দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক পারিবারিক কাজের তালিকা 2024

বর্তমান সময়ে প্রায় সকলেই দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক পারিবারিক কাজের তালিকা করতে ইচ্ছা প্রবণ করে থাকে কিন্তু কিভাবে তালিকা করবে সেই সম্পর্কে অধিকাংশ পরিবারই জানে না। তো আপনি কি আপনার পরিবারের জন্য দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক পারিবারিক কাজের তালিকা করতে চাচ্ছেন? তাহলে আমাদের আজকের এই ব্লগটি আপনার জন্য খুব উপকার হতে চলেছে।

আমাদের প্রত্যেকের নিজের পরিবার রয়েছে। তো আপনি যদি একটি পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে পারিবারিক কাজের তালিকাগুলি বিস্তারিত জেনে নিন। এতে আপনার এবং আপনার পরিবার উভয়ের জন্যই অনেক উপকারে আসবে। তাই অবহেলিত না হয়ে সম্পূর্ণ পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।

উপস্থাপনা

প্রাচীনযুগ থেকে আমরা এখন আধুনিক যুগে বসবাস করছি। এই যাত্রায় এসে এখন প্রতিটি মানুষের পাশে পরিবার সবসময় পাশে অটুট থাকে। আমরা জানি যে কয়েকজন সদস্য মিলেই একটি পরিবার গঠন হয় এবং অনেকগুলি পরিবার নিয়ে গঠিত একটি সমাজ। আবার এগুলো কয়েকটি সমাজের সমষ্টিতেই তৈরি হয় একটি দেশ কিংবা একটি রাষ্ট্র। এভাবে করে অনেকগুলো দেশ মিলেই আমাদের এই পৃথিবী।

মানুষ হচ্ছে মূলত একটি সামাজিক জীব এবং তারা এই সমাজে বসবাস করার জন্য সকল মানুষের নিজের একটি পরিবার থাকে। একটি পরিবারে সবাই নিজের কাজে অটুট থাকে, আবার অন্যদের কাজে যথাসম্ভব সহযোগিতা করা, পরিবারের সদস্যদের সাথে ফ্রি সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করা সহ আরও অনেক কাজ রয়েছে যেগুলো পারিবারিক কাজের মধ্য সীমাবদ্ধ।

মোটকথা হচ্ছে পরিবারের মানুষের উপর কোন না কোন কাজ থাকে। আমরা আজকের এই আর্টিকেলে আপনাদের সামনে পারিবারিক কাজের তালিকা নিয়ে বিস্তারিত যাবতীয় তথ্য আলোচনা করবো। এই জীবন কে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, একটি পরিবারের জন্য এবং নিজের জন্য আসলে কী কী কাজ করা দরকার এসব বিষয় জেনে নিতে পারবেন। তো চলুন, কথা না বাড়িয়ে মূল বিষয়ে আলোকপাত করা যাক।

পারিবারিক কাজের তালিকা

পরিবার আমাদের সকলেরই রয়েছে। আর একটি পরিবারে প্রায় প্রতিটি সদস্যের উপর বিভিন্ন কাজ করার দায়িত্ব থাকে। আর পরিবারের বিভিন্ন কাজে লীপ্ত হওয়াটা আমাদের সকলেরই নিজের দায়িত্ব। মোট তিন ধরনের কাজ রয়েছে যেমন দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক কাজ যেগুলো আমাদের করা উচিত। পরিবারের এমন বিভিন্ন কাজের তালিকা এবং কাজগুলি কেন করা উচিত সেসব বিষয় নিয়েই আজকের আলোচনা।

দৈনন্দিন পারিবারিক কাজের তালিকা

দৈনন্দিন জীবনে কাজ করতে হয় এমন প্রতিদিনের কাজের তালিকা রয়েছে। একটা বিষয়ে আপনি খেয়াল ক্রেছেন কিনা জানি না তবে খেয়াল করবেন যে আপনি যদি পরিবারের প্রতিদিনের কাজ প্রতিদিন না করেন তাহলে দেখবেন একসময় গিয়ে সেই গুলো কাজের প্রেসার বেড়ে যায়।

