক পাতা কিনতে গেলে মোটামুটি ৩৫ থেকে ৪০ টাকা লাগতে পারে। তবে অনেক সময় জায়গা ভেদে এসব ওষুধের দাম ভিন্ন বা কম-বেশি হয়ে থাকে। যেমন কিছ কিছু জায়গায় ডিসকাউন্টে পাওয়া যায়। তাই বিভিন্ন ফার্মেসিতে পরিবর্তন দেখা যায়।
তবে যেই দাম দিয়েই কিনুন না কেন আপনাকে অবশ্যই ওষুধের প্যাকেটের গায়ে থাকা দাম দেখে ক্রয় করবেন। আর আরেকটি বিষয় দেখবেন সেটা হচ্ছে ওষুধটি আসল কিনা। আমরা আশা করছি এই অংশ থেকে আপনি ডেকাসন ট্যাবলেট এর দাম কত তা জানতে পেরেছেন।
ডেকাসন ট্যাবলেট সম্পর্কে লেখকের মতামত
তো পরিশেষে আমরা আশা করছি আপনারা ডেকাসন ট্যাবলেট এর কাজ কি তা জানতে পেরেছেন। এই ওষুধটি আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে নানান ধরণের চর্মরোগ রোগ নিরাময় করতে এই ওষুধ ব্যবহার করা হয়। আর আপনাদেরকে আমরা এর সঠিক ব্যবহার তথ্য জানিয়ে দিয়েছি।