আপনি কি atoz premium এর কাজ কি তা জানেন? বর্তমান সময়ে এসে atoz premium ট্যাবলেট স্বল্প পরিচিত পেলেও দিনের পর দিন এই ওষুধটি ভালোই জনপ্রিয়তা পেয়েছে। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা প্রতিনিয়ত স্বাস্থ্যহীনতায় ভুগছেন যার ফলে তারা এই ট্যাবলেট সেবন করার চিন্তা ভাবনা করছেন কিন্তু তাদের হয়তো এই atoz premium ওষুধ সম্পর্কে বিভিন্ন তথ্যাদি ভালোমতো জানা নেই।
আপনারা অনেকেই atoz premium খেলে কি মোটা হয় কিনা এবং atoz premium এর কাজ কি সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাচ্ছেন। তো আপনি যদি তাদের দলের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আমাদের এই পোষ্টটি আপনার জন্য খুবই উপকার হইতে চলেছে।
কেননা আমরা এই সম্পূর্ণ পোস্টজুড়ে atoz premium এর কাজ কি তা আলোচনা করার পাশাপাশি atoz premium খাওয়ার নিয়ম, এর উপকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর দাম কত এই ওষুধ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন অজানা তথ্যাদিগুলো জানতে পারবেন।
উপস্থাপনা – atoz premium
বন্ধুরা আজকে আমরা জানবো এ্যাটোজ প্রিমিয়াম ট্যাবলেট নিয়ে তা হয়তো বুঝতেই পারছেন। তবে একটি বিষয়ে জেনে রাখুন এই এ্যাটোজ প্রিমিয়াম ট্যাবলেট রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Radiant Pharmaceuticals Limited) কোম্পানি বাজারজাত করে যার জেনেরিক নাম বা গ্রুপের নাম হচ্ছে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল (Multivitamins and multiminerals)।
প্রতিটা মানুষের মুখের রুচি দিনের পর দিন পরিবর্তন হয়। কখনও কখনও খাবারের রুচি কমে যায় আবার কখনও কখনও খাবারের রুচি বেড়ে যায়। মূলত একজন মানুষের খাবারের প্রতি চাহিদা কম বেশি হয় বয়সের উপর নির্ভর করে। মানুষের খাবারের প্রতি রুচি থাকা এবং ঠিকভাবে খাবার খেতে পারা এটা অনেক বড় একটা সুস্থতা। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যাদের খাবার খাওয়ার ইচ্ছা থাকলেও ঠিক ঠাক খেতে পারে না।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে রুচি সম্মত এই এ্যাটোজ প্রিমিয়াম ট্যাবলেট সম্পর্কে আমরা এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যাতে আপনি উপকৃত হতে পারবেন বলে এবং এর পাশাপাশি আপনার পরিচিতদেরও জানাতে পারবেন। তাই আমার মনে হয় অবহেলা না করাই উচিত। এই পোষ্টটি গুরুত্ব সহকারে পড়ে নেওয়া। তাহলে চলুন, আর অতিরিক্ত কথা না বাড়িয়ে প্রথমে আমরা। atoz premium কিসের ওষুধ এই সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক।
atoz premium কিসের ওষুধ
atoz premium কিসের ওষুধ বা কোন রোগের ওষুধ? এ বিষয়ে আপনারা অনেকেই প্রতিনিয়ত গুগলের কাছে জানতে চান। যার ফলে অনেকেই এটি জানার জন্য বেশ আগ্রহ নিয়ে থাকেন। তবে চিন্তার কোনো কারণ নেই। আপনাদের সুবিধার্থে পোষ্টের শুরুতেই আমরা এই বিষয়ে তুলে ধরার চেষ্টা করেছি। এই অংশটি মনোযোগ দিয়ে পড়ুন তাহলে জানতে পারবেন। এই ওষুধ আমাদের দেহের বিভিন্ন রোগ বা সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন-