আমরা পরবর্তীতে সেগুলো কাজ ঠিকভাবে করতে পারিনা। এজন্য, আমাদের প্রতিটা পরিবারের সদস্যদের উচিত প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করা। এতে করে, আপনার প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করলে আপনারই কাজের চাপ কমবে এবং পরিবারের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে।

পারিবারিক কাজের তালিকা

দৈনন্দিন জীবনে আমাদের প্রতিটা সদস্যদের কাজ করতে হবে এমন কিছু পারিবারিক কাজের তালিকাগুলি আমরা তাদের সুবিধার জন্য নিচে উল্লেখ করে দিয়েছি। নিম্নোক্ত তালিকাগুলি থেকে আপনারা প্রাত্যহিক জীবনে কী কী কাজ করবেন বা করা উচিত সেই কাজগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

  • ঘর পরিষ্কার করা
  • বিছানা গোছানো
  • বাসন ধোয়া
  • মেঝে ঝাড়ু দেওয়া
  • ধুলো মোছা
  • টয়লেট পরিষ্কার করা
  • খাবার রান্না করা
  • পোশাক পরিষ্কার করা
  • শিশুদের যত্ন নেয়া
  • প্রয়োজনীয় কেনাকাটা করা
  • গাছপালার পরিচর্যা করা
  • একে অপরের কাজে সহায়তা করা
  • নিজের জামা-কাপড় নিজেই যথাস্থানে গুছিয়ে রাখা
  • বাড়িতে পোষা প্রাণী থেকে থাকলে যত্ন নেওয়া
  • পরিবারের সদস্যদের সাথে মাঝে মধ্যে বাইরে ঘুরতে যাওয়া ইত্যাদি।

উপরের উল্লিখিত কাজগুলো ছাড়াও একটি পরিবারে আরও বিভিন্ন ধরণের কাজ রয়েছে যেগুলো আমাদের প্রত্যেকের পারিবারিক জীবনে প্রতিদিন করতে হয়। আবার, এমন অনেক কাজ রয়েছে সেগুলো হয়তো আমাদের জানা নেই। আপনি যখন আপনার পরিবারের সাথে চলাফেরা করবেন, তখন আপনারা নিজেই  বুঝতে পারবেন যে কোন কাজটি আমার করা উচিত হবে।

📌 আরো পড়ুন 👇

মনে রাখবেন, এসব কাজ করা আমাদের নিজেদের পারিবারিক দায়িত্ব। তো আশা করছি আপনি দৈনন্দিন পরিবারের জন্য আপনাকে কী কী কাজ করতে হবে তা এই অংশ থেকে জানতে পেরেছেন। এবার চলুন, সাপ্তাহিক পারিবারিক কাজের তালিকাগুলি জেনে নেওয়া যাক।

সাপ্তাহিক পারিবারিক কাজের তালিকা

আপনার পরিবার প্রতি সপ্তাহে একবার হলেও কাজগুলি করতে হবে এমন কিছু সাপ্তাহিক পারিবারিক কাজ এর তালিকা আমরা আপনাদের সুবিধার জন্যে নিচে উল্লেখ করে দিয়েছি। মূলত এই কাজগুলো আপনার পরিবারের জন্য প্রতি সপ্তাহে  করতে হবে। যেমন দৈনন্দিন কাজগুলো যদি আপনি প্রতিদিন শেষ না করেন, তাহলে নিশ্চয় আপনার কাজের চাপ বেরে যাবে।

পারিবারিক কাজের তালিকা

ঠিক একইভাবে আপনি যদি সাপ্তাহিক কাজগুলো যদি না করেন, তাহলে কাজগুলোও জমা হয়ে থাকবে এবং একসময় সেই কাজের চাপ অনেক বেড়ে যাবে। আপনার পরিবারের জন্য প্রতি সপ্তাহে যেসব কাজ উচিত এমন পারিবারিক কাজগুলোর তালিকা নিম্নে তুলে ধরা হলঃ

