আপনি কি সিপিইউ কি, সিপিইউ এর কাজ কি তা বিস্তারিতভাবে জানতে চাচ্ছেন? আজকে আমরা তথ্য ও প্রযুক্তি ক্যটাগরি থেকে অত্যন্ত প্রয়োজনীয় টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা অনেকেই হয়তো সিপিইউ এর নাম শুনেছেন। সিপিইউ হচ্ছে মূলত কম্পিউটারের একটি হার্ডওয়্যার। সিপিইউ ব্যতিত কম্পিউটার একেবারেই অচল। সিপিইউ এর মাধ্যমে ব্যবহারকারীর নির্দেশনা মোতাবেক কাজ করে।
মূলত কম্পিউটার সম্পর্কে আলোচনা করতে এই সিপিইউ বিষয়টি চলে আসে। তাই আমরা আজকের এই আর্টিকেলে সিপিইউ কি, সিপিইউ এর কাজ কি সেই সম্পর্কে আলোচনা করার পাশাপাশি cpu এর কয়টি অংশ থাকে সেই সম্পর্কেও বিস্তারিত ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনি যদি সিপিইউ এর এগুলো বিষয়ে জেনে না থাকেন তাহলে আজকের এই ব্লগটি অনেক উপকার হতে চলেছে।
উপস্থাপনা
কম্পিউটার হচ্ছে মূলত এক ধরণের ইলেকট্রনিক যন্ত্র যা ডাটা সংরক্ষণ পুনরুদ্ধার এবং প্রক্রিয়াকরণ করতে পারে। কম্পিউটারের চিন্তা করার শক্তি নিয়ে তর্ক করার কিছু নেই। এই যন্ত্র শুধুমাত্র ব্যবহারকারীর দেওয়া নির্দেশনা অনুযায়ী পালন করে। বিভিন্ন প্রকার সমস্যা নিরাময়ে বিভিন্ন প্রকার প্রোগ্রাম ব্যবহৃত হয়।
বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন বা কার্যকরী করার লক্ষ্যে কম্পিউটারকে একটি অমূল্য এবং উপযোগী ব্যবসায়িক যন্ত্রে পরিণত হয়েছে। এর পাশাপাশি কম্পিউটার এর সকল ধরণের কাজ সিপিইউ এর মাধ্যমে করে থাকে। বর্তমান সময়ে মানুষের জীবন টেকনোলজির বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার ছাড়া একদম অপরিপূর্ণ।
এমন কোন ক্ষেত্র নেই যে সেখানে এই ডিভাইসের ব্যবহার নেই। তাই আমার মনে হয় এই বিষয়ে অবহেলা না করাই উচিত। এই পোষ্টটি মনোযোগ সহকারে পড়ে এগুলো বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া। তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে প্রথমে সিপিইউ কি সেই সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক।
সিপিইউ কি – what is cpu
সিপিইউ কে এক কথায় কম্পিউটার এর মস্তিস্ক বা ব্রেইন বলা হয়। আবার কখনও কখনও সময় প্রসেসর (Processor) কিংবা মাইক্রোপ্রসেসর (Microprocessor) বলা হয়ে থাকে। এটি সাধারনত একটি কম্পিউটার ডিভাইসের এর মূল অংশ বা উপাদান হিসাবে ধরা বা বলা হয়। কম্পিউটারের সবটুকু পারফরমেন্সে এই সি পি ইউ এর উপর নির্ভরশীল।
আপনি কম্পিউটারের তাৎক্ষণিক কোন ধারণা নিতে চান, তাহলে তার আগে আপনাকে কম্পিউটারে থাকা সিপিইউ এর ক্ষমতা সম্পর্কে জানতে হবে। এটি কম্পিউটার ডিভাইসের মস্তিস্ক হিসেবে কাজ করে। যেমন অন্যান্য ডিভাইস হিসেবে হার্ড ও ট্যাব ড্রাইভ এর কমান্ডগুলি কার্যকর করার জন্য প্রসেসর ব্যবহার করা হয় এবং এই প্রসেসর এর সাহায্যে বিভিন্ন হিসাব সমাধান করা যায়।