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে
- স্বাস্থ্য চিকন থেকে মোটা করার ক্ষেত্রে
- খাবারের চাহিদা বৃদ্ধি করনের ক্ষেত্রে
- রোগা পাতলা শরীরকে শক্তিশালী করার ক্ষেত্রে ইত্যাদি।
তাহলে এখন নিশ্চয় বুঝতে পারছেন যে এ্যাটোজ প্রিমিয়াম ট্যাবলেট আমাদের দেহের বিভিন্ন ধরণের সমস্যা নিরাময় করার ঔষধ। আশা করছি আপনারা এতক্ষণে এই অংশটুকু পড়ে atoz premium কিসের ওষুধ বা কোন রোগের ওষুধ সে সম্পর্কে ধারণা পেয়েছেন। এবার আসুন জানবো যে atoz premium এর কাজ কি বা এই ওষুধ কি কাজ করে সেই সম্পর্কে।
atoz premium এর কাজ কি
যেসব মানুষেরা প্রতিনিয়ত স্বাস্থ্যহীনতায় ভোগেন অর্থাৎ শারীরিকভাবে অনেক পাতলা এবং খাবারের প্রতি একেবারেই রুচি থাকে না তাদের জন্য এই ওষুধটি অনেক বেশি কার্যকর। Atoz Premium ওষুধটি যাবতীয় ভিটামিন এবং মিনারেল এর সমন্বয়ে দিক লক্ষ্য করে তৈরি করা হয়েছে।
আরো পড়ুন 👇
এই ওষুধের মধ্যে বিদ্যমান উপাদানগুলো মানুষের খাবারের প্রতি রুচি বাড়ায়। যারা স্বাস্থ্যহীনতায় ভুগেন তারা যদি এই ওষুধ নিয়ম অনুযায়ী সেবন করে তাহলে শরীর মোটা হবে। এই ওষুধের ভিতরে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম রয়েছে যার কারণে একজন মানুষের শরীরে ভিটামিন মিনারেল ক্যালসিয়ামের অভাব থাকলে সে অভাব দূর করতে সক্ষম হয় এবং দেহে উন্নতি নিয়ে আসে।
এই ওষুধের আরেকটি নাম রয়েছে সেটি হচ্ছে এ টু জেড। এ নাম দেয়ার কারণ হল এ ওষুধের মধ্যে সব ধরণের ভিটামিন উপাদান রয়েছে। এ ওষুধের ভিতরে কম করে হলেও ৩২ প্রকারের ভিটামিন এবং মিনারেল রয়েছে যা আমাদের দেহের জন্য খুবই জরুরী। বিশেষ করে এগুলো ভিটামিন ও মিনারেলের কারণে খাবারের প্রতি রুচি আগের তুলনায় বেড়ে যায়।
এছাড়া আপনার দেহে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে এ ওষুধ সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে। যার কারণে আপনার অসুস্থতা হওয়ার সম্ভাবনা অনেকগুনে কমে যায় এবং দেহের ওজন ধীরে ধীরে বাড়তে থাকে। আবার আমাদের এমন অনেকেই আছেন যারা স্বাস্থ্যহীনতায় ভুগছেন তারা যদি নিয়ম অনুযায়ী এ ওষুধ সেবন করে তাহলে খুব দ্রুত মোটা হয়ে যাবেন।
এই ওষুধের ভিতরে যেহেতু মোট ৩২ প্রকারের ভিটামিন এবং মিনারেল রয়েছে যার ফলে আমাদের দেহে যদি দুর্বলতা ভাব থাকে তাহলে সেই দুর্বলতা ভাব খুব সহজেই দূর হয়ে যায়। তবে এক্ষেত্রে আপনাকে একজন ভালো ডক্তারের সাথে কথা বলে সেবন করতে হবে। তাহলেই এই ওষুধের ভালো ফলাফল পাবেন।
atoz premium খেলে কি মোটা হয়
আপনারা অনেকেই একটি প্রশ্ন করে থাকেন যে Atoz প্রিমিয়াম ওষুধ সেবন করলে মোটা হওয়া যায় নাকি? তবে যারা ভাবেন যে এই ওষুধ খেলে মোটা হওয়া যায় তাদের চিন্তা ভাবনা একদমই সত্যি। তাদের চিন্তা ধারা একেবারে সথিক। আপনি এতদিন সঠিক চিন্তায় করে এসেছেন। যারা যারা শারীরিকভাবে অনেক চিকন এবং দুর্বল তাদের দেহলে মোটা বা ওজন বাড়াতে এ ওষুধের ভূমিকা অতুলনীয়।
এই ওষুধে প্রচূর পরিমাণে ভিটামিন এবং মিনারেল রয়েছে যা আমাদের দেহের জন্য খুব জরুরী। যেসব মানুষেরা খুবই পাতলা রয়েছেন তাদের শরীরে এই ৩২ রকমের ভিটামিন যাওয়ার কারণে শরীর মোটা হয়ে যায়। আপনার শরীরের যদি দুর্বলতা থেকে থাকে তাহলে সে দুর্বলতাও দূর হয়ে যায়।
