ডিজিটাল প্রযুক্তি কি, প্রযুক্তি কাকে বলে, সবচেয়ে আধুনিক প্রযুক্তি কি

আপনি কি ডিজিটাল প্রযুক্তি কি তা জানতে চাচ্ছেন? প্রযুক্তি প্রতিনিয়ত আধুনিক হয়েই চলেছে। প্রযুক্তির উন্নতির কারণে আমাদের জীবনযাত্রার মান দিনের পর দিন উন্নত হচ্ছে। ডিজিটাল প্রযুক্তি কি প্রযুক্তি কাকে বলে এবং সবচেয়ে আধুনিক প্রযুক্তি কি তা নিয়েই আমাদের আজকের এই পোস্টটি সাজানো হয়েছে।

আপনি যদি আধুনিক প্রযুক্তি কি এবং বর্তমান সময়ের সবথেকে আধুনিক প্রযুক্তি কোনগুলো জানতে চান, তবে পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়ুন। এতে করে, আধুনিক প্রযুক্তিগুলোর নাম এবং এগুলোর কাজ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। তো চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।

উপস্থাপনা – ডিজিটাল প্রযুক্তি

বর্তমান যুগে ডিজিটাল প্রযুক্তি এসে বা এর ব্যবহার আমাদের জীবনকে অনেক সহজ ও কার্যকর করেছে। তাই এই ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে আমাদের সকলের যথাযথ ধারনা থাকা দরকার। পাশাপাশিএর সঠিক ব্যবহার জেনে নিতে হবে। আমাদের পেশাগত ও বাক্তিগত জীবনে এই প্রযুক্তি ওতপ্রোত ভাবে জড়িত।

বাক্তিগত জীবনে যোগাযোগ করা থেকে শুরু করে অফিসের বিভিন্ন জটিল কাজ, এসমস্ত কিছুর জন্যই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার একেবারে স্পষ্ট। যারা ব্যবসায়ী বা উদ্যোক্তা রয়েছেন তারা ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স মাধ্যম ব্যবহার করে তাদের কার্যক্রম দিন দিন উন্নত করেছে।

এতে করে তারা এক দেশ থেকে অন্য দেশের সীমানা পার করে অন্যান্য দেশে তাদের ব্যবসা খুবই সহজ ভাবে পরিচালনা করছে। তবে এছাড়াও আমরা মোবাইল ব্যাংকিং, চিকিৎসা, বিনোদনসহ আরও অন্যান্য কাজে বিভিন্ন অ্যাপ ব্যবহার করি। যা মূলত ডিজিটাল প্রযুক্তিতে ভরপুর।

প্রযুক্তি কি

কোন পণ্যের উৎপাদন বা বিশেষ কোন উদ্দেশ্য বৈজ্ঞানিক গবেষণা সম্পাদনে ব্যবহৃত একটি স্কীল এবং টেকনিক এর সমষ্টিই হল প্রযুক্তি। এখানে প্রযুক্তি বলতে মূলত কতিপয় কৌশল ও প্রক্রিয়ার একত্রিতভাবে সমন্বয় গঠিত জ্ঞানকে বোঝানো হয়ে থাকে।

প্রযুক্তি কাকে বলে

যে কোন যন্ত্র ও প্রাকৃতিকভাবে গঠিত জ্ঞান এবং সে জ্ঞান একটি দক্ষতার সহিত ব্যবহার করে বিভিন্ন জটিল কাজ সহজে করার মাধ্যমকে প্রযুক্তি বলে। আর প্রযুক্তি বলতে এখানে কম্পিউটারিং ও মেশিন ডিভাইসের সঙ্গে যুক্ত হয়ে থাকা বিষয়কে বোঝান হয়, যার মাধ্যমে কেউ যদি এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে না থাকে তবুও এটি ব্যবহার করতে সক্ষম হয়।

প্রযুক্তি কত প্রকার ও কি কি

আমি যদি আপনাদের একেবারে সহজ ভাবে বলি তাহলে প্রযুক্তি হচ্ছে মানুষ এর সহজ থেকে শুরু করে জটিল উদ্দেশ্য পূর্ণ করার একটি মাধ্যম। যেহেতু এই প্রযক্তি সহজ থেকে শুরু করে, কঠিন হতে পারে তাই এর বিভিন্ন প্রকারভেদ রয়েছে। সাধারনতভাবে প্রযুক্তি মূলত ৭ প্রকারের হয়ে থাকে যথাঃ