  • আগাছা পরিষ্কার করা
  • গাছের গোড়ায় পানি দেয়া
  • বাগানে সার প্রয়োগ করা
  • আসবাবপত্র সরিয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখা
  • জানালা-দরজা পরিষ্কার করা
  • ফ্রিজ ও ওভেন পরিষ্কার করা
  • কার্পেট ও গালিচা পরিষ্কার করা
  • গাছের ডালপালা বড় হয়ে গেলে সেগুলো ছেটে দেয়া
  • বাগানের ভেতর ও বাইরে উভয় অংশ পরিষ্কার করা

উপরের উল্লিখিত কাজগুলো আমাদের প্রতি সপ্তাহে অন্তত একবার করে হলেও করা দরকার। উল্লিখিত কাজগুলো ছাড়াও একটি পরিবারে আরও বিভিন্ন ধরণের কাজ রয়েছে যেগুলো সাপ্তাহিক হিসেবে আমাদের প্রত্যেকের পারিবারিক জীবনে করা উচিত।

এই কাজগুলো না করলে আপনার পরিবার পিছিয়ে থাকবে আর অন্য সদস্যদের উপর সেই কাজের চাপ বেড়ে যাবে। যার ফলে, আপনার পরিবারের মাঝে ঝামেলা সৃষ্টি হতে পারে। তাই, প্রতিটা পরিবারের সদস্যের উচিত পারিবারিক সাপ্তাহিক কাজগুলো নিজেদের কাজ নিজেরা সময়মত শেষ করা।

মাসিক পারিবারিক কাজের তালিকা

কিছু পারিবারিক কাজ রয়েছে যেগুলো আমাদের প্রতি মাসে করতে হবে। একটি পরিবারের জন্য দৈনন্দিন এবং সাপ্তাহিক কাজ ব্যতিত আরও বেশ কিছু কাজ রয়েছে যেগুলো প্রতি মাস অন্তর অন্তর করা দরকার, তেমন কিছু কাজের তালিকা আমরা আপনাদের সুবিধার জন্য নিচে উল্লেখ করেছি।

এই তালিকা থেকে প্রতি মাসে কাজগুলি করতে হবে সেই সম্পর্কে ধারনা পেয়ে যাবেন। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে দৈনন্দিন ও সাপ্তাহিক পারিবারিক কাজের তালিকা জেনে নেওয়ার পাশাপাশি মাসিক কাজগুলো কী কী সেই সম্পর্কে জেনে নেয়া যাক।

  • বিদ্যুৎ বিল পরিশোধ করা
  • গ্যাস বিল পরিশোধ করা
  • পানি বিল পরিশোধ করা
  • ইন্টারনেট বিল পরিশোধ করা
  • অন্যান্য বিল থাকলে তা পরিশোধ করা
  • ব্যাংকের স্টেটমেন্ট সংগ্রহ করা
  • স্বাস্থ্য পরীক্ষা করার জন্য টেষ্ট বা চেকআপ করা
  • বাসাবাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করা
  • প্রয়োজনীয় প্রতি মাসের জন্য ঔষধপত্র কেনা

উপরের উল্লিখিত এই কাজগুলো আমাদের প্রতিটা সদস্যরা একত্রে প্রতি মাস অন্তর করা উচিত। পরিবারের যারা তারাই মূলত এই মাসিক পারিবারিক কাজগুলো করে থাকেন। আর আমারও মনে এই মাসিক কাজ গুলি পরিবারের বড় সদস্যদের প্রতি মাসে সঠিকভাবে সম্পন্ন করা উচিত। এতে করে, প্রতি মাসের কাজ প্রতি মাসেই সম্পন্ন থাকবে এবং পরবর্তিতে তার কাজের চাপ বেশি থাকবেনা।

তবে আপনি যদি বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল ইত্যাদি এগুলো কাজ প্রতি মাস অন্তর অন্তর না করে জমা রেখে দেন তাহলে দেখবেন পরের মাসে এই বিলগুলো পরিশোধ করতে হিমসিম খেতে হবে। এছাড়াও, আপনি যদি এগুলো বিল পরিশোধ না করেন, তাহলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার ভয় থেকে যায়।

