আপনারা জানতে চেয়েছিলেন ডেকাসন কিসের ঔষধ ও ডেকাসন ট্যাবলেট খেলে কি হয়। তাই আমরা আজকের এই পোস্টটি নিয়ে চলে আসলাম। আজকের এই পোস্টটি আপনি যদি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত পড়েন তাহলে আশা করছি সঠিক তথ্যটি জানতে পারবেন। আমাদের কাজই হল আপনাকে সবসময় সঠিক তথ্য প্রদান করা। যাতে যেকোন বিষয়ে জানতে এসে কোনরকম বিভ্রান্তিতে পড়তে না হয়।
ডেকাসন ট্যাবলেট সেবন করার আগে এটা কিসের ওষুধ বা কেন খায় সেই বিষয়ে জানা থাকলে একজন রোগী সেই ওষুধ সেবন করা নিয়ে চিন্তা করে না। মূলত এ ধরণের রোগীদের জানার লক্ষ্যে আমরা এই পোষ্টে এই ওষুধ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এছাড়াও অনেকেই ডেকাসন কিসের ঔষধ তা জানার জন্য গুগলে এসে সন্ধান করে থাকে। তো আপনি যদি তাদের মধ্যে হয়ে থাকেন তাহলে এই পোষ্ট মনযোগ দিয়ে পড়ুন।
উপস্থাপনা – ডেকাসন ট্যাবলেট
আপনি যদি আমাদের সাথে শেষ অবদি থাকেন, তাহলে ডেকাসন কিসের ঔষধ – ডেকাসন ট্যাবলেট খেলে কি হয় জেনে নেওয়ার পাশাপাশি ডেকাসন ট্যাবলেট কেন খায় ,decason এর কাজ কি, ডেকাসন ট্যাবলেট এর পার্শপ্রতিক্রিয়া ইত্যাদিসহ এই ওষুধের আরও বিভিন্ন ধরণের জরুরি তথ্যাদি জানতে পারবেন।
আমরা সবার প্রথমে decason কিসের ঔষধ সেই সম্পর্কে জেনে নিব এরপর আমরা এই ওষুধের অন্যান্য যাবতীউ তথ্য গুলো বিস্তারিতভাবে জেনে নিব। সাধারণত এই ঔষধ কোন রোগের ওষুধ বা আমাদের দেহের কোন কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় তা জানব।
decason কিসের ঔষধ
আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে decason কিসের ঔষধ বা এই ওষুধ কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে আসুন কথা না বাড়িয়ে decason কিসের ঔষধ তা নিচের অংশ থেকে জেনে নেই।
📌আরো পড়ুন 👇
এটি মূলত যাদের চর্মরোগ রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমাদের দেহে চর্মরোগ দেখা দিলে ডাক্তাররা এই ওষুধ প্রেসক্রাইব করে থাকে। আবার যাদের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি দেয়া হয়। কেননা এটি এলার্জি জনিত সমস্যা নিরাময় করতে পারে।
- কোলাজেন জনিত সমস্যা যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ নিরাময়ে সাহায্য করে থাকে।
- বুলাস ডার্মাটাইটিস হারপেটিফরমিস রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- মাইকোসি ফাংগয়েডস রোগের ক্ষেত্রেও ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে।
- ক্যানসারজনিত রোগের ক্ষেত্রে ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে।
- এছাড়া যাদের পরিপাকতন্ত্র জনিত সমস্যা বা রোগ আছে তাদের ক্ষেত্রেও এই ওষুধ ব্যবহার করা যায়।
ডেকাসন ট্যাবলেট কেন খাবেন
আমরা ইতিমধ্যে decason কিসের ঔষধ তা নিয়ে উপরের পাঠে বিস্তারিত আলোচনা করেছি। এবার আমরা ডেকাসন ট্যাবলেট কেন খায় সেই বিষয়েও ক্লিয়ার ধারনা নিয়ে নিব।