  • তথ্য প্রযুক্তি
  • জৈব-প্রযুক্তি
  • যোগাযোগ প্রযুক্তি
  • ইলেকট্রনিক্স প্রযুক্তি
  • চিকিৎসা প্রযুক্তি
  • যান্ত্রিক প্রযুক্তি
  • পারমাণবিক বা নিউক্লিয়ার প্রযুক্তি

ডিজিটাল প্রযুক্তি কি

মানুষের পক্ষে করা বিভিন্ন জটিল কাজ অনেক কম সময়ে ও সহজেই করে দেয় এমন প্রযুক্তিকে আধুনিক প্রযুক্তি বলা হয়। এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনেকেই জটিল কাজ সম্পন্ন করতে পারি। এছাড়াও, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন অফিস আদালত, স্কুল কলেজ, থানা পুলিশ অল্প প্রযুক্তিতেই অনেক কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

ডিজিটাল প্রযুক্তি কি

যেমন – আগেকার আমলে শুধুমাত্র রেডিও ব্যবহার করা হতো সেখানে বিভিন্ন খবর, গান শোনার জন্য। আবার আলো পাওয়ার জন্য টর্চ লাইট ব্যবহার হতো, মুভি বা বই দেখার জন্য টেলিভিশন ব্যবহার হতো, এছাড়াও ক্যালেন্ডার তারিখ দেখার জন্য ব্যবহার করা হতো। কিন্তু, আপনি এখন খেয়াল করে দেখেন এটি  এখন একটি মোবাইল ফোনে সকল ফিচার পাওয়া যায়।

📌 আরো পড়ুন 👇

আধুনিক প্রযুক্তির একটি উদাহরণ হচ্ছে মোবাইল ফোন। এই মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে যোগাযোগ করা, ইন্টারনেট ব্যবহার করা, গান শোনা, ভিডিও দেখা, টর্চ লাইট জালানো রেডিও শোনা সহ আরও অনেক বিভিন্ন জটিল কাজ করা সম্ভব হয়। হাতের মুঠোয় একটি মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে আমরা এখন অধিকাংশ কাজ অনেক দ্রুত সম্পন্ন করা যাচ্ছে।

ডিজিটাল প্রযুক্তিতে সমস্ত তথ্যকে 0 ও ১ নম্বরে রূপান্তর করে সেগুলো তথ্যকে সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা সম্ভব হয়। মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট এবং বিভিন্ন ধরণের সফটওয়্যার ছাড়া আমাদের প্রতিদিনের জটিল কাজগুলো করা অসম্ভব। এই ডিজিটাল প্রযুক্তি দ্বারা যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা এবং ব্যবসা- বাণিজ্য সব কিছুই পরিচালিত হয়।

প্রযুক্তির ক্ষেত্রসমূহ

সারা বিশ্ব হচ্ছে প্রযুক্তিনির্ভর। আমরা চারপাশে যা দেখি বা যা ব্য্যবহার করি সবক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার রয়েছে। যার ফলে নানান প্রযুক্তির নানা ক্ষেত্র তৈরী হয়েছে, যার সাহায্যে মানবসভ্যতা ক্রমাগত বিকশিত হচ্ছে। এখন প্রযুক্তির ক্ষেত্র রয়েছে যেমন-

  • কৃষি প্রযুক্তি
  • যাতায়াত প্রযুক্তি
  • নির্মাণ প্রযুক্তি
  • উৎপাদন প্রযুক্তি
  • নৌ প্রযুক্তি
  • রাসায়নিক প্রযুক্তি
  • পরিবেশগত প্রযুক্তি
  • জৈব প্রযুক্তি
  • প্রকৌশল প্রযুক্তি
  • ভৌগোলিক তথ্য ব্যবস্থা
  • তথ্য প্রযুক্তি
  • মাইক্রো প্রযুক্তি ও ন্যানো প্রযুক্তি
  • এরোস্পেস প্রযুক্তি ইত্যাদি।

সবচেয়ে আধুনিক প্রযুক্তি কি

বর্তমানে বিভিন্ন ধরণের আধুনিক প্রযুক্তি রয়েছে। শুধু একটি প্রযুক্তির কথা বললে ভুল হবে এর কারণ হচ্ছে প্রতিনিয়ত অনেক আধুনিক প্রযুক্তি তৈরি হচ্ছে যেগুলো আমাদের সকলের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করছে। তবে এগুলোরম মধ্যে আসলে কোনটি সবচেয়ে আধুনিক প্রযুক্তি তা বলা খুবই কঠিন।

কেননা কোনটি সবচেয়ে আধুনিক প্রযুক্তি সেটা একমাত্র নির্ভর করে নিজের দৃষ্টিভঙ্গির উপর। এখানে কেউ যদি আধুনিক প্রযুক্তি বলতে প্রযুক্তির ক্ষমতাকে বোঝয়, তাহলে কম্পিউটারকে সবচেয়ে আধুনিক প্রযুক্তি বলা যায়। অন্যদিকে সবচেয়ে আধুনিক প্রযুক্তি বলতে কেউ যদি বোঝায় যে প্রযুক্তি সমাজের উপর প্রভাব ফেলছে, তাহলে সেক্ষেত্র ইন্টারনেট, স্মার্টফোন, বিনোদন ইত্যাদি কে বোঝায়।

ডিজিটাল প্রযুক্তি কি

আবার কেউ যদি সবচেয়ে আধুনিক প্রযুক্তি বলতে সর্বশেষ প্রযুক্তিকে বোঝায় তাহলে সেক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ব্লকচেইন, মেটাভার্স ইত্যাদি কে বোঝাবে। তাই আসলে নির্ধারিত ভাবে বলা খুবই মুশকিল হবে যে কোন প্রযুক্তি সবচেয়ে আধুনিক প্রযুক্তি। তবে আপনারা যেহেতু জানতে চেয়েছেন যে সবচেয়ে আধুনিক প্রযুক্তি কি তাই আপনাদের সুবিধার কথা ভেবে কিছু আধুনিক প্রযুক্তির তালিকা নিম্নে তুলে ধরেছি।

  • কৃত্রিম বুদ্ধিমত্তা
  • ভার্চুয়াল রিয়েলিটি
  • রোবটিক্স
  • 3D প্রিন্টিং
  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং

উপরের উল্লিখিত প্রযুক্তিগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরণের আধুনিক প্রযুক্তি রয়েছে যেগুলো অনেক জটিল কাজে ব্যবহার করা হয়। নিচে উপরের উল্লখিত তালিকায় থাকা আধুনিক প্রযুক্তি নিয়ে বিস্তারিত কিছু তথ্য আলোচনা করেছি। চলুন তাহলে জেনে নেয়া যাক।

কৃত্রিম বুদ্ধিমত্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) হচ্ছে মূলত কম্পিউটার বিজ্ঞান এর একটি প্রশাখা, যা ব্যবহার করে কম্পিউটারকে মানুষের মতো করে ভাবতে সহায়তা করে এবং কম্পিউটার ব্যবহার করে এখন নানা্ন ধরণের জটিল কাজ অনেক দ্রুত ও কম সময়ে মানুষের চেয়েও ভালোভাবে করে নেয়া যায়।

এআই অনেক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। যেমন –

  • চিকিৎসা (Medicine)।
  • পরিবহন (Transportation)
  • কমার্শিয়াল (Commercial)

ভার্চুয়াল রিয়েলিটি

ভার্চুয়াল রিয়েলিটি এর মাধ্যমে এখন কৃত্রিম দুনিয়ায় প্রবেশ করা সম্ভব। অর্থাৎ, আপনি চোখে সানগ্লাসের মতো একটি ডিভাইস পড়ে VR প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম জগতে খুব সহজেই প্রবেশ করতে পারবেন।

রোবটিক্স

স্বয়ংক্রিয় রোবট, অপারেটেড রোবট, স্থির রোবট সহ বিভিন্ন ধরণের রোবট রয়েছে এগুলো রোবটিক্স প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অনেক ভারী কাজ সম্পাদন করা হয় রোবটিক্স ব্যবহার করে। রোবটিক্স প্রযুক্তি ব্যবহারের ফলে অনেক কঠিন কাজ অতি ্সহজেই সম্পন্ন করা যাচ্ছে।

3D প্রিন্টিং

3D প্রিন্টিং হচ্ছে এখঙ্কার সময়ে অনেক উন্নত ও আধুনিক একটি প্রযুক্তি। এই প্রযুক্তি কম্পিউটার এর সাহায্যে যেকোন থ্রিডি ডিজাইন তৈরি করে অনুরূপ একটি ম্যাটেরিয়াল এর আকৃতি দেয়া যায়।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং

একটি উদ্ভিদ কিংবা প্রাণীর মাঝে থাকা জিনের পরিবর্তন করে নতুন ভাবে তার আলাদা উন্নত জাত তৈরি করার জন্য এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করা হয়।

প্রযুক্তি গুরুত্ব কি

আমাদের জীবনে প্রযুক্তি অনেক জটিল কাজ সহজ করে দিয়েছে। পূর্বে যোগাযোগ বা সাক্ষাত করার জন্য  কিংবা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য ২ টি মাধ্যম ছিল যথা হেঁটে যাওয়া ও ঘোড়া চড়ে যাওয়া। কিন্তু, এখন আপডেট প্রযুক্তি ব্যবহারের ফলে বিভিন্ন যানবাহন ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করা খুবই সহজ হয়ে গিয়েছে।

📌 আরো পড়ুন 👇

তবে এছাড়াও, মোবাইল ফোন কিংবা কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে পুরো পৃথিবীর এক জায়গা থেকে অন্য জায়গাতে খুব দ্রুত যোগাযোগ করা সম্ভব হচ্ছে। আর এই ডিজিটাল প্রযুক্তির গুরুত্ব মানুষের দিনের পর দিন চাহিদা বেড়েই চলেছে। তাই বলা যায় আমাদের সকলের জীবন সহজ করার জন্য ও বিভিন্ন জটিল কাজ সহজে সম্পন্ন করার জন্য প্রযুক্তির গুরুত্ব অপরিসীম।

আধুনিক প্রযুক্তির গুরুত্ব

আধুনিক প্রযুক্তির ব্যবহারে মানবসভ্যতার প্রতিটি স্টেপেই ইতিবাচক প্রভাব ফেলেছে। যার প্রমান হচ্ছে, সামাজিক ও যোগাযোগ থেকে শুরু করে জীবনযাত্রার মান অতীতের তুলনায় অধিকতর উন্নত হচ্ছে এবং এর পাশাপাশি বিকাশ সাধন হচ্ছে।

নিচে সামাজিকতার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির গুরুত্ব ও সুফলের উল্লেখ করা হল –

  • অপচয় রোধ
  • সময় সাশ্রয়ী
  • তথ্যের প্রাপ্যতা
  • মানবসম্পদের উন্নয়ন
  • দক্ষতা বৃদ্ধি
  • তাৎক্ষণিক যোগাযোগ
  • সহজতর জীবনযাপনের সুযোগ

কয়েকটি আধুনিক প্রযুক্তির নাম

কয়েকটি আধুনিক প্রযুক্তির নাম হচ্ছে, ভার্চুয়াল রিয়েলিটি বা VR, কৃত্রিম বুদ্ধিমত্তা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং , 3D প্রিন্টিং, রোবটিক্স ইত্যাদি। এ সমস্ত আধুনিক প্রযুক্তিআমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত হচ্ছে এবং এর পাশাপাশি আমাদের সকলের জীবনযাত্রার মান বৃদ্ধি করছে।

১০ টি প্রযুক্তির নাম

আপনারা অনেকেই গুগলের কাছে এসে ১০ টি প্রযুক্তির নাম জানতে চেয়ে থাকেন। এজন্য আমরা পোষ্টের এই পাঠে ১০টি প্রযুক্তির নাম উল্লেখ করেছি যথাঃ

  1. কৃত্রিম বুদ্ধিমত্তা
  2. মেশিন লার্নিং
  3. ইন্টারনেট অফ থিংস
  4. ভার্চুয়াল এ প্রযুক্তির ব্যবহার
  5. অগমেন্টেড রিয়েলিটি
  6. 3D প্রিন্টিং
  7. রোবটিক্স
  8. ব্লকচেন
  9. ন্যানোটেকনোলজি
  10. জৈব প্রযুক্তি

ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে লেখকের মতামত

আজকের এই পোস্টে আপনাদের সাথে ডিজিটাল প্রযুক্তি কি, প্রযুক্তি কাকে বলে, সবচেয়ে আধুনিক প্রযুক্তি কি এবং এসব আধুনিক প্রযুক্তি আসলে কোন কোন ক্ষেত্রে প্রতিনিয়ত ব্যবহার করছি তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আধুনিক প্রযুক্তির উন্নতি দিনের পর দিন বেরেই চলেছে। তাই, এগুলো আমাদের সবার জীবনযাত্রার মানকে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে বৃদ্ধি করতে অনেক ভুমিকা পালন করছে।

ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে আজকের ব্লগটি উপকারি মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমরা আপনার মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এতক্ষন সময় নিয়ে কাটিং টু ব্লগ সাইটের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Comment