আপনি কি filmet 400 কিসের ওষুধ তা জানতে চান? আমরা অনেকেই বিভিন্ন কারণে এই ওষুধ সেবন করে থাকি। কিন্তু এই ওষুধ আমাদের শরীরে কি কাজ করে সেই সম্পর্কে অধিকাংশ মানুষই অবগত নন। তাই আমরা আজকের এই আর্টিকেলে এই ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্য আলোচনা করব। তো আপনি যদি filmet 400 কিসের ওষুধ তা জেনে না থাকেন তাহলে আজকের ব্লগটি উপকার হতে চলেছে।
প্রিয় পাঠক, আপনারা যদি কিছুটা সময় অপচয় করে আজকের এই পোষ্টটি মনোযোগ সহকারে প্রথম থেকে একেবারে শেষ অবদি পড়েন, তাহলে আজকের পোষ্টের মাধ্যমে filmet 400 এর কাজ কি ও filmet 400 কিসের ওষুধ তা জেনে নেওয়ার পাশাপাশি filmet 400 খাওয়ার নিয়ম এবং filmet 400 এর দাম কত তা জেনে নিতে পারবেন। তাই অবহেলা না করে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
উপস্থাপনা – filmet 400
filmet 400 ট্যাবলেট মূলত এক প্রকারের সম্পূরক ওষুধ যা খেলে দাঁতে ইনফেকশন হয় কিংবা দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা দূর করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যারা প্রতিনিয়ত দাঁতের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ওষুধের সন্ধান করছেন তারা চাইলে এই filmet 400 ট্যাবলেট সঠিক নিয়ম মোতাবেক সেবন করতে পারেন। কেননা এই ওষুধ এ ধরণের সমস্যার ক্ষেত্রে খুবই উপকারি ভূমিকা রাখে।
আপনারা অনেকেই হয়তো এই মেডিসিন সম্পর্কে ভালোমতো জানেন না। এজন্য আপনাদের সুবিধার কথা ভেবে আমি আজকের আর্টিকেলে এই দাতের উপকারী ট্যাবলেট সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে সাজানোর করার চেষ্টা করেছি। তাহলে চলুন, আর বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচ্য বিষয়গুলো জেনে নেওয়া যাক। প্রথমে আমরা filmet 400 এর কাজ কি সেই সম্পর্কে জানবো।
filmet 400 এর কাজ কি
ডাক্তারগণ আমাদেরকে হোক সেটি পেটের বা দাঁতের সমস্যা অনেক ক্ষেত্রেই এই filmet 400 সেবন করার জন্য পরামর্শ দিয়ে থাকেন বা প্রেসক্রাইব করে থাকেন। কিন্তু আমরা হয়তো এর কাজ কি বা কিসের কাজ তা জানি না। ডাক্তার সাহেব আমাদের কেনই বা এই মেডিসিনটি সেবন করার পরামর্শ দিয়েছেন?