- ডেকাসন সেবনে হেমাটোলজিক্যাল রোগ দূর হয়ে যায়। তাই যাদের এই সমস্যা রয়েছে তারা চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে পারেন।
- এছাড়াও লিউকেমিয়া রোগ দূর করতেও এই ঔষধ ব্যবহার করা যায়।
- স্নায়ুতন্ত্র জনিত সমস্যা গুলো নিরাময় করে বিশেষ করে যাদের মস্তিষ্কের সমস্যা রয়েছে তারা চাইলে এই মেডিসিনটি সেবন করতে পারেন।
- চোখের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে ডাক্তাররা রোগীদের এই ট্যাবলেট দিয়ে থাকে।
- কিডনির বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই ওষুধ খুবই উপকারি ভূমিকা পালন করে থাকে। কেননা এই ওষুধ সেবনে কিডনি জনিত সমস্যা নিরাময় হয়ে যায়।
- বাতজনিত আথ্রাইটিস রোগ নিরাময় করার জন্য আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী তীব্রমাত্রায় এই রোগের ক্ষেত্রে এই ওষুধ সেবন করতে পারেন।
উপরের উল্লিখিত সমস্যাগুলো ছাড়াও আরও বিভিন্ন রোগের ক্ষেত্রে এই ওষুধ সেবন করা হয়। তবে বিশেষ করে এই ওষুধ শুধুমাত্র চর্ম রোগের ক্ষেত্রে ভালো ধরনের উপকারে আসে। তাই যাদের দেহে বিভিন্ন ধরণের চর্মরোগ হয়েছে তারা যদি এটী সেবন করে তাহলে বেশ ভালো কাজে আসবে।
আবার যাদের হাঁপানিজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এটি কার্যকরী ভুমিকা পালন করে থাকে। তবে একটা বিষয় আমাদের সকলকেই সচেতন থাকতে হবে সেটা হচ্ছে কখনোই ভুল করেও এই ওষুধ একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতিত সেবন করবেন না।
কেননা আপনার রোগের অবস্থার উপর ভিত্তি করেই ডাক্তাররা এই ট্যাবলেট সেবন করার কথা বলবেন। তাই অযথা শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে এমন কাজ করবেন না। তো আশা করছি আপনারা এতক্ষণে ডেকাসন ট্যাবলেট কেন খাবেন তা বুঝতে ও জানতে পেরেছেন।
decason এর কাজ কি
আমরা ইতিমধ্যে ডেকাসন ট্যাবলেট খেলে কি হয় সে সম্পর্কে উপরে আপচনা করেছি এবার আসুন, ডেকাসন ট্যাবলেট কি কাজ করে বা আমাদের দেহ থেকে কোন রোগ প্রতিরোধ করে তা জেনে নেই।
- মেনিনজাইটিস রোগ দূর হয়ে থাকে।
- যক্ষা নিরাময় করতে সহায়ক।
- বাতের ব্যথা নিরাময় করতে সহায়ক।
- নিউমোনিয়া নিরাময় করতে সাহায্য করে।
- বিভিন্ন প্রদাহ জনিত সমস্যা দূর করে।
- রক্তস্বল্পতার সমস্যা দূর করে।
- থাইরয়েডজনিত সমস্যা দূর করে থাকে।
- দেহে ফাংগাস এবং ব্যাক্টেরিয়া জনিত সমস্যা থেকে রক্ষা করে।
- স্নায়ুতন্ত্রের সমস্যা নিরাময় করতে সহায়ক।
- চোখের বিভিন্ন সমস্যা নিরাময় করতে সহায়ক।
- কিডনির বিভিন্ন সমস্যা নিরাময় করতে সহায়ক।
- পরিপাকতন্ত্রের সমস্যা নিরাময় করতে সহায়ক।
- এলার্জি জনিত সমস্যা নিরাময় করতে সহায়ক ইত্যাদি।
আপনার দেহে যেই রোগ দেখা দিক না কেন ডাক্তারের পরামর্শ ব্যতিত ওষুধ সেবন করা একদমই উচিত নয়। এই ওষুধ শুধুমাত্র মোটা হওয়ার জন্য সেবন করলে আপনার দেহে অনেক ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। সেগুলো আমরা ধাপে ধাপে একটু পরে আলোচনা করব।
