এঁটেল মাটি কাকে বলে? এঁটেল মাটিতে কোন ফসল ভালো হয়

আপনি কি এঁটেল মাটি কাকে বলে এবং এঁটেল মাটিতে কোন ফসল ভালো হয় তা জানতে চাচ্ছেন? এঁটেল মাটি আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু আমরা হয়তো অনেকেই এর গুরুত্ব সম্পর্কে  খুব একটা অবগত নই। এই মাটিতে কোন ফসল ভালো হয়, সে সম্পর্কে আজ আমি আলোচনা করবো।

আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে মূলত এঁটেল মাটি নিয়ে। আপনারা অনেকেই হয়তো এঁটেল মাটি কাকে বলে, এঁটেল মাটিতে কোন ফসল ভালো হয়, এঁটেল মাটি কোথায় পাওয়া যায়, এঁটেল মাটির উপকারিতা ও বৈশিষ্ট্য সম্পর্কে জানেন না।

তো আপনি যদি এঁটেল মাটির এসব প্রয়োজনীয় দিকসমূহ সম্পর্কে জেনে না থাকেন, তাহলে আমাদের আজকের এই আর্টিকেলটি শুরু থেকে একেবারে শেষ অবদি মনযোগ সহকাড়ে পড়তে থাকুন, তাহলে আশা করছি এঁটেল মাটি নিয়ে অজানা তথ্যগুলো জানতে পারবেন। তাহলে আসুন, আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমেই এঁটেল মাটি কাকে বলে তা বিস্তারিত জেনে নেই।

Table of Contents

এঁটেল মাটি কাকে বলে

মূলত যেসব মাটিতে বালির পরিমান কম থাকে এবং পলি ও কাঁদার পরিমান বেশি থাকে তাকেই এঁটেল মাটি বলা হয়। এটেল মাটি অন্যান্য মাটির তুলনায় খুবই নরম, ছোট দানা বিশিষ্ট এবং মিহি হয়ে থাকে।

এঁটেল মাটির বৈশিষ্ট্য

আপনারা অনেকেই হয়তো গুগলের কাছে প্রতিনিয়ত জানতে চান যে এঁটেল মাটিতে কি কি বৈশিষ্ট্য রয়েছে তাই আমরা পোষ্টের অংশে এঁটেল মাটির বেশ কয়েকটি বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তাহলে আসুন, আর বেশি কথা না বাড়িয়ে নিম্নলিখিত অংশ থেকে এই মাটির বৈশিষ্ট্যগুলি জেনে নেই।

১. এঁটেল মাটির কণার আকার ছোট

এঁটেল মাটির কণার আকার এতই ছোট যে আপনি খালি দোখে সেই কণাগুলো দেখতে পাবেন না। যার ফলে এঁটেল মাটি মসৃণ এবং আঠালো আকারের হয়।

২. পানি ধারন ক্ষমতা বেশি

এঁটেল মাটি অনেক ছোট কণা আকার হওয়ার ফলে এর পানি ধারণ ক্ষমতা অনেক বেশি। আবার উদ্ভিদের জন্য এই মাটি উপকারী, কারণ এতে গাছপালা দুর্ভিক্ষের সময়ও পানির কোনরকম অভাব হয় না। কিন্তু অনেকসময় সমস্যার কারণ হতে পারে, কারণ গাছের গোড়ায় পানি জমে গিয়ে শিকড় নষ্ট হতে পারে।

৩. এঁটেল মাটি খুব উর্বর

এঁটেল মাটিতে রয়েছে উচ্চ পরিমাণে পুষ্টি, যা উদ্ভিদের বৃদ্ধির জন্য অনেক কাজে দেয়। এঁটেল মাটিতে জৈব পদার্থের পরিমাণ তুলনামূলক বেশি থাকে, যা্র ফলে মাটির উর্বরতা বৃদ্ধি করে।

