বাচ্চাদের ফর্সা হওয়ার তেল – সাবান, ক্রিম ও লোশন 2024

আপনি কি বাচ্চাদের ফর্সা হওয়ার তেল, সাবান, ক্রিম ইত্যাদি সম্পর্কে জানতে চাচ্ছেন? এটা অধিকাংশ মায়েদের মধ্যে প্রশ্ন জাগে যে নবজাতক শিশুর ফর্সা হওয়ার জন্য কোন তেল, সাবান, ক্রিম কিংবা লোশন ব্যবহার করলে ভালো হবে। বাচ্চার অভিভাবক হিসেবে নিশ্চয় সঠিকভাবে যত্ন নিতে চাইবেন। আপনার বাচ্চাদের ফর্সা হওয়ার তেল, সাবান ও ক্রিম সম্পর্কে জানতে হলে এই পোস্টটি সম্পূর্ণ পড়তে হবে।

একটি বাচ্চার ত্বক তুলনামূলক অনেক নরম ও কোমলময়ী হয়ে থাকে। তাই, আপনার বাচ্চা ফর্সা হওয়ার জন্য যদি আপনি যত্রতত্রভাবে যেকোন তেল, সাবান, ক্রিম ও লোশন ব্যবহার করান তাহলে বাচ্চার ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এজন্য, আপনার শিশুর জন্য কোন পন্যটি ভালো তা জানতে হবে।

কাটিং টু ব্লগএর অ্যাডমিন আজকের এই পোস্টে আপনাদের সাথে বাচ্চাদের ফর্সা হওয়ার তেল, সাবান, ক্রিম ও লোশন বিষয় নিয়ে আলোচনা করবো। এই পোস্টটি সম্পূর্ণ পড়লে গরমে বাচ্চাদের জন্য কোন পন্যটি ভালো হবে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন।

উপস্থাপনা

বাচ্চাদের ফর্সা হওয়ার ক্রিম ছোটবেলা থেকে আপনার সন্তানকে মাখালে বড় হতে হতে আপনার সন্তান অনেক সুন্দর হয়ে যাবে। আমরা নিজেরা যেমন সুন্দর হতে ভালোবাসি, ঠিক তেমনি আমরা চাই আমাদের সন্তান ও সুন্দর হোক। এজন্য কত ক্রিম, তেল ও সাবান ব্যবহার করে থাকি। কিন্তু, সকল ক্রিম কিংবা সাবান তো কাজ করে না। বাচ্চাদের স্কিনের জন্য আলাদা ক্রিম এবং সাবান রয়েছে।

তাই আমরা আজকের এই ব্লগে কোন তেল, সাবান, ক্রিম ও লোশন ব্যবহার করলে আপনার বাচ্চার ত্বকের ক্ষতি হবেনা সেগুলো পন্য নিয়েই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন, আর বেশি কথা না বাড়িয়ে এই সম্পর্কে মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা বাচ্চাদের ফর্সা হওয়ার তেল সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।

বাচ্চাদের ফর্সা হওয়ার তেল

আপনি কি জানেন বাচ্চাদের ফর্সা হওয়ার ক্রিম এবং সাবান ব্যবহারে তাদের ত্বক ফর্সা হওয়ার পাশাপাশি বাচ্চাদের ফর্সা হওয়ারও তেল পাওয়া যায় সেগুলি ব্যবহার করলে বাচ্চাদের ত্বক অনেক সুন্দর বা ফর্সা হয়। বাচ্চাদের কার্যকরী হবে এমন অনেক ফর্সা হওয়ার তেল রয়েছে। অনেক ডাক্তাররা বাচ্চাকে তেল দিয়ে নিয়মিত মালিশ করাতে বলেন। এতে করে, নবজাতকের ত্বকের উজ্জ্বলতা অনেকগুনে বৃদ্ধি পায়।

আরো পড়ুন 👇

বাচ্চাদের ফর্সা হওয়ার তেল এর নাম –

  • জৈব জলপাই তেল
  • পরিশধিত জলপাই তেল
  • ভার্জিন অলিভ অয়েল
  • এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল

উপরে আমরা যেসব তেলের নাম উল্লেখ করেছি, এগুলো আপনি যদি আপনার বাচ্চাকে গোসল করানোর পর অথবা আপনার বাচ্চা রাতে ঘুমানোর আগে নিয়মিত মালিশ করেন তাহলে বাচ্চা ফর্সা হতে ভাল কাজ করবে। এছাড়া, এই তেলগুলো গায়ে মালিশ করানোর পাশাপাশি আপনি চাইলে বাচ্চার মাথায় মাখাবেন। আশা করছি এই অংশটুকু পড়ে আপনার বাচ্চাদের ফর্সা হওয়ার তেল এর নাম জেনে নিতে পেরেছেন।

বাচ্চাদের ফর্সা হওয়ার ক্রিম

শিশুদের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহারের ফলে ত্বক আগের তুলনায় সুন্দর এবং কোমলময়ী হয় এবং দেখতে সুন্দর লাগে। বাচ্চাদের ফর্সা হওয়ার সবচেয়ে ভালো ক্রিম হচ্ছে ময়েশ্চারাইজিং লোশন ও প্রটেকটিভ ফেসিয়াল ক্রিম বেবি লোশন ব্যবহার করে অনেক বাচ্চাদের ত্বক উজ্জ্বল হয়।

বাচ্চাদের ফর্সা হওয়ার তেল

তাই আপনি চাইলে বাচ্চাকে এই ক্রিমগুলো ব্যবহার করাতে পারেন। এতে কোন ধরণের ক্ষতিকর প্রভাব নেই বললেই চলে। এছাড়াও বাজারে আরও অনেক ধরণের ক্রিম পাওয়া যায় যেগুলি ব্যবহার করার ফলে বাচ্চাদের ত্বক আগের তুলনায় সুন্দর ও কোমল হয়।

বাচ্চাদের জন্য কোন ক্রিম ভালো

আমাদের দেশের প্রতিটা বাজারগুলিতে শিশুদের জন্য এখন বিভিন্ন ধরণের ক্রিম পাওয়া যায়। তার মধ্যে আমরা কিছু জনপ্রিয় কোম্পানির ক্রিমের নাম নিম্নে উল্লেখ করেছি-

  • প্যারাসুট জাস্ট ফর বেবি
  • জনসন বেবি লোশন
  • কোডোমো ফেইস ক্রিম
  • মামায়ার্থের ময়শ্চারাইজিং লোশন
  • ময়েশ্চারাইজিং লোশন
  • ইভেনো ময়েশ্চারাইজিং লোশন
  • হিমালয় হারবাল বেবি লোশন
  • শিয়া বাটার লোশন

সাধারনত এই কোম্পানির ক্রিমগুলো (Hypoallergenic) ও (Moisturizer) সমৃদ্ধ হয়ে থাকে। তবে ক্রিমগুলি কেনার সময় অবশ্যই আপনাকে পণ্যের লেবেল ভালো মতো পড়ে নিতে হবে এবং এর পাশাপাশি কী কী উপাদান রয়েছে সেই সম্পর্কে জানতে হবে। এতে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় উপাদান চিহ্নিত করা যাবে এবং এর পাশাপাশি এসব ক্রিমের ক্রয় করা থেকে বিরত থাকা যাবে। এতে করে ক্রিমটি আপনার বাচ্চার নরম ত্বকের সাথে মানানসই হিসেবে কাজ করবে কিনা অতি সহজেই বুঝতে পারবেন।

বাচ্চাদের ফর্সা হওয়ার সাবান

শুধুমাত্র ক্রিম ব্যবহার করলেই বাচ্চার ত্বক উজ্জ্বল বা ফর্সা হবে না। এর পাশাপাশি আপনার বাচ্চাকে ফর্সা হওয়ার সাবানও ব্যবহার করা যেতে পারে। এতে আপনার বাচ্চার ত্বক এর যেমন উজ্জ্বলতা বেড়ে যাবে ঠিক তেমনি আরও কোমলময়ী ও সুন্দর হবে। বাজারে এখন অনেক ধরণের ফর্সা হওয়ার সাবান পাওয়া যায়।

বাচ্চাদের ফর্সা হওয়ার সাবান

সবগুলো সাবান কিন্তু কার্যকরী ভুমিকা পালন করতে পারেনা। এজন্যই তো আজকের পোষ্টটি লেখা। নিচে আমরা কিছু বাচ্চাদের স্থায়ীভাবে ফর্সা ও ত্বক এর উজ্জ্বলতা বেড়ে যাবে এমন ১০ টি বেবি সপ এর নাম উল্লেখ করে দিলাম –

  • Tedibar soap
  • Himalaya soap
  • shea butter soap
  • Azafran baby nourishing soap
  • Baby dove rich moisture soap
  • MeeMee nourishing baby soap
  • Gohnson’s baby soap
  • Lotus Herbel baby soap
  • Dermadew Baby soap
  • Chicco baby monents soap

উপরের তালিকায় যেসব বাচ্চাদের ত্বক উজ্জ্বল করার বেবি সোপ এর নাম উল্লেখ করে দিয়েছি, এগুলো থেকে আপনার পছন্দমতো যেকোনো সোপ ব্যবহার করে বাচ্চাকে প্রতিনিয়ত গোসল করালে, শিশুর ত্বক কোমল এবং উজ্জ্বল হবে। আপনারা চাইলে বাচ্চাদের জন্য কোন সাবান ভালো? তা জেনে নিয়েন।

আশা করছি এই অংশটুকু পড়ে আপনার বাচ্চাদের ফর্সা হওয়ার তেল এর নাম জেনে নিতে পেরেছেন। এবার চলুন, বাচ্চাদের ফর্সা হওয়ার সাবান এর নাম জেনে নেওয়ার পাশাপাশি বাচ্চাদের ফর্সা হওয়ার লোশন এর নাম জেনে নেওয়া যাক।

বাচ্চাদের ফর্সা হওয়ার লোশন

বাচ্চাদের ফর্সা বা উজ্জ্বল করার জন্য বাজারে বিভিন্ন ধরণের লোশন পাওয়া যায়। কিন্তু, এখন নকল পন্যের ভিড়ে আসল ফর্সা হওয়ার লোশন খুঁজে পাওয়া খুবই মুশকিল। এজন্য, আমরা নিম্নে বাচ্চাদের ফর্সা হওয়ার লোশন এর নাম উল্লেখ করেছি, আপনি চাইলে আপনার বাচ্চাকে এগুলি লোশন ক্রয় করে ব্যবহার করাতে পারেন। লোশনগুলো হচ্ছে –

  • জনসন বেবি লোশন
  • প্যারাসুট জাস্ট ফর বেবি
  • ফেইস ক্রিম
  • কোডোমো ফেইস ক্রিম

এই লোশনগুলো ব্যবহার করলে বাচ্চার ত্বক কোমল, নমনীয় এবং পূর্বের তুলনায় আরও ফর্সা হবে। আশা করছি এই অংশটুকু পড়ে আপনার বাচ্চাদের ফর্সা হওয়ার লোশন এর নাম জেনে নিতে পেরেছেন। এবার চলুন, বাচ্চাদের ফর্সা হওয়ার লোশন এর নাম জেনে নেওয়ার পাশাপাশি বাচ্চাদের জন্য কোন অলিভ অয়েল ভালো তা জেনে নেওয়া যাক।

বাচ্চাদের জন্য কোন অলিভ অয়েল ভালো

বাচ্চাদের জন্য বাজারে অনেক অলিভ অয়েল পাওয়া যায়। কিন্তু, প্রশ্ন হুছে আপনি কীভাবে বুঝবেন যে আপনার বাচ্চাদের জন্য কোন অলিভ অয়েল টা ভালো এবং কার্যকর হবে? এই চিন্তার কিছু নেই। বাচ্চাদের ফর্সা হওয়ার ক্রিম, সাবান, লোশন এর নাম যেমন আপনাদের জানিয়ে দিয়েছি ঠিক একইভাবে আপনাকে বলবো কোন অলিভ অয়েল ভালো হবে।

বাচ্চাদের ফর্সা হওয়ার তেল

  • এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল,
  • ভার্জিন অলিভ অয়েল,
  • জৈব জলপাই তেল,
  • পরিশধিত জলপাই তেল ইত্যাদি।

উপরের উল্লিখিত অলিভ অয়েল তেলগুলো আপনার বাচ্চার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার পাশাপাশি ত্বক কোমল করার জন্য ভুমিকা পালন করবে। তবে উপরোক্ত অলিভ অয়েল এর মধ্যে পরিশধিত জলপাই তেল সবচেয়ে ভালো। তবে ভেজাল মুক্ত তেল পেতে হলে আপনাকে অবশ্যই বুঝে শুনে ক্রয় করতে হবে। কেননা এখন অনেকেই প্রতারনার সম্মুখীণ হচ্ছে।

আপনার বাচ্চাকে সবচেয়ে বেশি সুন্দর ও সুরক্ষা স্কিন দিতে হলে অবশ্যই বুঝে শুনে কিনতে হবে কোনটা জলপাই অলিভ অয়েল। তবে এছাড়াও আপনি চাইলে আপনার শিশুকে সরিষার তেলও ব্যবহার করতে পারেন সরিষার তেল ব্যবহার করলে আপনার শিশুর ত্বক আরো বেশি মিশৃণ হয়ে ওঠে।

মনে রাখবেন খাটি সরিষার তেল এ অন্যান্য তেল এর তুলনায় উপকারিতা অনেক বেশি। তাই আপনার বাচ্চার যদি সরিষার তেলে কোন ধরণের সমস্যা থেকে না থাকে তাহলে সরিষার তেল বেশি উপযোগী হবে বলে আমি মনে করি। আশা করছি এই অংশটুকু পড়ে বাচ্চাদের জন্য কোন অলিভ অয়েল ভালো তা জেনে নিতে পেরেছেন। এবার চলুন, শিশুর ত্বক ফর্সা করার কিছু ঘরোয়া উপায় জেনে নেওয়া যাক।

শিশুর ত্বক ফর্সা করার উপায়

শিশুদের ত্বক ফর্সা প্রায় সকলেই চাই। ত্বক ফর্সা করার জন্য এখন অনেক ধরণের পন্য ব্যবহার করা হয়। তবে শিশুর ত্বক ফর্সা করার বেশ কয়েকটি ঘরোয়া উপায় রয়েছে যা নিয়ম মেনে চললে আপনার বাচ্চা ফর্সা দেখাবে। তাহলে চলুন  কথা না বাড়িয়ে শিশুর ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়গুলি জেনে নেই।

নিয়মিত গরম তেল মালিশ করা: আপনার বাচ্চাকে নিয়ম করে প্রতিদিন গরম তেল মালিশ করতে হবে তাহলে দেখবেন ফল হাতেনাতে নিজেই পেয়ে যাবেন।

ঘরোয়া বডি প্যাক ব্যবহার করা: বডি প্যাক বানানোর ক্ষেত্রে সামান্য হলুদ, দুধ এবং চন্দনের গুড়া ভালো মতো মিশিয়ে ব্যবহার করলে আপনারর বাচ্চার ত্বকের জন্য উপকার হতে পারে।

বেবি স্ক্রাব: আপনার বাচ্চার ত্বক ফর্সা করবে এজন্য বেসন, দুধ, হলুদ এবং গোলাপ জল মিশিয়ে একটি স্ক্রাব বানিয়ে ব্যবহার করাতে পারেন।

ফলের রস: শিশুর ত্বক এর যত্নের জন্য বিভিন্ন ফল যেমন আঙ্গুর আপেল, কমলা, লেবু ইত্যাদির রস খাওয়ালে শিশুর ত্বক অনেক উজ্জ্বল হয়ে ওঠে।

বাচ্চাদের ফর্সা হওয়ার তেল সম্পর্কে লেখকের মতামত

আজকের এই পোস্টে আপনাদের সাথে বাচ্চাদের ফর্সা হওয়ার জন্য আপনি আপনার বাচ্চাকে কোন কোন সাবান, তেল, লোশ্ন, ক্রিম ইত্যাদি ব্যবহার করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি এই পোস্টটি শেষ অবদি পড়েন, তাহলে আপনার বাচ্চাদের ত্বক ফর্সা করার পন্যগুলির নাম জানতে পারবেন। এবং রোগ-জীবাণু থেকে বাচ্চাকে সুরক্ষিত রাখার জন্য ব্যবহার করতে পারেন।

বাচ্চাদের ফর্সা হওয়ার তেল, সাবান, ক্রিম ও লোশন সম্পর্কে আজকের ব্লগটি উপকারি মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমরা আপনার মতামতের উত্তর দেওয়ার যথাযথভাবে চেষ্টা করবো। এমন আরও গুরুত্বপূর্ণ ও শিশু সম্পর্কে তথ্য জানতে কাটিং টু সাইটটি প্রতিনিয়ত ভিজিট করতে পারেন।

পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Comment