বাৎসরিক পারিবারিক কাজের তালিকা

কিছু পারিবারিক কাজ রয়েছে যেগুলো আমাদের প্রতি বছর করা উচিত। একটি পরিবারের জন্য দৈনন্দিন সাপ্তাহিক ও মাসিক কাজ ব্যতিত আরও বেশ কিছু কাজ রয়েছে যেগুলো প্রতি বছর বা বাৎসরিকভাবে করা দরকার। এই কাজগুলো আসলে যারা পরিবারের বড় সদস্য রয়েছেন তারাই করে থাকেন।

যারা বয়সে ছোট, তাদের উচিত পরিবারের বড় সদস্যদের দৈনন্দিন এবং সাপ্তাহিক কাজে সহযোগিতা করা। প্রতি বছরে করা উচিত এমন কয়েকটি পারিবারিক কাজের তালিকা নিচে তুলে ধরা হলো —

  • ঘরের রং করা
  • ছাদ মেরামত
  • প্লাম্বিং মেরামত
  • ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ মেরামত
  • ছুটির পরিকল্পনা করা
  • পুরো বছরের বাজেট তৈরি

উপরের উল্লিখিত কাজগুলো ছাড়াও একটি পরিবারে আরও বিভিন্ন ধরণের কাজ রয়েছে যেগুলো আমাদের প্রত্যেকের পারিবারিক জীবনে প্রতি বছর করতে হয়। এই পারিবারিক কাজগুলো করার মাধ্যমে আমরা আমাদের পরিবারের প্রতি নিজেদের দায়িত্ব পালন করতে পারি। আমাদের পারিবারিক কাজগুলো করলে আমাদেরই সদস্যদেরকে সহযোগিতা করা হবে।

পারিবারিক কাজের তালিকা মূলত একটি পরিবারের সদস্যদের জীবনধারার উপর নির্ধারণ করে অনেক সময় পরিবর্তন হতে পারে। তবে, কিছু কাজ প্রায়ই বলতে গেলে পরিবারের সদস্যদেরকেই করতে হয়। এমন কাজের তালিকা আমরা ইতিমধ্যে উল্লেখ করে দিয়েছি। আপনি চাইলে উপরোক্ত কাজগুলো অনুসরণ করার মাধ্যমে পারিবারিক কাজে সহযোগিতা করতে পারেন

📌 আরো পড়ুন 👇

যাদের ছোট পরিবার তাদের কাজ থাকে অল্প হবে, আবার যাদের পরিবারের সদস্য বেশি তাদের কাজের চাপ বেশি হবে। তাই, আপনার পরিবারের আকার, সদস্যদের বয়স এবং জীবনধারা নির্ভর করে পারিবারিক কাজ এর একটি তালিকা তৈরি করে ফেলুন।

এখানে, পারিবারিক প্রতি দিনের কাজের তালিকা, প্রতি সপ্তাহের কাজের তালিকা, প্রতি মাসের কাজের তালিকা এবং প্রতি বছর কাজের তালিক উল্লেখ করে একটি তালিকা করে রাখবেন। এতে পারিবারিক কাজগুলো পরিবারের সকল সদস্যদের মাঝে বণ্টন করে পরিবারের প্রতি সবার দায়িত্ব পালন করার মনোভাব তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ।

পারিবারিক কাজের তালিকা সম্পর্কে লেখকের মতামত

আজকের এই আর্টিকেলে আমরা দৈনন্দিন পারিবারিক কাজের তালিকা, সাপ্তাহিক পারিবারিক কাজের তালিকা, মাসিক কাজের তালিকা এবং বাৎসরিক কাজের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি এই সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকাড়ে পড়েন, তাহলে পরিবারের জন্য করা উচিত এমন কিছু কাজের তালিকা সম্পর্কে জেনে নিতে পারেবন।

পারিবারিক কাজের তালিকা সম্পর্কে আজকের ব্লগটি উপকারি মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এতে তারাও তাদের পরিবারের জন্য দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক কাজের তালিকা করতে পারবেন। এতক্ষন ধরে কাটিং টু ব্লগের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Comment