মূলত প্রসেসর কম্পিউটারের ডাটাকে সঠিকভাবে নিজের কাছে রেখে সেগুলোকে আউটপুট প্রদান করা। সি পি ইউ (CPU) হচ্ছে ছোট্ট ডিভাইস যা মেইনবোর্ডের একটি স্লটের সাথে যুক্ত থাকে। এবং এর প্রসেসরকে ঠান্ডা করে এর উপরে থাকা একটি কুলীন ফ্যান। যার ফলে প্রসেসর মাদারবোর্ড এর সহিত অংশ নেয়।
cpu এর পূর্ণরূপ কি – cpu full form
CPU এর ফুল ফর্ম হল Central Processing Unit যাকে বাংলা ভাষায় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ একক বলা হয়। এর মাধ্যমে কম্পিউটারের সব ধরণের কার্যাদি পরিচালনা করার পাশাপাশি নিয়ন্ত্রণ করা হয়। ব্যবহারকারীর নির্দেশনা মোতাবেক এটি প্রক্রিয়াজাত করে যা প্রয়োজনীয় ফলাফল দেওয়া জন্য সিপিইউ অনেক ভূমিকা পালন করে থাকে। সিপিইউ কম্পিউটারের কাজ করার ক্ষমতা এবং গতির উপর নির্ভরশীল।
alu এর পূর্ণরূপ কি – alu full meaning
ALU এর পূর্ণরূপ হচ্ছে Arithmetic Logic Unit. যাকে বাংলায় পাটিগণিত লজিক ইউনিট বলা হয়।
সিপিইউ এর উপাদান
CPU একটি প্রসেসিং ইউনিট হলেও আউটপুট প্রদান করার জন্য এর কিছু সহায়ক বা উপাদান অবশ্যই প্রয়োজন রয়েছে। সেই উপাদানগুলি নিম্নে উল্লেখ করা হলো-
- Memory (মেমোরি)
- Control unit (কট্রল ইউনিট)
- ALU (এ এল ইউ)
মেমোরি (Memory)
মেমোরি অর্থ হলো কম্পিউটারের প্রসেসর এর মেমোরি। এটিকে কম্পিউটার ডিভাইসের স্মৃতিশক্তি বলা হয়। এখানে কম্পিউটারের প্রোগ্রামের বিভিন্ন ধরণের নির্দেশনাগুলি সরাসরি জমা থাকে। এই মেমরি গুলো মূলত cpu এ যাওয়ার আগেই মেমোরি ডিভাইসের মধ্যে ডাট বা উপাত্ত এর তথ্য গুলো জমা রাখে।
যা মূলত ইউজার পরে মেমোরি থেকে কালেক্ট করে প্রসেস করে আউট প্রদান করে। এক্ষেত্রে কম্পিউটার মেমোরি ২ ধরনের হতে পারে। যেমনঃ
- (RAM memory): এতে ডাটা ইনপুট রাখা হয়।
- (ROM memory): এতে ডাটা আউটপুট রাখা হয়।
কন্ট্রোল ইউনিট (Control unit)
কন্ট্রোল ইউনিট সাধারণত CPU এর একটি গুরুত্বপূর্ণ উপাদান যা প্রসেসরের ক্রিয়া-কলাপ গুলোকে নির্দেশ মোতাবেক অনুমোদিত হয়। CU এর পূর্ণরূপ Central unit, আবার এদিকে কম্পিউটারের ব্যবস্থাপক হিসাবে ধরা হয়। আরও সহজভাবে বলতে গেলে একটি প্রোগ্রাম থেকে গ্রহণ করার নির্দেশ গুলো কন্ট্রোল ইউনিট কম্পিউটারের সমস্ত ডিভাইস গুলোর মাঝে ছড়িয়ে দেয়া।
অ্যারথমেটিক লজিক্যাল ইউনিট (ALU)
ALU এর পূর্ণরূপ হল Arithmetic Logical Unit. এর কাজ হচ্ছে প্রধানত দুটি যেমন প্রথমটি গাণিতিক ক্রিয়া দ্বিতীয় গানিতিক ফলাফল প্রদান করা। তাই বলা যায় কম্পিউটারের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সহায়তায় করা হয়। এটি কম্পিউটার ডিভাইসের বিভিন্ন ধরণের উপাত্ত গুলোর মধ্যে তুলনা করবে এবং উপাত্ত বাছাই করে উপাত্ত ম্যাচ kore thake.