৪. পানি নিষ্কাশনের সমস্যা হতে পারে

এঁটেল মাটির কণার আকার খুবই ছোট হোয়ার কারণে এগুলো অনেক শক্তভাবে আটকে থাকে। এজন্য এর মধ্য দিয়ে পানি খুব কম নিষ্কাশন  হয়। যার ফলে এঁটেল মাটিতে পানি জমে থাকে, যা উদ্ভিদের শিকড় নষ্ট করে দেয়।

৫. এঁটেল মাটি কম সংবেদনশীল

বেলে মাটির চেয়ে এঁটেল মাটি ক্ষয় হওয়ার প্রক্রিয়া অনেক কম সংবেদনশীল। কেননা এঁটেল মাটির ক্ষুদ্র ক্ষুদ্র কণার আকার অনেক সহজে আটকে থাকার প্রবণতা।

৬. এঁটেল মাটি গরম হতে বেশি সময় নেয়

বসন্তকালে এঁটেল মাটি অন্যান্য মাটির চেয়ে গরম হইতে বেশি সময় নেয়। যা উদ্ভিদের বিকাশকে বিলম্বিত করতে পারে।

৭. এঁটেল মাটি শুকালে ফেটে যায়

এঁটেল মাটি শুকিয়ে গেলে এটি গভীর ফাটল দেখা দিতে পারে। এটি উদ্ভিদের শিকড়ের জন্য ক্ষতিকর এবং মাটির গঠনও নষ্ট করে দেয়।

৮. এঁটেল মাটির সঙ্গে কাজ করা কঠিন

এঁটেল মাটির আঠালো ভাব প্রকৃতির কারণে ফসল ফলানো বেশ কঠিন। এই মাটি খনন করা, চাষ করা অনেক কঠিন করে তোলে।

৯. এঁটেল মাটির pH ক্ষারীয়

এঁটেল মাটির pH এর ভারসাম্য বেশি ক্ষারীয় হয়। এটি উদ্ভিদের পুষ্টির প্রাপ্যতা প্রভাবিত করতে পারে।

এঁটেল মাটিতে কোন ফসল ভালো হয়

এটেল মাটি মূলত সব ধরণের ফসল ফলানোর জন্য উপযুক্ত মাটি নয়। আপনি চাইলেও এই মাটিতে সব ধরণের ফসল উৎপাদন করতে পারেন না। কেননা এই মাটির পানি ধারণ ক্ষমতা অন্যান্য মাটির তুলনায় অনেক কম। আর সব ধরণের ফসল ফলাতে হলে পানি ধারণ সহ্য করার ক্ষমতা বেশি থাকতে হবে।

📌আরো পড়ুন 👇

সুতরাং এই মাটিতে সকল ফসল উৎপাদন করতে পারবেন না এবং এই মাটিটি হয় সাধারণত মাঝারি সাইজের একটি উঁচু জায়গায়। তাহলে আসুন,  এই মাটিতে কোন কোন ফসল ভালো হয় তা জেনে নেওয়া যাক–

এঁটেল মাটি কাকে বলে? এঁটেল মাটিতে কোন ফসল ভালো হয়

  • আলু চাষের জন্য এই মাটি অনেক উপকারী আপনি চাইলেই এই মাটিতে হাল চাষ করতে পারেন। আলুর ফলন এটেল মাটিতে অনেক ভালো হয়।
  • আপনি চাইলে পাট চাষ করতে পারেন এঁটেল মাটিতে পাট চাষের জন্য উপযুক্ত মাটি হলো এটেল মাটি। এটেল মাটিতে আপনি বেলে পাট চাষ করতে পারবেন এই জাতের পাট বেশি ভালো চাষ হবে।
  • এটেল মাটি গম চাষের জন্য ভালো একটি মাটি এই মাটিতে আপনি চাইলেই গম চাষ করতে পারেন।
  • পেঁয়াজ চাষ করতে পারেন এদের মাটিতে।
  • মরিচ এবং বিভিন্ন ধরনের শাকসবজি চাষের জন্য এটেল মাটি ভালো।

👉 তবে এছাড়াও এটেল মাটিতে নিম্নলিখিত ফসলগুলি বেশ ভালো হয় যথাঃ

  • ধান
  • গম
  • মুগ
  • মাসকলাই
  • সরষে
  • তিল
  • কাউন
  • জুট
  • আখ
  • নারিকেল
  • তাল

আপনি যদি এটেল মাটিতে কোন ফসল ফলানোর কথা চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই এই কয়টি ফসল আপনি আপনার মাটিতে আবাদ করবেন কারণ এই ফসলগুলো অন্য ফসলের তুলনায় অনেক ভালো উৎপাদন হবে। আশা করি এঁটেল মাটিতে কোন ফসল ভালো হয় তা আপনি বুঝতে পেরেছেন।

বেলে মাটিতে কোন ফসল ভালো হয়

বেলে মাটিতেও বেশ কিছু ধরনের ফল উৎপাদন করা যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন ফসলগুলো বেলে মাটিতে উৎপাদিত হয় সেই সম্পর্কে।

  • চিনা বাদাম
  • তরমুজ
  • গাজর
  • মিষ্টি আলু
  • টমেটো
  • শসা
  • মুলা
  • হলুদ
  • সরিষা
  • এবং আখ

বেলে মাটি একটু বালি আকৃতির হওয়ায় আপনি যদি ফসল উৎপাদন করতে চান তাহলে উপরোক্ত এই কয়েকটি ফসল উৎপাদন করতে পারেন। কেননা উল্লিখিত ফসল এই মাটিতে অনেক ভালো উৎপাদন হয়ে থাকে। অবশ্যই আপনি যদি পরবর্তীতে বেলে মাটিতে কোন কিছু চাষ করতে চান তাহলে উপরের সূচিপত্রে দেওয়া এই কয়টি ফসল উৎপাদন করবেন।

কোন মাটিতে ভালো ফসল ফলে

এখন পর্যন্ত যত ধরণের মাটি রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো ফসল উৎপাদন হয় দোআঁশ মাটিতে । এই মাটিতে আপনি চাইলে সব প্রকারের ফসল খুব ভালোভাবে উৎপাদন করতে পারবেন। এক কথায় বলা যায় যে দোআঁশ মাটি ফসল উৎপাদনের জন্য একটি অসাধারণ মাটি। দোআঁশ মাটিতে জৈব পার্থ এবং খনিজের মাত্রা অধিক পরিমাণে থাকে যার ফলে দোআঁশ মাটিতে ফলন ভালো হয়।

📌আরো পড়ুন 👇

তবে হ্যাঁ এটি মাটির ধান চাষের জন্য বেশি উপকারী কারণ এটির মাটিতে ধান চাষ অনেক বেশি হয় এবং এর ফলন অনেক ভালো হয়। আপনার মাটি যদি থাকে দোআঁশ মাটি তাহলে আমি বলব অবশ্যই আপনি ধান চাষ করবেন কারন এতে আপনি অনেক লাভবান হবেন। আশা করি বুঝতে পেরেছেন কোন মাটিতে ফসল ভালো উৎপাদন করা যায়।

এঁটেল মাটি কোথায় পাওয়া যায়

এটেল মাটি মূলত শুষ্ক এবং অর্ধ-শুষ্ক অঞ্চলগুলোতে বেশি দেখতে পাওয়া যায়। বাংলাদেশে এটেল মাটির পরিমাণ প্রায় ৩০ শতাংশ। এটেল মাটি সাধারণত পাহাড়ি অঞ্চলে, নদীপাড়, হাওড় এবং বনভূমি এলাকাতে  পাওয়া যায়।

এঁটেল মাটির রং কেমন

এটেল মাটি সাধারণত সাদা, হলুদ বা বাদামী রঙের হয়। মাটিতে ক্যালসিয়াম কার্বনেট বেশি থাকলে মাটির রং সাদা হয়। মাটিতে আয়রন অক্সাইড বেশি থাকলে মাটির রং হলুদ বা বাদামী হয়।

এঁটেল মাটির উপকারিতা

আপনারা অনেকেই গুগলের কাছে এঁটেল মাটির উপকারিতা নিয়ে প্রতিনিয়ত জানতে চান। তাই আমরা পোষ্টের অংশে এঁটেল মাটির উপকারিতাসমূহ নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি।

এঁটেল মাটির উপকারিতাগুলি নিম্নে উল্লেখ করে দেয়া হল:

  • এঁটেল মাটি উচ্চ পুষ্টিমান সম্পন্ন
  • এঁটেল মাটিতে পানি ধারণ ক্ষমতা কম হওয়ার ফলে পানি নিষ্কাশন ভালো হয়
  • এঁটেল মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে
  • এঁটেল মাটিতে ক্ষয় রোধকতা বেশি থাকে

এঁটেল মাটিতে ফসল উৎপাদনের কিছু টিপস

এঁটেল মাটিতে ফসল উৎপাদন বৃদ্ধি করতে হলে মাটির উর্বরতা ও জল ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করা জরুরি। নীচে কিছু টিপস দেওয়া হল যা এঁটেল মাটিতে ফসল উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করবে:

১. জৈব সার ব্যবহার করুন

যেহেতু এঁটেল মাটিতে পুষ্টি উপাদান কম থাকে তাই মাটিকে উর্বর করা খুবই জরুরী। জৈব সার মাটিতে পুষ্টি উপাদান বৃদ্ধি করে এবং জল ধারণ ক্ষমতা উন্নত করে। জৈব সার হিসেবে আপনি গোবর, সরিষার খইল, কম্পোস্ট সার, ইত্যাদি ব্যবহার করতে পারেন।

২. মালচিং করুন

মালচ মাটির আর্দ্রতা ধরে রাখে এবং মাটির গঠন উন্নত করে। ধানের তুষ, শুকনো পাতা, কাঠের গুঁড়া, খড় ইত্যাদি মালচ হিসেবে করা যেতে পারে।

৩. নিয়মিত সেচের মাধ্যমে মাটিকে ভেজা রাখুন

এঁটেল মাটিতে নিয়মিত সেচ প্রয়োজন। কারণ এই মাটিতে জল ধরে রাখার ক্ষমতা কম। নিয়মিত সেচের ফলে মাটিতে আর্দ্রতা বজায় থাকে এবং ফসলের ভালো বৃদ্ধি হয়।

৪. রোগ ও পোকামাকড়ের ব্যবস্থাপনা

এঁটেল মাটিতে রোগ ও পোকামাকড়ের আক্রমণও বেশি হয়। তাই নিয়মিত ফসল পর্যবেক্ষণ করুন, এবং রোগ ও পোকামাকড়ের আক্রমণ দেখা গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।

এঁটেল মাটি সম্পর্কে লেখকের মতামত

এঁটেল মাটিতে ফসল উৎপাদনকে চ্যালেঞ্জিং মনে হলেও উপযুক্ত কৌশল ও টিপস অনুসরণ করে এই চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব। উপরে উল্লিখিত পদ্ধতিগুলি অবলম্বন করে আপনি সহজেই এঁটেল মাটির উর্বরতা বৃদ্ধি করে ভালো ফলন পেতে পারেন।

মনে রাখবেন সঠিক জাত নির্বাচন, মাটির পরীক্ষা, এবং নিয়মিত আগাছা পরিষ্কারের মতো বিষয়গুলোও ভালো ফলন পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ । সুতরাং, আর হতাশ না হয়ে, সঠিক পদ্ধতি ও পরিকল্পনা অনুসরণ করুন এবং এঁটেল মাটিতেও ফসল উৎপাদনে সাফল্য অর্জন করুন।

আপনি যদি এমন শিক্ষামূলক আরও জরুরি আর্টিকেল পড়তে চান তাহলে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আজকের এই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে শিল্পকলা নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন অবশ্যই। এমন আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের এই কাটিং টু ওয়েবসাইটটি ভিজিট করুন।

পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Comment