আরো পড়ুন 👇
এই প্রশ্নটি আমাদের মনে জাগাটা খুবই নরমাল বিষয়। এই ওষুধটি মূলত আমাদের দেহের বেশ কয়েকটি রোগ কিংবা সমস্যা সমাধানের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। Filmet 400 এর কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমন এটি আমাদের দেহের বিভিন্ন সমস্যা নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমনঃ
- ব্যকটেরেমিয়া,
- পেরিট্রোনাইটিস,
- পেলভিক অ্যাবসেস
- প্রোটোজোয়া চিকিৎসা
- সেফটিসেমিয়া ইত্যাদি।
এখানে সেফটিসেমিয়া হচ্ছে এনারবিক জীবাণু দ্বারা সংক্রমিত একটি সমস্যা। এটি এ্যামেবিয়াসিস রোগের লক্ষণ বিহীন বহনকারী হিসেবে ব্যবহার হয়ে থাকে। জিনজিভাইটিস ও জিয়ারডিয়াসিস প্রবল আলসারটিভ, এক্ষেত্রেও এই ওষুধ অনেক ভালো কাজ করে থাকে। আশা করছি আপনারা এই অংশটুকু পড়ে filmet 400 এর কাজ কি তা হয়তো এতক্ষণে জেনে নিতে পেরেছেন। এরপর চলুন filmet 400 কিসের ওষুধ বা কিসের কাজ করে তা বিস্তারিত ভাবে জেনে নেই।
filmet 400 কিসের ওষুধ – ফিলমেট কিসের কাজ করে
ফিলমেট ৪০০ ওষুধটি mUlot মেট্রোনিডাজল (Metronidazole) গ্রুপের অন্তর্ভুক্ত। এই ওষুধের বেশ কয়েক ধরণের কার্যকারিতা রয়েছে। যা সঠিক নিয়মে গ্রহণ করার ফলে যেকোনো রোগ খুব দ্রুত দূর হয়ে যায়। এই Filmet 400 কিসের ঔষধ বা ফিলমেট কিসের কাজ করে তা অনেকের জানার আগ্রহ প্রকাশ করে থাকেন। এই ওষুধ আমাদের শরীরের বিভিন্ন উপকারের আসে যেমনঃ
- কাটা স্থান দ্রুত শুকায়
- ব্যাকটেরিয়ারোধ করে
- দাঁতের ইনফেকশন বোধ করে
- দাঁত দিয়ে রক্ত পড়া বন্ধ করে
- আলসারেটিভ কোলাইটিস
- পাতলা পায়খানা বা ডায়রিয়া নিরাময় করে
- পুরুষের গনোরিয়া রোগ নিরাময় করে
- ইউরিন এর সমস্যা নিরাময় করে ইত্যাদি।
তবে এই ওষুধটি এনারুবিক জীবাণুজনিত দাঁতের তীব্র সংক্রমণ রোধে খুবই কার্যকরী। যাদের এন্টিবায়োটিক ব্যবহারজনিত নানান ধরণের সমস্যা রয়েছে তাদের জন্য এই ওষুধটি ওনেক ব্যবহার করা হয়। এবং অস্ত্র পাচারের পরবর্তী সংক্রমণ দূর করতে এই ওষুধটি ব্যবহার করা হয়।
এমন কি তীব্র আলসারভিক জিঞ্জিভাইটিস নিরাময়ে এবং পায়ের ঘা এবং প্রেসার কমাতে এই ওষুধ ব্যবহার করা হয়। আশা করি filmet 400 কিসের ওষুধ – ফিলমেট কিসের কাজ করে তা জানতে পেরেছেন। এবার চলুন filmet 400 কেন খায় বা আপনি এই ওষুধ কেন খাবেন সেটা জেনে নেওয়া যাক।
filmet 400 কেন খায়
এই ওষুধ আপনি কেন খাবেন সেটা জেনে নেওয়াটা অত্যান্ত জরুরি। সাধারনত এই ওষুধটি নানান ধরণের রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যাদের পেটের সমস্যা রয়েছে এবং যাদের দাঁতের সমস্যা পর্যন্ত রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারগণ এই ওষুধটি সেবন করার পরামর্শ দিয়ে থাকেন।
দাঁতের তীব্র সংক্রমণ নিরাময়ে এই ওষুধটি অনেক বেশি কার্যকরী। তবে এছাড়াও অস্ত্র পাচারের পরবর্তী সময়ে এটি চিকিৎসার ক্ষেত্রে প্রদান করে থাকে। আশা করছি filmet 400 কেন খায় বা আপনি কেন খাবেন তা এতক্ষণে জানতে পেরেছেন। এবার চলুন filmet 400 খাওয়ার নিয়ম কানুন জেনে নেওয়া যাক।
filmet 400 খাওয়ার নিয়ম
filmet 400 খাওয়ার অবশ্যই সঠিক নিয়ম রয়েছে। আপনি যদি এই ওষুধ গ্রহনে সঠিক কার্যকারিতা পেতে চান, তাহলে অবশ্যই সঠিক নিয়ম মোতাবেক সেবন করতে হবে। তাহলে চলুন, কথা না বাড়িয়ে filmet 400 খাওয়ার নিয়ম জেনে নেওয়া যাক। প্রথমত আপনি যেই মেডিসিনই গ্রহণ করুন না কেন, এর আগে একজন রেজিস্টার ডাক্তার বা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করুন।
তবে এখানে আমরা প্রচলিত সাধারন সেবন মাত্রা অনুযায়ী একজন ব্যক্তি গ্রহণ করার নিয়ম উল্লেখ করেছি। আপনার দেহে অবস্থা বা কন্ডিশন মোতাবেক ওষুধ এর প্রতিক্রিয়া আলাদা দেখা দিতে পারে। তাই Filmet 400 একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন।
filmet 400 এর পার্শ্ব প্রতিক্রিয়া
প্রতিটি ওষুধের উপকারিতা থাকার পাশাপাশি সামান্য পরিমাণ হলেও ক্ষতিকর প্রভাব বিদ্যমান থাকে। তবে এ পর্যায়ে আমরা আপনাদের জানাবো ফিলমেট ৪০০ মিগ্রা এর সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াগুলো নিচে উল্লেখ করা হলোঃ
- বমি বমি ভাব,
- বমি হওয়া
- ডায়রিয়া,
- তন্দ্রাচ্ছন্নতা,
- পেটে ব্যথা,
- মাথাব্যথা,
- রেশ দেখা যেতে পারে।
- অনেক সময় ত্বকের চুলকানি হতে পারে
- চিকিৎসা চলাকালীন সময় ধাতব স্বাদ দেখা দেওয়া ইত্যাদি।
এই ওষুধ যেহেতু একটি এন্টিবায়োটিক টাইপের তাই গ্রহনের ফলে উপরক্ত ক্ষতিকর প্রভাবগুলি দেখা দিতে পারে কেননা সাধারনভাবে যেকোন এন্টিবায়োটিক খাওয়ার জন্য এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তাই আমাদের সকলেরই উচিত যেকোনও মেডিসিন গ্রহনের আগে ডাক্তারের নিকট পরামর্শ নেয়া। আশা করছি filmet 400 এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জানতে পেরেছেন। এবার চলুন filmet 400 এর দাম কত জেনে নেই।
filmet 400 এর দাম কত
filmet 400 ওষুধটি আমাদের দেহের একটি কার্যকরী স্বাস্থ্যকর ঔষধ হিসেবে পরিচিত। এটি মেট্রোনিডাজল (Metronidazole) সংমিশ্রণ সমৃদ্ধির জন্য প্রযোজ্য। এবং এই ওষুধটি মূলত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Beximco Pharmaceuticals Limited) কোম্পানি বাজারজাত করে থাকে।
সাধারনত এগুলো ওষুধের দাম খুব বেশি হয় না। আপনি ফার্মেসির দোকান থেকে মাত্র ১ টাকায় ক্রয় করে নিতে পারবেন। তবে এই ওষুধের সঠিক দাম হচ্ছে মাত্র ১ টাকা ৭০ পয়সা। প্রায় বলতএ গেলে ২ টাকার কাছাকাছি। তবে আপনি যদি পুরো একটি প্যাকেট ইতে চান তাহলে পুরো প্যাকেটের দাম ৪৫০ টাকা।
filmet 400 কি এন্টিবায়োটিক
আপনারা অনেকেই প্রায় প্রতিনিয়ত একটা প্রশ্ন করে থাকেন যে filmet 400 কি এন্টিবায়োটিক ওষুধ? এর উত্তর হচ্ছে হ্যাঁ , এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। তাই এ ঔষুধ গ্রহণ সেবন করার আগে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। অ্যান্টিবায়োটিক ঔষধ এর বিভিন্ন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাই ডাক্তারের পরামর্শ ব্যতিত কোন ভাবে এই ঔষধ গ্রহণ করা কখনোই উচিত নয় ।
ফিলমেট 400 মিলি গ্রাম হলো সাধারণত অ্যান্টিব্যাকটেরিয়াল ঔষধের ইমিডাজল শ্রেণী গুলোর সদস্য এবং এটি হলো মূলত একটি অ্যান্টিপ্রোটোজোয়াল (Antiprotozoal) এজেন্ট হিসাবে থেরাপিউটিক (therapeutic) ভাবে শ্রেণীবদ্ধ করে থাকে। এই ওষুধ মূলত ৫ নাইট্রো গ্রুপ এর বিপাকীয় ভাবে কমে যেতে থাকে ৷
filmet 400 সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (FAQs)
filmet 400 কত দিন খেতে হয়?
কোন কোন ডাক্তারগণ ফিলমেট ৪০০ ওষুধ দিনে তিন বেলাই সেবন করতে বলেন এভাবে ৭ দিন খাওয়ার পরে সেবনের পরামর্শ দেন। তবে আমার উপদেশ থাকবে এই ওষুধ অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহন করা উচিত।
filmet 400 কি গর্ভাবস্থায় নিরাপদ?
গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ফিলমেট ওষুধটি এখন পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণা প্রকাশ পায়নি। যেহেতু এটি পশুর প্রজনন অধ্যয়ন প্রতিক্রিয়ার ভবিষ্যদ্বাণী করে না, তাই এটি গর্ভাবস্থায় তখনই ব্যবহার করা উচিত যখন শুধুমাত্র স্পষ্টভাবে প্রয়োজন পড়বে।
Filmet ঔষধ কি কাজ করে?
Filmet ঔষধ ভাইরাল এবং পরজীবী সংক্রমণ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়। এটি মূলত ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন আমাদের দেহের সর্দি, কাশি, ফ্লু এবং বিভিন্ন ধরণের সংক্রমণ প্রতিরোধ করে থাকে।
filmet 400 কোন কোম্পানি বাজারজাত করে?
এই ওষুধটি মূলত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Beximco Pharmaceuticals Limited) কোম্পানি বাজারজাত করে থাকে।
প্রতি পিচ filmet 400 ট্যাবলেট এর দাম কত?
প্রতি পিচ filmet 400 ট্যাবলেট এর দাম প্রায় ২ টাকা।
filmet 400 সম্পর্কে লেখকের শেষ মতামত
মূলত মায়োলাক্স ট্যাবলেট একটি শরীরের বিভিন্ন রোগ বালাই দূর করার ওষুধ। বিশেষ করে কাটা স্থান দ্রুত শুকায়, দাঁতের ইনফেকশন বোধ করে, দাঁত দিয়ে রক্ত পড়া বন্ধ করে ইত্যাদি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে। তবে এই মেডিসিন সেবন করলে অনেকের ক্ষেত্রে হালকা ঘুম ঘুম ভাব হতে পারে।
ফিলমেট ট্যাবলেট সেবনের পর যদি আপনার দেহে কোন ধরনের জটিল সমস্যা লক্ষ্য করেন, তাহলে এর অবিলম্বে ডাক্তারের সাথে পরামর্শ করুন। আজকের আর্টিকেলে filmet 400 এর কাজ কি, ফিলমেট খাওয়ার নিয়ম, ফিলমেট ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া, ফিলমেট এর দাম কত ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করছি এই ওষুধের এগুলো বিষয়ে জেনে আপনি উপকৃত হবেন।
filmet 400 ট্যাবলেট সম্পর্কে আজকের ব্লগটি উপকারি মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমরা আপনার মতামতের উত্তর দেওয়ার যথাযথভাবে চেষ্টা করবো। এতক্ষন ধরে কাটিং টু ব্লগের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।