সিপিইউ এর কাজ কি
সি পি ইউ এর কাজগুলো বলতে গেলে একটি কিবোর্ড মাউস প্রিন্টার ইত্যাদি বা কম্পিউটার প্রোগ্রাম থেকে নেয়া ইনপুট এবং তা প্রয়োজন অনুযায়ী বিশদভাবে ব্যাখ্যা করা। এছাড়া কম্পিউটারে cpu এর অনেকগুলো কাজ রয়েছে যা আমরা নিম্নে সংক্ষেপে উল্লেখ করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে সিপিইউ এর কাজ কি তা নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক।
আরো পড়ুন 👇
১৫ টি আধুনিক কৃষি প্রযুক্তির নাম ও ব্যবহার
- মেমোরি Input/Output ডিভাইসের মধ্যে ডেটার আদান।
- কম্পিউটার ডিভাইসের সমস্ত অংশের নিয়ন্ত্রণ করা ও সময় নির্ধারণ করা।
- মেমোরি থেকে ডাটা বা উপাত্ত ও নির্দেশনা নেয়া।
- নির্দেশনা গুলোকে ডি কোড (D-CODE) করা।
- গাণিতিক ও বুদ্ধিমূলক কাজে অংশগ্রহণ করা।
- কম্পিউটার মেমরিতে সংরক্ষিত প্রোগ্রাম এক্সিকিউট করা।
- ইনপুট ও আউটপুট এর সাথে যোগসূত্র স্থাপন করা।
আশা করছি আপনারা এই অংশটুকু পড়ে সিপিইউ এর কাজ কি তা হয়তো এতক্ষণে জেনে নিতে পেরেছেন। এরপর চলুন Alu এর কাজ কি তা বিস্তারিতভাবে জেনে নেই।
Alu এর কাজ কি
অ্যারথমেটিক লজিক্যাল ইউনিট অংশের কাজ হচ্ছে মূলত গাণিতিক এবং সিদ্ধান্ত গ্রহণ করা। বর্তমান সময়ে আধুনিক প্রসেসরের গতি বাড়ানোর জন্য গাণিতিক যুক্তি অংশ সংযুক্ত করা হয়। ALU-এর কার্যাবলী কে সাধারনত ৩ ভাগে ভাগ করা যায়। যথাঃ
- গাণিতিক কাজ ( Arithmetic Operations)
- যুক্তি মূলক কাজ (Logical Operations)
- ডেটা/উপাত্ত সঞ্চালন (Data Operations)
গাণিতিক কাজ ( Arithmetic Operations)
গাণিতিক কাজ বলতে এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করাকে বোঝানো হয়েছে। ছোট বড় সমান যোগ ও বিয়োগের সাহায্যে ২ টি সংখ্যার তুলনা গাণিতিক কাজের অন্তর্ভুক্ত রয়েছে।
যুক্তিমূলক কাজ (Logical Operations)
এটি গাণিতিক যুক্তি বর্তনীতে ব্যবহৃত NOR, NOT, AND, OR ইত্যাদি গেট অথবা এদের সমন্বয়ে গঠিত জটিল যুক্তি মূলক কাজগুলির সমস্যা সমাধান করা হয়।
ডেটা/উপাত্ত সঞ্চালন (Data Operations)
কোন মেমোরিকে পরিষ্কার বা মুছে ফেলার জন্য এই ডেটা সঞ্চালন অংশ ব্যবহার করা হয়। এর কাজের ফলে বাইনারির মান শূন্য থাকে। স্থানান্তর করার মাধ্যমে সংরক্ষিত বাইনারি সংখ্যাকে সরানো হয়।
আশা করছি আপনারা এই অংশটুকু পড়ে Alu এর কাজ কি তা হয়তো এতক্ষণে জেনে নিতে পেরেছেন। এরপর চলুন cpu এর কয়টি অংশ থাকে ও কি কি তা বিস্তারিতভাবে জেনে নেই।
cpu এর কয়টি অংশ থাকে
আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা জানেন না যে কম্পিউটারের cpu এর কয়টি অংশ থাকে। তাই পোষ্টের এই অংশে এই বিষয়ে আলোচনা করেছি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর প্রধানত ৩টি অংশ বিদ্যমান থাকে সেগুলো হল-
- গাণিতিক ইউনিট (Arithmetic Unit)
- নিয়ন্ত্রণ ইউনিট (Control Unit)
- প্রধান স্মৃতি (Main Memory )
গাণিতিক ইউনিট (Arithmetic Unit)
এরিথমেটিক ইউনিট কম্পিউটারের নির্দেশনাগুলি নির্বাহ করার জন্য মাইক্রো অপারেশন এর মাধ্যমে পালন করা হয়। অর্থাৎ cpu এর অংশ প্রক্রিয়াকরনের জন্য গাণিতিক সমস্যার সমাধান যুক্তি ও সিদ্ধান্ত মূলক কাজ গুলো সম্পন্ন করা হয়ে থাকে। এই অংশটি সকল ধরণের জটিল হিসাব-নিকাশ এবং উপাত্তকে বিশ্লেষণ করে সঠিক ফলাফল প্রদান করে থাকে।
নিয়ন্ত্রণ ইউনিট (Control Unit)
কন্ট্রোল ইউনিট, cpu এর গাণিতিক অংশের মধ্যে ডাটার আদান-প্রদান দেখাশোনা করে এবং গাণিতিক অংশ যেভাবে কাজ করবে সেগুলি নির্দেশনা প্রদান করে। এছাড়াও কম্পিউটার ডিভাইসের মধ্যে বিভিন্ন ধরণের নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণ করার জন্য এটি সংকেত প্রদান করে। কম্পিউটারে পাঠানো সকল উপাত্ত পরীক্ষা-নিরীক্ষা করার পর নির্দেশনা মোতাবেক কার্যকর প্রক্রিয়াকরণের ফলাফল প্রদর্শন করে।
প্রধান স্মৃতি (Main Memory )
বিভিন্ন ইনপুট ডিভাইসের সহায়তায় কম্পিউটারে তথ্য প্রবেশ করলেপ্রক্রিয়াকরণ করার সময় সেগুলি আবারর সংরক্ষণের প্রয়োজন হয়। এই তথ্য ও উপাত্ত গুলো কম্পিউটার ডিভাইসের একটি নির্দিষ্ট অংশে জমা থেকে যায়। সেই অংশকেমেইন মেমোরি বলা হয়।
সহজ ভাষায় বলতে গেলে যে মেমোরি গাণিতিক অংশের সাথে যুক্ত হয়ে কার্যাবলী সম্পাদন করে মূলত তাকেই প্রধান মেমোরি বলে। প্রয়োজনীয় তথ্য সর্বদা সংরক্ষণকারী এ ধরণের মেমোরির কার্যাবলী অত্যন্ত দ্রুতগতির হয়ে থাকে।
সিপিইউ কিভাবে কাজ করে
যদি আমি কি-বোর্ডে A1 প্রেস করি তাহলে এই নির্দেশনাটি প্রথমে cpu-এ প্রবেশ করবে এরপরের নির্দেশ দেওয়ার পরে, 1 প্রে্স সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সিপিইউতে এক ধরণের চিপ রয়েছে যা মূলত প্রসেসর নামে পরিচিত, এই সিপিইউ এর মাধ্যমে মাদারবোর্ডের সকল কাজ সম্পন্ন হয়।
cpu cooler price in bd
1. Deepcool CK-11509 CPU Cooler
Price 300
Key Features
- Model: CK-11509
- Fan Dimension: 92X25mm
- Rated Voltage: 12VDC
- Started Voltage: 7VDC
2. LIAN LI GALAHAD II TRINITY AIO UNI FAN SL
- EDITION 360MM
- LIQUID CPU COOLER (WHITE)
- product price 25,000
- special price 21,700
3. LIAN LI GALAHAD II TRINITY AIO UNI FAN SL
- EDITION 360MM
- LIQUID CPU COOLER (BLACK)
- product price 25,000
Key Features
- Type 360mm
- Fan Speed 800 ~ 1900 RPM±10%
- Noise 32. dB
- Fan Airflow 58.54CFM
সিপিইউ সম্পর্কে লেখকের মতামত
বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন বা কার্যকরী করার লক্ষ্যে কম্পিউটারকে একটি অমূল্য এবং উপযোগী ব্যবসায়িক যন্ত্রে পরিণত হয়েছে। এর পাশাপাশি কম্পিউটার এর সকল ধরণের কাজ সিপিইউ এর মাধ্যমে করে থাকে। বর্তমান সময়ে মানুষের জীবন টেকনোলজির বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার ছাড়া একদম অপরিপূর্ণ।
আমরা এই ব্লগে সিপিইউ কি সম্পর্কে জানতে আলোচনা করেছি। আপনাদের কাছে আজকের এই ব্লগটি উপকারি মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমরা আপনার মতামতের উত্তর দেওয়ার যথাযথভাবে চেষ্টা করবো। এতক্ষন ধরে কাটিং টু ব্লগের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।