এই ওষুধ সেবনের ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা আগের তুলনায় বৃদ্ধি পায়। তবে এই মেডিসিন যে শুধু মোটা করার জন্যই তৈরি হয়েছে এইটা বললে ভুল হবে কারণ যাদের মুখে একেবারেই খাবারের রুচি নেই তাদের মুখে খাবারের রুচি চলে আসে। এই ওষুধের মধ্যে যেসব ভিটামিন এবং মিনারেল রয়েছে সেগুলো আমাদের দিক বিবেচনা করেই দেওয়া হয়েছে যাতে করে আমাদের শরীরের ওজন বাড়ে।
এই ওষুধ যাদের মুখে রুচি নেই শুধু তাদেরই খাওয়া উচিত এবং যারা অনেক চিকন এবং মোটা হওয়ার চেষ্টায় রয়েছেন তারাই খাবে। এই ওষুধের মধ্যে একজন মানুষের শরীরে যতটুকু ভিটামিন প্রয়োজন এতে A to Z ভিটামিন রয়েছে। তাই আপনি চাইলে মোটা হওয়ার জন্য এ ওষুধ সেবন করতে পারেন। তবে মনে রাখবেন এ ওষুধ সেবন করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়াটা আপনার জন্যই ভালো হবে।
atoz premium খাওয়ার নিয়ম
একটা ওষুধের উপকারিতা আপনি তখনই পাবেন যখন আপনি নিয়ম অনুযায়ী সেবন করবেন। এই ওষুধ নিয়মের বাহিরে ওষুধ খেলে কোনভাবেই উপকারিতা পাওয়া সম্ভব নয়। বরং এর ফলে আমাদের নানান ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই আপনি যদি এই মেডিসিন গ্রহন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিয়ম অনুযায়ী খেতে হবে।
সর্বপ্রথম আপনাকে একটি বিষয়ে সচেতন হতে হবে সেটি হচ্ছে এ ওষুধ ১৮ বছরের নিচে কেউ খেতে পারবে না। যাদের বয়স মূলত ১৮ বছরের উপরে বা প্রাপ্তবয়স্ক রয়েছেন শুধুমাত্র তারাই সেবন করতে পারবেন। যদি ১৮ বছরের নিচে কেউ এ ওষুধ সেবন করে তাহলে তার দেহে কোন উপকারিতা আসবে না বরং দেহে ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে।
যারা ১৮ বছরের উপর রয়েছেন তারা নিয়ম অনুযায়ী সেবন করলে অবশ্যই উপকৃত হতে পারবে। তবে এই ওষুধ সেবন করার আগে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে একবার পরামর্শ করে নিতে হবে। আশা করছি আপনারা এতক্ষণে এই অংশটুকু পড়ে atoz খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এবার আসুন atoz premium এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেই।
atoz premium এর পার্শ্ব প্রতিক্রিয়া
আপনারা হয়তো জানেন ওষুধ যখন অতিমাত্রায় কিংবা নিয়মের বাইরে সেবন করা হয় তাহলে কিন্তু তখনই সেটা আমাদের দেহে পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর প্রভাব দেখা দিবে। এ ওষুধ সেবন খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দিলেও কিছু বিরল ক্ষতিকর প্রভাব রয়েছে। যা মূলত খুব কম মানুষের শরীরে দেখা দেয়। সেই পার্শ্বপ্রতিক্রিয়া গুলো হচ্ছে–
- ডায়রিয়া হওয়া
- পেট ফেপে থাকা
- পেট ব্যথা করা
- বমি বমি ভাব হওয়া
- দুর্গন্ধময় ঢেকর ওঠা
- দেহ অতিরিক্ত ফুলে যাওয়া
- গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেওয়া
- প্রস্রাবের কালার হলুদ হওয়া
- দেহের চামড়া হলুদ হতে শুরু করা ইত্যাদি।
