10টি ডাভ সাবান এর উপকারিতা – ডাভ সাবান মুখে দিলে কি হয়

আপনি কি ডাভ সাবান এর উপকারিতা সম্পর্কিত বিভিন্ন যাবতীয় তথ্য জানতে চাচ্ছেন? আমাদের দেশে মেয়েদের খুবই একটি বহুল প্রচলিত সাবানের নাম হল ডাভ সাবান। ডাভ সাবান এর উপকারিতা কী তা নিয়ে আপনাদের সাথে আজকের এই ব্লগে বিস্তারিত আলোচনা করা হবে। প্রায় অধিকাংশ মানুষই ত্বকের প্রতি অনেক যত্নশীল সাবানের ক্ষেত্র এই ডাভ সাবানকে খুবই প্রাধান্য দিয়ে থাকেন।

আপনিও যদি সাবান ব্যবহার করতে চান, তাহলে একটি ডাভ সাবান কিনে সেটি দিয়ে মুখ পরিষ্কার করা সহ গোসল অব্দি করতে পারেন। কিন্তু, আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা ডাভ সাবান প্রায় সবসময় ব্যবহার করেন কিন্তু ডাভ সাবানের উপকারিতা গুলো জানেন না। আবার, ডাভ সাবান মুখে দিলে কি হয় সেটিও অনেকেই জানেন না। তবে এই নিয়ে আপনার চিন্তা করার কোন দরকার নেই।

কেননা আপনি যদি একটু মনযোগ দিয়ে আমাদের এই ব্লগটি পড়েন তাহলে ডাভ সাবান এর উপকারিতা জেনে নেওয়ার পাশাপাশু আসল ডাভ সাবান চেনার উপায়, ডাভ সাবান মুখে দিলে কি হয়, ডাব সাবান দিয়ে ফর্সা হওয়ার উপায়, এবং ডাভ সাবান ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Table of Contents

উপস্থাপনা – ডাভ সাবান

ডাব সাবান ইউনিলিভার কোম্পানির পন্য। এই সাবান আমাদের দেহের ত্বকের জন্য অনেক উপকারী। বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক তদের জন্য  উপকারী। আপনার ত্বক যদি তৈলাক্ত হয়, অথবা বা আপনার মুখে গাঢ় বা কালো ছায়া থাকে, তাহলে এই ডাব সাবান ব্যবহার করলে সেগুলো দূর হয়ে যাবে। এতে এমন উপকারি বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের ভেতরে প্রবেশ করে এবং এবং জীবাণু দূর করে ত্বক এর পরিষ্কার করে।

এই পোষ্টে আমরা ডাব সাবানের উপকারিতা নিয়ে আলোচনা করব। এছাড়াও, আমরা আপনাকে ডাব সাবান কীভাবে ব্যবহার করতে হয় তাও বলব। তো চলুন, ডাভ সাবানের উপকারিতাসমুহ কী কী এবং ডাভ সাবান মুখে দিলে কি হয় সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক। তবে তার আগে আমরা ডাভ সাবান এর মধ্যে কি উপাদান রয়েছে সেইটা জেনে নিব।

ডাভ সাবান এর উপাদানসমূহ

ডাভ সাবানে অনেকগুলো উপকারি উপাদান রয়েছে যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না। ডাভ সাবানে কি কি উপাদান বিদ্যমান রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো-

  • সোডিয়াম লরয়াইল,
  • আইসিথিওনেট,
  • স্টিয়ারিক অ্যাসিড,
  • লরিক অ্যাসিড,
  • সোডিয়াম ওলেট,
  • জল(ইউ),
  • সোডিয়াম আইসেথিওনেট,
  • সোডিয়াম স্টিয়ারেট,
  • কোকামিডোপ্রোপাইল বেটেইন,
  • সুগন্ধি(পেরফিউম),
  • সোডিয়াম লরেট,
  • টেট্রাসোডিয়াম ইটিড্রোনেট,
  • টেট্রাসোডিয়াম ইডিটিএ ডাইওক্সাইড,
  • গ্লিসারিন ইত্যাদি।

ডাভ সাবানে সাধারনত উপরের উল্লিখিত পুষ্টি উপাদানে ভরপুর। আর তার জন্যই এই সাবানের কার্যকারিতা এতো বেশি। এবার চলুন, ডাভ সাবান মুখে দিলে কি হয় তা জেনে নেই।