ডেকাসন ট্যাবলেট খেলে কি হয়
আমরা ইতিমধ্যে ডেকাসন ট্যাবলেট এর কাজ কি সেই সম্পর্কে জেনেছি। এবার আসুন ডেকাসন ট্যাবলেট খেলে কি হয় তা জেনে নেই। এই ঔষধটি মূলত এক ধরনের সিনথেটিক জাতীয় ঔষধ। যা পিটুইটারি গ্রন্থির প্রতিবন্ধক হিসেবে সহায়ক। এছাড়াও দেহের স্টেরয়েড হিসেবে নানান ধরণের প্রদাহ নিরাময় করতে সাহায্য করে। এছাড়াও এই ওষুধ খেলে আর কি কাজ হয় তা নিচে তুলে ধরা হলঃ
- বমিনাশক নিরাময় করে।
- এলার্জিজনিত সমস্যা নিরাময় করে।
- সেরিব্রাল ইডেমা প্রতিরোধ করে।
- ক্যান্সার এর চিকিৎসায় ব্যবহার হয়।
- চর্মরোগ এর চিকিৎসায় ব্যবহার করা হয়।
- পরিপাকতন্ত্রের নানান ধরণের সমস্যা নিরাময় করে।
- স্নায়ুতন্ত্রের নানান ধরণের সমস্যা নিরাময় করে।
- চোখের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেয়।
- কিডনিজনির সমস্যা থেকে মুক্ত রাখে।
- শ্বাসতন্ত্রের সমস্যা থেকে মুক্তি দেয় ইত্যাদি।
ডেকাসন ট্যাবলেট বেশি খেলে কি হয়
আমাদের আসলে যেকোন ঔষধ সেবন করার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এর কারণ আপনি যদি প্রয়োজনের তুলনায় বেশি পরিমানে মেডিসিন সেবন করেন, তাহলে আমাদের দেহে উপকার না হয়ে অবিলম্বে ক্ষতি হতে পারে। মোটকথা ডাক্তারের পরামর্শ ব্যতিত ওষুধ সেবন করা মানে শরীরের ওপর বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব ডেকে আনা।
আমরা এখন ডেকাসন ট্যাবলেট বেশি খেলে কি হয় সেই সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। ডেকাসন ট্যাবলেট বেশি খেলে যেগুলো সমস্যা দেখা দিতে পারে তা নিম্নে উল্লেখ করে দেয়া হলঃ
- দৃষ্টি শক্তি কমে যায় ফলে অনেকসময় চোখে ঝাপসা দেখি।
- ডায়রিয়ার সমস্যা হতে পারে
- বমি বমি ভাব দেখা দেয়
- অনেক সময় বমিও হয়ে যায়।
- দেহের বিভিন্ন অঙ্গ শক্ত হয়ে যায়।
- প্রচন্ড মাথা ব্যথা হতে পারে।
- এছাড়াও মাথা ঘোড়ানো শুরু হতে পারে।
- ঘন ঘন ঘুম আসতে পারে।
- শরীরের ওজন হঠাৎ করেই বেড়ে যেতে পারে।
- ত্বকে ফুসকুড়ির দেখা দিতে পারে
- ক্ষুধার পরিমান কমে যেতে পারে।
- শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।
- চোখ হলুদ হয়ে যেতে পারে।
- শরীরে ঘামের মাত্রা বেড়ে যাওয়া ইত্যাদি।
ডেকাসন ট্যাবলেট বেশি খেলে মূলত উপরের উল্লিখিত সমস্যা গুলো আমাদের দেহে দেখা দিতে পারে। তবে সবার ক্ষেত্রে সবগুলো ক্ষতিকর প্রভাব না-ও দেখা দিতে পারে। তবুও আপনাকে আমাকে এই ওষুধ বেশি সেবনের ক্ষেত্রে উপরোক্ত বিষয়গুলি মাথায় রাখতে হবে।
ডেকাসন ট্যাবলেট এর পার্শপ্রতিক্রিয়া
আপনারা হয়তো জানেন যে প্রতিটা ওষুধেরই উপকারিতা থাকার পাশাপাশি অল্প পরিমাণ হলেও সাইড ইফেক্ট বিদ্যমান থাকে। তেমনি ডেকাসন ট্যাবলেট নিশ্চয় তার ব্যতিক্রম নয়। আর আপনারা হয়তো এই ওষুধ নিয়মিত সেবন করছেন কিন্তু এর পার্শপ্রতিক্রিয়া গুলো জানা নেই।
মূলত এজন্যই আমরা আপনাদের সুবিধার কথা ভেবেই পোষ্টের এই পাঠে ডেকাসন ট্যাবলেট এর ক্ষতিকর দিক বা পার্শপ্রতিক্রিয়াগুলো তুলে ধরেছি। ডেকাসন ট্যাবলেট সেবনে যেগুলো পার্শপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তা নিম্নে উল্লেখ করা হলঃ
- উচ্চরক্তচাপ,
- ইউফোরিয়া,
- অন্যান্য মানসিক সমস্যা
- পটাসিয়াম ঘাটতি,
- হাইপোক্যালেমিক অ্যালকালোসিস।
- পটাশিয়াম এর ঘাটতি।
- গ্লুকোজ টলারেন্স কমে যাওয়া
- পরিপাকতন্ত্রের সমস্যা সৃষ্টি করে।
- ত্বকে অতিরিক্ত লালচে দাগ
- সোডিয়াম এবং ফ্লুইড রিটেনশন
- গ্যাস্ট্রিক এবং ডিওডেনাল আলসা
- টিকার কার্যকারিতা কমে যাওয়া ইত্যাদি।
ডেকাসন ট্যাবলেট খেলে কি ওজন বাড়ে
আপনি দেখতে অনেকটা পাতলা এজন্য হয়তো মোটা হওয়ার চিন্তাটা আপনার মধ্যে অনেক ইচ্ছা পোষন হচ্ছে। এই সমস্যা যদি কোন ডাক্তারের সাথে শেয়ার না করেই এই ওষুধ খাওয়া শুরু করলেন তাহলে আপনার কি হতে পারে। এই ওষুধ খেলে আপনার খাওয়ার রুচি আগের তুলনায় ঠিকই বাড়বে।
কিন্তু একটা বিষয় আছে সেটা হল আপনি যদি ২/৩ মাস ওষুধ খেয়ে বাদ দেন তাহলে ধীরে ধীরে আপনার অরুচি হয়ে যাবে এতে আপনি আবারও আগের মত চিকন হয়ে যাবেন। তারপর যদি পরে আপনি ভিটামিন সিরাপ সেবন করা শুরু করেন তাহলে আপনার দেহে কোন কাজ করবে না।
আসলে এই ডেকাসন ট্যাবলেটটি খেলে ওজন বাড়ে ঠিকই কিন্তু পরে গিয়ে যে করার সেই হয়ে যায় মানে আগে যেমন্টা ছিলেন ওষুধ খাওয়া বাদ দিলে আবার সেই অবদথাতেই ফিরে আসবেন। শুধু মোটা বা ওজন বাড়ানোর ক্ষেত্রে এই ওষুধ সেবন করলে ভুল কাজ করবেন।
এটি কখনো করতে যাবেন না। কেননা হিতে এটি আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে। মোটা করবে ঠিকই কিন্তু সেতা ক্ষনস্থায়ীভাবে। আসলে এই ওষুধ মূলত আমাদের দেহের বিভিন্ন ধরণের চর্ম রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আশা করছি আপনার মনে যেই প্রশ্নটি তাড়না দিচ্ছিলো সেই প্রশ্নের উত্তরটি জানতে সক্ষম হয়েছেন।
সাধারন জিজ্ঞাসা (FAQs)
decason 0.5 mg কি কাজে লাগে?
decason 0.5 mg আমাদের দেহেররোগ প্রতিরোধ ক্ষমতা ফেরাতে এবং প্রদাহ জনিত সমস্যাগুলো নিরাময় করতে সহায়তা করে থাকে।
decason 0.5 mg ট্যাবলেট এর মূল্য কত?
প্রতি পিস decason 0.5 mg এর দাম হচ্ছে মূলত ১ টাকা করে।
decason 0.5 mg ট্যাবলেট এর জেনেরিক নাম কি
ডেক্সামিথাসন (Dexamethasone)।
ডেকাসন মেডিসিন সম্পর্কে লেখকের মতামত
আমরা ইতিমধ্যে ডেকাসন কিসের ঔষধ ও ডেকাসন ট্যাবলেট খেলে কি হয় সেই সম্পর্কে বিস্তারিভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আপনি যদি এই ব্লগ পোষ্টটি শুরু থেকে শেষ অবদি পড়ে থাকেন, তাহলে হয়তো নিশ্চয় এতক্ষণে এই ওষুধ নিয়ে ক্লিয়ার ধারনা পেয়ে গেছেন। আপনার যদি ডেকাসন মেডিসিন সম্পর্কে কোন প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।