আপনার দেহে উপরের উল্লিখিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুব জটিলভাবে দেখা দিলে যত দ্রুত সম্ভব নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আপনার চিকিৎসক যেভাবে সেবনের পরামর্শ দেয় সে পরামর্শ মোতাবেক অনুসরণ করুন। আবার আপনাকে যদি চিকিৎসক ওষুধ খেতে বারণ করেন, তাহলে খাওয়া একেবারে বাদ দিতে হবে।
আরো পড়ুন 👇
উপরে যে সব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো উল্লেখ করা হয়েছে তা একেবারে খুব কম মানুষের দেহে দেখা দেয়। প্রতি ১০০ জনের মধ্যে মাত্র ৫ জনের মধ্যে দেখা দিতে পারে। তবে এমনও দেখা গেছে যে হয়েছে এ পার্শ্বপ্রতিক্রিয়া গুলোর মধ্যে সব পার্শ্বপ্রতিক্রিয়া গুলো এখন পর্যন্ত প্রকাশ পায়নি সুতরাং এ নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোন কারণ নেই। আশা করছি আপনারা এতক্ষণে এই অংশটুকু পড়ে atoz premium এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
atoz premium এর দাম কত – tab atoz premium
আমাদের মধ্যে অনেকেই atoz premium এর দাম কত তা জানেন না। আপনি যদি তাদের দলের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে এই অংশটুকু মনোযোগ দিয়ে পড়ে এ্যাটোজ প্রিমিয়াম এর দাম জেনে নিন। এটি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Radiant Pharmaceuticals Limited) কোম্পানি বাজারজাত করে যার জেনেরিক নাম বা গ্রুপের নাম হচ্ছে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল।
প্রিমিয়াম এর প্রতি পিচের মূল্য মাত্র ১৩ টাকা। এই ওষুধ কেনার আগে আপনারা অবশ্যই মেয়াদ এবং তারিখ ভালোমত দেখে নিবেন। আপনি এ ওষুধ যেকোন ধরনের ওষুধ ক্রয় করতে যান না কেন সর্বপ্রথম সেই ওষুধের মেয়াদ আছে কিনা তা ভালোভাবে দেখে নিবেন।
যদি ওষুধের মেয়াদ পার হয়ে যায় তাহলে কিন্তু সেই ওষুধ সেবনে আপনার শরীরে বেশ জটি্ল ক্ষতিকর প্রভাব পরতে পারে। তাই এক্ষেত্রে আপনাকে মেয়াদের দিকে লক্ষ্য রাখতে হবে। আশা করছি আপনারা এতক্ষণে এই অংশটুকু পড়ে atoz premium এর দাম কত তা জানতে পেরেছেন। এবার আসুন আমরা জানবো atoz premium সেবনের বয়সসীমা সম্পর্কে জেনে নেই।
atoz premium সেবনের বয়সসীমা
সব ধরণের ওষুধ সবার ক্ষেত্রে ব্যবহার হয় না। কিছু ওষুধ ছোট বড় সবার জন্য তৈরি করা হয় আবার কিছু ওষুধছোট-বড় মধ্যে ভেদাভেদ অনুযায়ি তৈরি করা হয়। এ্যাটোজ প্রিমিয়াম ট্যাবলেট খেতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট বয়স লাগে আর সেই বয়স না হওয়া অবদি এ ওষুধ খাওয়া যাবে না। যাদের বয়স ১৮ বছরের উপরে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই ওষুধ সেবনযোগ্য।
এই ওষুধ সর্বোচ্চ ৪৫ বছর বয়সের ব্যক্তিরা পর্যন্ত খেতে পারবে। ৪৫ বছরের বেশি রোগীদের ক্ষেত্রে অন্য ওষুধ রয়েছে। তাই আপনি যদি এই ওষুধ সেবন করার চিন্তাভাবনা করেন এবং আপনার বয়স যদি ১৮ বছরের কম হয় তাহলে এ ওষুধ সেববন করা থেকে বিরত থাকুন। কারণ ১৮ বছরের নিচে এই ওষুধ খেলে আপনাকে বিভিন্ন জটিল সমস্যার সম্মুখীন হতে পারে তাই অবশ্যই সাবধান থাকতে হবে।
atoz premium সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (FAQs)
Atoz premium কিসের জন্য ব্যবহার হয়?