ডাভ সাবান মুখে দিলে কি হয়

ডাব সাবান এর মধ্যে বেশ কয়েকটি উপকারি উপাদান রয়েছে যা ব্যবহার করার ফলে আমাদের ত্বকের কোন ক্ষতি হয় না বরং আপনার মুখের কোন ধরণের সমস্যা থাকলে তা আগে তুলনায় অনেক অংশে কমাতে সহায়তা করবে। ডাভ সাবান ব্যবহারে মুখের ব্রণের দাগ কমে যায়, তৈলাক্ত ভাব দূর হয়, আদ্রতা এবং শুষ্ক ভাব অনেকটাই নিরাময় হয়ে যায়। আপনি যদি ডাভ সাবান নিয়মিত মুখে মাখেন, তাহলে মুখের উজ্জ্বলতা আগের চেয়ে অনেক বেশি হবে।

ডাভ সাবান এর উপকারিতা

ডাভ সাবান এর উপকারিতা নিয়ে আমরা আলোচনা করব। ডাভ সাবান ব্যবহারের ফলে ত্বক আগের চেয়ে উজ্জ্বল এবং কোমল হয়। এছাড়াও, ত্বকের জেল্লা বাড়াতে সহায়তা করে থাকে। ডাভ সাবান এর ১০টি উপকারিতা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।

  • ময়েশ্চারাইজিং
  • পুষ্টি উপাদান
  • ত্বক পরিষ্কার করে
  • সুগন্ধিযুক্ত
  • ফর্সা হওয়া যায়
  • ব্লাক হেড দূর করে
  • চাহিদা সম্পন্ন
  • চামড়া কুঁচকানো দূর হয়
  • সাশ্রয়ী দাম
  • সকলের জন্য

তো চলুন, এই ১০টি উপকারিতা সমূহ নিয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।

আরো পড়ুন 👇

১. ময়েশ্চারাইজিং

ডাভ সাবান মূলত ময়েশ্চারাইজিং সমৃদ্ধ ক্রিম যা ত্বককে মসৃণ এবং কোমল রাখে। এছাড়াও এটি শুষ্ক ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে বেশ ভালো ভূমিকা পালন করে থাকে।

২. পুষ্টি উপাদান

ডাভ সাবান হচ্ছে ভিটামিন সমৃদ্ধ যা ত্বকের পুষ্টির চাহিদা পূরণ করে। এটি ত্বককে স্বাস্থ্যকর ও রিভাইভড করতে সাহায্য করে।

৩. ত্বক পরিষ্কার করে

ডাভ সাবান ব্যবহারে ত্বককে গভীরভাবে পরিষ্কার করে। এটি ত্বকের বিভিন্ন ধরণের ছিদ্রগুলিকে বন্ধ করে।

৪. সুগন্ধিযুক্ত

ডাভ সাবানে নানান ধরণের সুগন্ধিতে পাওয়া যায়। যা সারা দিন আপনাকে সতেজ অনুভব করাবে। যারা সুন্দর সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করতে পছন্দ করেন তারা চাইলে ডাভ সাবান ব্যবহার করতে পারেন।

৫. ফর্সা হওয়া যায়

ডাভ সাবানে প্রচূর পরিমাণে পুস্টিগুণ রয়েছে এবং এই সাবান ব্যবহার করলে আপনার ত্বক আগের চেয়ে অনেক উজ্জ্বলতা বৃদ্ধি পায়।

৬. ব্লাক হেড দূর হয়

আপনাদের যাদের ত্বকে ব্লাক কিংবা হোয়াইট হেডস রয়েছে তারা এই সাবান ব্যবহার করতে পারেন।

৭. ত্বকের যত্নে

আপনার দেহের ত্বকের যত্নে নিশ্চিন্তে ডাভ সাবান ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বকে সতেজ ও কোমল রাখতে সহায়তা করবে।

৮. চামড়া কুঁচকানো দূর হয়

ডাভ সাবান ব্যবহার করলে দেহের চামড়া কুঁচকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে।

৯. সাশ্রয়ী দাম

ডাভ সাবান মূলত সাশ্রয় দামে ও যেকোন সুপারশপে পাওয়া যায়। এছাড়া ডাভ সাবান আপনার যতটুকু প্রয়োজন, ততটুকু সাইজের ক্রয় করে ব্যবহার করতে পারেন।

১০. সকলে ব্যবহার করতে পারে

ডাভ সাবান মহিলা থেকে শুরু করে পুরুষ এমনকি বাচ্চারাদের জন্যেও উপযুক্ত। এটি আপনার পরিবারের সকলের ত্বকের যত্ন নিতে ব্যবহার করতে পারেন।

ডাব সাবান দিয়ে ফর্সা হওয়ার উপায়

ফর্সা হওয়ার জন্য আমরা অনেকেই অনেক রকম ক্রিম, সাবান, ফেসওয়াশ ইত্যাদি ব্যবহার করে থাকি।  কিন্তু, এগুলো ব্যবহার করে অনেক সময় ভালো কোনো ফলাফল পাওয়া যায়না। তাই আপনি চাইলে ফর্সা হওয়া্র জন্য ডাভ সাবান ব্যবহার করে দেখতে পাররেন।

ডাভ সাবান এর উপকারিতা

এক্ষেত্রে আপনাকে প্রতিদিন মিনিমাম ২ থেকে ৩ বার ডাভ সাবান দিয়ে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিতে হবে তাহলে খেয়াল করবেন আগের তুলনায় কয়েক গুণ ফর্সা বা মুখ উজ্জল হয়ে গেছে।

কেননা, ডাভ সাবানে প্রচূর পরিমাণে পুস্টিগুণ রয়েছে এবং এই সাবান ব্যবহার করলে আপনার ত্বক আগের চেয়ে অনেক উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এছাড়াও, ডাভ সাবান ব্যবহার করলে আমাদের ত্বকের মসৃণতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কোমলতাও বৃদ্ধি পায়। তাই ফর্সা হতে চাইলে নিয়মিত এই সাবান ব্যবহার করুন।

আসল ডাভ সাবান চেনার উপায়

সাধারনত বাজারে ডাভ সাবান কিনতে নকল সাবানের কবলে পড়বেন না। যেকোনো দোকান থেকে আপনি চাইলে আসল ডাভ সাবান ক্রয় করতে পারবেন। তবে, সাবান ক্রয় করার সময় প্যাকেটের উপর থাকা QR কোডটি স্ক্যান করে যাচাই করে নিতে পারেন। এছাড়াও, ডাভ সাবানটি আসল নাকি নকল তা যাচাই করতে সাবানে থাকা মোড়কের কোয়ালিটি, সাবানের দাম ইত্যাদির মাধ্যমে।

তবে, আমাদের দেশে নকল ডাভ সাবান খুব একটা দেখা যায়না বললেই চলে। কিন্তু, একটু সতর্কতা জারি রাখতে হবে একটু যাচাই করে কিনলে আপনি কোন কিছুতেই ঠকবেন না। ডাভ সাবান ভারত ও বাংলাদেশি  হয়ে থাকে। তাই, আপনি কোন দেশের সাবান ব্যবহার করতে চাচ্ছেন সেটি আগে মনস্থির করুন। এরপর, সাবানের দাম, সাবানের মোড়ক ইত্যাদি ভালোমতো যাচাই করে ক্রয় করুন।

ডাভ সাবান ব্যবহারের নিয়ম

ডাভ সাবান কিভাবে ব্যবহার করতে হয় তা আমরা অনেকেই সঠিক নিয়ম জানি না। ডাভ সাবান ব্যবহার করার আগে প্রথমে মুখে সামান্য পরিমাণ পানি দিয়ে মুখটা ভিজিয়ে নিন। এরপর, মুখে ডাভ সাবান ভালো করে মেখে নিন। অতঃপর, পুরো মুখ হাত দিয়ে আলতোভাবে ম্যাসাজ করে নিয়ে পরিষ্কার করার চেষ্টা করতে হবে। আপনার আঙুলের আগা দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করতে হবে।

ডাভ সাবান এর উপকারিতা

এভাবে ডাভ সাবান আপনাকে দিনে মিনিমাম ২ থেকে ৩ বার দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। বাইরে থেকে বাড়িতে ফিরে ডাভ সাবান দিয়ে মুখ ধোয়ার চেষ্টা করবেন। এভাবে বেশ কয়েকদিন ডাভ সাবান ব্যবহার করুন কিছুদিনের মাঝেই অনেক ভালো ফলাফল পাবেন আপনার ত্বক অনেক নরম এবং মসৃণ হয়ে যাবে।

আর এভাবে আপনি ডাভ সাবান ব্যবহার করেন তাহলে কয়েক গুণ ত্বকের কোমলতা ও জেল্লা বাড়িয়ে নিতে পারবেন। এছাড়াও, এই সাবান ব্যবহারের পর শরীর থেকে সুন্দর সুগন্ধ বের হয়। ডাভ সাবান দিয়ে মুখ ধোয়া সহ আপনি চাইলে গোসলও করতে পারেন। এতে আপনার সারা দেহের পুষ্টি চাহিদা পূরণ হবে।

ডাভ সাবান এর দাম ২০২৪

এখনকার সময়ে ডাভ সাবান এর দাম অন্যান্য সাবানের তুলনায় একটু বেশি। এর কারন অন্যান্য সাবানের চেয়ে এই সাবানের উপকারিতা অনেকগুনে বেশি। বাংলাদেশে ডাভ সাবানের দাম ৮০ টাকা থেকে শুরু করে ২৭০ টাকা হয়ে থাকে। যেগুলো সাবান সাইজে একেবারে ছোট সেগুলোর দাম ৮০ টাকা, তার থেকে বড় সাইজের দাম ১৭০ টাকা এবং বড় আকারের দাম ২৮০ টাকা অবদি হয়ে থাকে।

তাই বলা যায় আপনি ৮০ টাকা থেকে ২৮০ টাকার মধ্যে ডাভ সাবান কিনতে পারবেন। ভারত দেশ থেকে আমদানি করা ডাভ সামানের চেয়ে আমাদের বাংলাদেশে তৈরি ডাভ সাবানের দাম তুলনায় কম হয়ে থাকে। ভারত থেকে আমদানি করা ডাভ সাবান কিনতে গেলে আপনাকে একটু বেশি দাম দিয়েই ক্রয় করতে হবে। তাই এক্ষেত্রে আপনি অবশ্যই যাচাই-বাচাই করে এই সাবান কেনার চেষ্টা করবেন।

ডাভ সাবান সম্পর্কিত সাধারন জিজ্ঞাসা (FAQs)

ডাভ সাবান কোন দেশের পণ্য?

ডাব সাবান মূলত যুক্তরাজ্যের (United Kingdom) পণ্য।

ডাভ সাবান কোন দেশের পণ্য?

ডাভ সাবান প্রোডাক্ট বর্তমানে ইউনিলিভার (Unilever) মালিকানাধীনের অন্তর্ভুক্ত।

মুখের জন্য কোন সাবান ভালো?

মুখের জন্য মুখের জন্য অবশ্যই ডাভ সাবান ভালো হবে। এতে বিদ্যমান উপকারি উপাদান থাকার ফলে মুখের ত্বক কোমল ও মসৃণ করার পাশাপাশি মোলায়েম করতে ডাব সাবান অনেক ভূমিকা রাখে।

কোন সাবান মাখলে স্থায়ীভাবে ফর্সা হওয়া যায়?

স্থায়ীভাবে ফর্সা হওয়ার সাবানের নাম হচ্ছে ডাব সাবান। এই সাবানটি নিয়মিত ব্যবহারে মুখ পরিষ্কার হয়  এবং গোসল করলে শরীরের উজ্জ্বলতা ও জেল্লা বৃদ্ধি পায়।

মুখে কোন সাবান ব্যবহার করা উচিত?

মুখের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে, মুখের ত্বক মসৃণ করতে এবং বয়স্ক ভাব দূর করতে মুখে ডাভ সাবান ব্যবহার করা উচিত। ডাভ সাবানে প্রচূর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যা ত্বকের জন্য অনেক উপকারী।

ডাভ সাবান সম্পর্কে লেখকের মতামত

ডাভ সাবান এর উপকারিতা সম্পর্কিত আজকের এই পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোন প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমরা আপনার মতামত এর উত্তর দেওয়ার যথাযথভাবে চেষ্টা করবো। এতক্ষন ধরে কাটিং টু ব্লগের সাথে থেকে ডাভ সাবান এর উপকারিতা জেনে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Comment