টেকনোলজি

ডাইনামিক ও স্ট্যাটিক ওয়েবসাইট কি? এর পার্থক্য জেনে নিন

আপনারা কি ডাইনামিক ও স্ট্যাটিক ওয়েবসাইট কি তা জানতে আগ্রহী? আমরা আজকের এই পোস্টে আপনাদের সাথে স্ট্যাটিক ও ডায়নামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য নিয়ে বিস্তারিত যাবতীয় তথ্য আলোচনা করার চেষ্টা করবো। তো আপনি যদি ডাইনামিক ও স্ট্যাটিক ওয়েবসাইট সম্পর্কে না জেনে থাকেন, তাহলে এই পোষ্টটি সম্পন্ন পড়ুন।

তাহলে আশা করছি ডাইনামিক ও স্ট্যাটিক ওয়েবসাইট কি তা জেনে নেওয়ার পাশাপাশি ডাইনামিক ওয়েবসাইট এর বৈশিষ্ট্য, স্ট্যাটিক ওয়েবসাইট এর বৈশিষ্ট্য এবং স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য জানতে পারবেন। তাহলে চলুন স্ট্যাটিক এবং স্ট্যাটিক ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া যাক।

উপস্থাপনা

সাধারনত যেগুলো স্ট্যাটিক ওয়েবসাইট রয়েছে সেগুলো সাইটে কোন ব্যবহারকারি প্রবেশ করার পর সেখান কার তথ্য পরিবর্তন করতে পারবে না। সেই যদি পরিবর্তন করতে চাই তাহলে তাকে বার বার ওয়েবসাইটের কোড পরিবর্তন করতে হবে।

অন্যদিকে, ডায়নামিক ওয়েবসাইটে একজন ইউজার প্রবেশ করার পর চাইলে তথ্য পরিবর্তন করতে পারবে। অর্থাৎ, স্ট্যাটিক ওয়েবসাইটে ইউজাররা কোনো ডাটা ইনপুট করতে পারবেনা কিন্তু ডায়নামিক ওয়েবসাইটে ইউজাররা ডাটা ইনপুট করতে পারে।

ডাইনামিক ও স্ট্যাটিক ওয়েবসাইট কি এর বৈশিষ্ট্য এবং পার্থক্য নিয়ে আমরা আরও জরুরি তথ্য বিস্তারিতভাবে নিচে উল্লেখ করেছি। চলুন, এগুলো বিষয়ে আরেকটু পরিস্কার ভাবে জেনে নেওয়া যাক। তাহলে আমরা আশা করছি এ বিষয়ে আপনি সকল প্রশ্ন পেয়ে যাবেন।

ডাইনামিক ওয়েবসাইট কি

যেগুলো ওয়েবসাইটের ব্লগ পোষ্ট বা কনটেন্ট ওয়েবসাইট চালু থাকাকালীন পরিবর্তন করা যায়। অর্থাৎ যদি সহজ ভাষায় বলি, ওয়েবসাইটের কোড পরিবর্তন না করেই কনটেন্ট এডিট থেকে শুরু করে ডিলিট ও আপডেট করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে।

ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে মূলত HTML,CSS এর সাথে PHP বা ASP.Net ইত্যাদি স্ক্রিপ্টিং ভাষা প্রয়োজন হয়। আবার এর সাথে ডেটাবেজ যেমন- MySQL বা SQL ব্যবহার করা হয়।

ডাইনামিক ওয়েবসাইট এর বৈশিষ্ট্য

ডাইনামিক ওয়েবসাইট এর কি কি বৈশিষ্ট্য রয়েছে আপনারা কি জানেন? যদি জেনে না থাকেন তাহলে আমাদের পোষ্টের এই অংশ থেকে ডাইনামিক ওয়েবসাইট এর যতগুলো বৈশিষ্ট্য রয়েছে তা বিস্তারিত ভাবে জেনে নিন।

ডাইনামিক ও স্ট্যাটিক ওয়েবসাইট

ডাইনামিক ওয়েবসাইট এর বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করে দেয়া হল–

  • কোন ধরণের কোড পরিবর্তন না করেই চালু অবস্থায় কনটেন্ট এডিট, মোডিফাই, ডিলিট এবং আপডেট করা যায়।
  • এতে ডেটাবেজ বিদ্যমান থাকে যার ফলে কুয়েরি করে তথ্য বের করা যায়।
  • ক্লায়েন্ট থেকে সার্ভারে অথবা সার্ভার থেকে ক্লায়েন্টে উভমুখী যোগাযোগ হয়।
  • এই ওয়েবসাইট তৈরি করতে সাধারনত HTML,CSS এর সাথে স্ক্রিপ্টিং ভাষা (PHP বা ASP.Net) দরকার হয় এবং এর সাথে ডেটাবেজ (MySQL বা SQ) ব্যবহার করা হয়।

তো আশা করছি আপনারা এই অংশ থেকে ডাইনামিক ওয়েবসাইট এর বৈশিষ্ট্যগুলি জেনে নিতে পেরেছেন। এবার চলুন, ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা গুলো জেনে নেই।

ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা

আপনারা অনেকেই ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা জানতে চেয়েছেন। তাই আমরা এই অংশে ডাইনামিক ওয়েবসাইটের কিছু সুবিধা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি।

📌আরো পড়ুন 👇

কাস্টম রম কি – এর সুবিধা ও অসুবিধা এবং কাস্টম রম কেন ব্যবহার করবেন

ডাইনামিক ওয়েবসাইটের সুবিধাগুলো নিচে উল্লেখ করে দেয়া হল–

  • কোড পরিবর্তন না করে ওয়েবসাইট চালু থাকাকালীন কনটেন্ট কে এডিট, মোডিফাই ডিলিট এবং আপডেট করা যায়।
  • নির্ধারিত ইউজারের জন্য নির্ধারিত পেইজ ব্যবস্থা অর্থাৎ ব্যবহারকারীর প্রোফাইল নির্ধারিত করে তৈরি করা যায়।
  • ক্লায়েন্ট থেকে সার্ভারে অথবা সার্ভার থেকে ক্লায়েন্টে উভমুখী যোগাযোগ করা যায়।

তো আশা করছি আপনারা এই অংশ থেকে ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা জেনে নিতে পেরেছেন। এবার চলুন, ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা গুলো জেনে নেই।

ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা

আপনারা অনেকেই ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা জেনে নেওয়ার পাশাপাশি অসুবিধাও জানতে চেয়েছেন। তাই আমরা এই অংশে ডাইনামিক ওয়েবসাইটের কিছু অসুবিধা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি।

ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা উল্লেখ করে দেয়া হল–

  • ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেজ ব্যবহার করা হয় যার ফলে সাইটের লোডিং টাইম বেশি লাগে বা লোড হতে অধিক সময় নেয়।
  • ডাইনামিক ওয়েবসাইট নিয়ন্ত্রন এবং ডেভলোপ করা কঠিন। ফলে খরচ বেশি।

স্ট্যাটিক ওয়েবসাইট কি

যেসব ওয়েবসাইটের কন্টেন্ট এডিট, মোডিফাই ও ডিলিট বা মুছে ফেলার জন্য বার বার ওয়েবসাইটের কোড পরিবর্তন করতে হয়, মূলত সেসব ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়।

স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেখানে সকল ধরণের তথ্য আগে থেকেই নির্ধারন করা থাকে এবং এতে ব্যবহারকারীরা আগে থেকে কোন প্রকার তথ্য ইনপুট করতে সক্ষম হয়না বা সাইটে কিছু পরিবর্তন করতে পারেনা।

এগুলো মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা হয়। এগুলো সাইট তৈরি হয়ে যাওয়ার পরে, সার্ভারে নির্ধারিত ভাবে সংরক্ষণ করা হয়। যাতে প্রতিবার যখন কোন ব্যবহারকারী সেই সাইটে প্রবেশ করেন, তখন সার্ভার থেকে সরাসরি তার ব্রাউজারে ওয়েবসাইটের তথ্য পাঠানো হয়।

স্ট্যাটিক ওয়েবসাইট এর বৈশিষ্ট্য

স্ট্যাটিক ওয়েবসাইট এর কি কি বৈশিষ্ট্য রয়েছে আপনারা কি জানেন? যদি জেনে না থাকেন তাহলে আমাদের পোষ্টের এই অংশ থেকে স্ট্যাটিক ওয়েবসাইট এর যতগুলো বৈশিষ্ট্য রয়েছে তা বিস্তারিত ভাবে জেনে নিন।

যেগুলো মূলত স্ট্যাটিক ওয়েবসাইট, সেগুলো সাইটে যতগুলো পেইজ রয়েছে প্রতিটা পেজ একেকটি HTML ফাইল। HTML, CSS, JavaScript ইত্যাদি ভাষা দিয়ে এসব পেজ তৈরি করা হয়ে থাকে। স্ট্যাটিক ওয়েবসাইট এর বৈশিষ্ট্য একটি তালিকা আকারে নিচে উল্লেখ করা হল

  • স্ট্যাটিক ওয়েবসাইটগুলো অনেক দ্রুত লোড হয়
  • স্ট্যাটিক ওয়েবসাইট হারিয়ে যাওয়া থেকে সুরক্ষিত থাকে
  • স্ট্যাটিক ওয়েবসাইট এর সাথে ডাটাবেজের কোনো রকম সংযোগ থাকেনা
  • ব্যবহারকারীরা সাইটে প্রবেশ করার পরে কোনো তথ্য পরিবর্তন করতে পারেনা
  • এই ওয়েবসাইটগুলো HTML, CSS, JAVASCRIPT দিয়ে তৈরি করা হয়।

উপরের উল্লিখিত বৈশিষ্ট্য ছারাও এসব ওয়েবসাইটে নির্দিষ্ট পরিমাণে পেজ থাকার ফলে সচরাচর আপডেট করা হয়না।

আর এসব বৈশিষ্ট্য মূলত স্ট্যাটিক ওয়েবসাইটগুলোতেই  লক্ষ্য করা যায়। আশা করছি আপনারা এই অংশ থেকে স্ট্যাটিক ওয়েবসাইট এর বৈশিষ্ট্য জেনে নিতে পেরেছেন। এবার চলুন, স্ট্যাটিক ওয়েবসাইট এর সুবিধা জেনে নেই।

স্ট্যাটিক ওয়েবসাইট এর সুবিধা

স্ট্যাটিক ওয়েবসাইটের সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হল এর গতি। যেহেতু এগুলি সাইটে  আগে থেকেই তথ্য তৈরি করা থাকে, তাই সার্ভারকে বার বার তথ্য প্রদান করা লাগে না। ফলে এগুলো সাইট তুলনামূলক অনেক দ্রুত লোড হয়।

তাছাড়া, স্ট্যাটিক সাইট মূলত ডাইনামিক সাইট এর থেকে অনেকটাই নিরাপদ ভূমিকা পালন করে থাকে এর মূখ্য কারণ হচ্ছে এতে আলাদাভাবে বার বার কোন ধরণের ডাটাবেজ এর সঙ্গে সংযোগ করা লাগে না। এমনকি ভিজিটরদের ইনপুট পাওয়ার জন্য আলাদাভাবে কোনো সার্ভার-সাইড স্ক্রিপ্টিং করা লাগে না।

স্ট্যাটিক ওয়েবসাইট এর অসুবিধা

স্ট্যাটিক ওয়েবসাইটের অনেক সুবিধা থাকলেও এর কিছুটা অসুবিধা রয়েছে। যেমন এই ধরনের ওয়েবসাইটগুলোতে নতুন তথ্য অ্যাড করা লাগে ওয়েবসাইটটির কোড বার বার পরিবর্তন করে আবারও সার্ভারে আপলোড করতে হয়।

এছাড়া, স্ট্যাটিক ওয়েবসাইট এর আরেকটি বড় অসুবিধা হচ্ছে মূলত ইউজারদের সাথে ইন্টারেক্টিভ যেই ফিচার যোগ করতে হয় সেটা করা অনেক কঠিন কাজ।

তো আশা করছি আপনারা এই অংশ থেকে স্ট্যাটিক ওয়েবসাইট এর সুবিধা ও অসুবিধা জানতে পেরেছেন। এবার চলুন, পরিশেষে আমরা স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি তা জেনে নিব।

স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য

আপনি যখন কয়েকটি ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন খেয়াল করে দেখবেন যে সব ওয়েবসাইট দেখতে বা ইন্টারফেইস কিন্তু একই রকম হয় না। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো সব সময় একই থাকে যেমন ই কমার্স বিজনেস সাইট।

ডাইনামিক ও স্ট্যাটিক ওয়েবসাইট

অপরদিকে, কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো যেকোন সময় পরিবর্তন হতে থাকে, যেমন ব্লগ ওয়েবসাইট। প্রথম ওয়েবসাইটটি হচ্ছে স্ট্যাটিক এবং দ্বিতীয়টি ডাইনামিক ওয়েবসাইট। এটিই হচ্ছে দুই ধরনের ওয়েবসাইটের মধ্যে মূল পার্থক্য। যেখানে প্রতিটি পেজ একেকটি HTML ফাইল।

এই ফাইলগুলো একটি সার্ভারে সংরক্ষণ করা থাকে এবং যখন কোন ভিজিটোর সাইটে প্রবেশ করে, তখন এই ফাইলগুলো একেবারে ডিরেক্ট ব্যবহারকারীর নিকটে বা ব্রাউজারে সেন্ড করা হয়। এই ধরনের ওয়েবসাইট গুলো কাস্টমাইজ করা মূলত অনেক সহজ এবং লোডিং টাইম খুবই কম হয়ে থাকে।

তবে, আপনি যদি এই ধরনের ওয়েবসাইটে কোন পরিবর্তন করতে চান, তাহলে এক্ষেত্রে আপনাকে প্রতিটি পেজের জন্য আলাদা আলাদা কোড ব্যবহার করে পরিবর্তন করতে হবে। তাই, ওয়েবসাইটের কোন তথ্য এডিট করার ক্ষেত্রে অনেক সময় পোহাতে হবে।

অপরদিকে ডাইনামিক সাইট গুলোতে কোন ব্যবহারকারি প্রবেশ করার পরে বার বার ভিন্ন ভিন্ন তথ্য দেখতে পায়। এই সাইট একটি সার্ভার-সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ (পিএইচপি, পাইথন, রুবি) ব্যবহার করে তৈরি করা হয়।

এই স্ক্রিপ্টগুলি সবসময় একটি ডাটাবেজ থেকে তথ্য কালেক্ট করে থাকে এবং প্রত্যেক ব্যবহারকারীর জন্য একটি কাস্টমাইজড পেজ তৈরি করে। এই জাতীয় সাইট স্ট্যাটিক ওয়েবসাইট এর চেয়ে বেশ জটিল এবং তৈরি করতে তুলনামূলক বেশি সময় লাগে।

তবে, এই ধরনের ওয়েবসাইট ইউজারদের জন্য অনেক বেশি ইন্টারেক্টিভ এবং ফ্লেক্সিবল  হয়ে থাকে। উদাহরণ হিসবে বলা যায় একটি নিউজ চ্যানেল ওয়েবসাইট ডাইনামিক সাইট এর জন্য একটি ভালো উদাহরণ হতে পারে।

এই ধরনের ওয়েবসাইটে মূলত যেগুলো নিউজ ভিত্তিক কনটেন্ট থাকে সেগুলো সব সময় আপডেট হতে থাকে। ইউজাররা চাইলে ডায়নামিক ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই ডাটা ইনপুট করতে পারে। যেমন – একজন ব্যবহারকারি কিংবা ভিজিটত চাইলেই একটি নিউজ ওয়েবসাইটে কমেন্ট করতে পারবে।

একটি স্ট্যাটিক ওয়েবসাইটের উদাহরণ হিসেবে বলা যায় একটি ব্যক্তিগত ব্লগিং ওয়েবসাইট যেখানে সাধারনত কন্টেন্টগুলি অনেক কমই পরিবর্তন করা হয়। আর এই ওয়েবসাইটে কোনো ভিজিটর চাইলে ডাটা ইনপুট করতে পারবে না।

তো আশা করছি আপনারা এই অংশ টুকু পড়ে এতক্ষণে নিশ্চয় স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য জানতে পেরেছেন।

ডাইনামিক ও স্ট্যাটিক ওয়েবসাইট সম্পর্কে লেখকের মতামত

ডাইনামিক ও স্ট্যাটিক ওয়েবসাইট কি, স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কি এবং স্ট্যাটিক ও ডায়নামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য নিয়ে আমরা ইতিমধ্যে এই পোস্টে বিস্তারিত তথ্য উল্লেখ করেছি।

যারা ডাইনামিক ও স্ট্যাটিক ওয়েবসাইট সংক্রান্ত তথ্য জানে না তাদের ক্ষেত্রে আজকের  এই পোস্টটি তাদের জন্য অনেক সহায়ক হবে বলে আশাবাদী। এতক্ষণ সময় নিয়ে এই আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে জানাই অস্নগখ্য ধন্যবাদ। এমন আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের এই কাটিং টু ওয়েবসাইটটি ভিজিট করুন।

পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন

Mohammad Roki

I am passionate about my passion to learn about technology and health.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x