এ ওষুধ মূলত দেহের ভিটামিন খনিজ এবং মিনারেলের ঘাটতি পূরন করার জন্য ব্যবহার করা হয়। এই ওষুধ সেবন করার ফলে আমাদের দেহের ভিটামিন খনিজের যেইসব ঘাটতি রয়েছে সেগুলো নিমিষেই পূরণ হয়ে যায় এবং শরীর আগের চেয়ে অনেক বেশি জাগ্রত হয়ে যায়।
এ্যাটোজ প্রিমিয়াম ট্যাবলেট দিনে কয়বার খাওয়া যায়?
এ্যাটোজ প্রিমিয়াম ট্যাবলেট প্রতিদিন ১ বার করে ভরা পেটে খেতে হবে। অনেকে মনে করেন যে এটি দিনে ২ বার সেবন করা যায়। কিন্তু এটি ভুল। এ ওষুধ কেউ ১ বারের বেশি সেবন করলে উপকারের পরিবর্তে অপকারিতা বেশি পাবেন কেননা ১ বারের বেশি খেলে এটা ওভার ডোজ হয়ে যাবে।
প্রতিদিন এ্যাটোজ প্রিমিয়াম ট্যাবলেট খাওয়া যাবে কি?
এই ওষুধ এর সঠিক উপকারিতা পেতে হলে আপনাকে প্রতিদিন ১ টি করে ট্যাবলেট সেবন করতে হবে। প্রতিদিন নিয়ম মেনে সেবন না করেন তাইলে আপনি উপকারিতা পাবেন না। উপকারিতা পেতে হলে প্রতিদিন একটি করে ট্যাবলেট খেতে হবে।
এ্যাটোজ প্রিমিয়াম ট্যাবলেট খেলে কি ওজন বাড়ে?
এ ওষুধ খাওয়ার ফলে মানুষের ওজন বাড়ে এবং খাবারের রুচি আগের তুলনায় বেড়ে যায়। যখন একজন মানুষ ঠিকমতো নিয়ম মাফিক খাবার খেতে থাকবে তখন তার ওজন এমনিতেই বৃদ্ধি হয়ে যাবে। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মূলক মোটা হয় না বরং এ ওষুধ সেবন করার ফলে শরীরে ভিটামিন প্রবেশ করে যার কারণে খাবারের প্রতি রুচি বাড়ে যায়। তাই মানুষের ওজন ধীরে ধীরে বাড়তে থাকে।
এ্যাটোজ প্রিমিয়াম ট্যাবলেট কখন খাওয়া উচিত?
এ ওষুধ সেবনের সঠিক সময় হচ্ছে ভরা পেটে। আপনি চাইলে সকালে নাস্তা খেয়ে এ ওষুধ খেতে পারেন কিংবা আপনি চাইলে রাতে ঘুমানোর আগে খাবার খেয়ে খেতে পারেন।
atoz premium সম্পর্কে লেখকের মতামত
atoz premium ট্যাবলেট সেবনের পর যদি আপনার দেহে কোন ধরনের জটিলতা দেখা দেয়, তাহলে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করুন। আজকের আর্টিকেলে atoz premium এর কাজ কি, atoz premium খাওয়ার নিয়ম, atoz premium এর পার্শ্বপ্রতিক্রিয়া, atoz premium ট্যাবলেট এর দাম ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি। আশা করি এগুলো বিষয়ে জানতে পেরে আপনি উপকৃত হবেন।
atoz premium এর কাজ কি সম্পর্কে আজকের ব্লগটি উপকারি মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমরা আপনার মতামতের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। এতক্ষন ধরে কাটিং টু ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ।